আমি নোকিয়া এন ৭২ মডেলের হান্ডসেট ব্যবহার করি । প্রথমে ব্যবহার করতাম এভিরা ভালই চলছিল । এটার একটাই সমস্যা ছিল এটা শুধু ট্রোজান ভাইরাস ধরতে পারতো ।আমার মতো যারা অনেক সময় বাহিরে থাকেন । তাদের অনেক সময় মোবাইল দিয়েই ডাউনলোড করা লাগে । তখন তো সফটওয়ারের সাথে যে কোন ভাইরাস থাকতে পারে । তখন এভিরা কাজে লাগে না । এর সমাধান খোঁজতেছিলাম পেয়েগেলাম সমাধান ।সফটওয়ারটির নাম নেটকুইন এন্টিভাইরাস । এটি আপনার মোবাইল ফোনের যেকোন ভাইরাস ধরার ক্ষমতা রাখে । এটা আপনার নেটওয়াক্র ট্রাফিকের হিসাব রাখে । এটা দিয়ে আপনি সহজেই সফটওয়ার আনইন্সটলের কাজ করেত পারবেন । আর সব চেয়ে বড় কথা এটা একটা ফ্রী এন্টিভাইরাস । ইচ্ছা ছিল স্কীনশট দিয়ে টিউনটি করবো । কিন্তু সময়ের জন্য পারলাম না বলে সবার কাছে ক্ষমা চেয়েনিচ্ছি । সফটওয়ারটি ডাউনলোড করার জন্য http://www.getjar.com ভিজিট করতে পারেন অথবা নেটকুইনের হোমেপজ থেকে ডাউনলোড করে নিতে পারেন । আর অবশ্যই ৩.২ ভারসন । ধন্যবাদ সবাইকে ।
আমি masud al nahid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আসুন আমরা সবাই প্রতিদিন একটা করে ভাল কাজ করি
নতুন টিউনার হিসেবে কেও হয়তো মন্তব্য করলনা। তাই আমিইও প্রথম মনব্যটি করলাম। ভাই টিউন করেছেন টিউনের ভাষা ঠিক আছে কিন্তু বিস্তারিত ও ফুল লিংক দিয়ে টিউন করলে ভাল হয়। সময়ের অভাব? কোন সমস্যা না আপনার যখন সময় হবে তখন না হয় টিউনটি করবেন। কেউ তো আর আপনার মনের মধে ঢুকে নেই যে আপনার মনের কথা গুলো নিয়ে টিউন করে ফেলবে।