Truecaller Dialer এই নতুন অ্যাপটি থাকছে Huawei স্মার্টফোন গুলিতে।সব ধরনের মানুষেরই এখন নানা ধরনের অ্যাপ সম্পর্কে ধারনা আছে।কিছু কিছু অ্যাপ এখন মানুষের প্রয়োজনের মধ্যেও চলে এসেছে।সেরকমই একটি অ্যাপ Truecaller Dialer। ইতিমধ্যেই Dialer অ্যাপ অ্যান্ডয়েড প্লাটফর্মে বেশ জায়গা করে নিয়েছে। Truecaller শুধু ঘোষণা করেছে এটা হুয়াওয়ে সঙ্গে একটি চুক্তি করেছে। এই অ্যান্ডয়েড এপ্লিকেশনটি Huawei ফোন কাস্টমারদের জন্য নিয়ে এসেছে স্মার্ট Dialer ফাংশন যা থাকবে বাক্সের ডান পাশে।
Truecaller কর্মকর্তাদের মতে,তাদের ডায়ালার অ্যাপ্লিকেশন সেপ্টেম্বর শেষে আমেরিকা, উত্তর আফ্রিকা, দক্ষিণ-পূর্ব ভারত ও মধ্যপ্রাচ্যে আসবে।ডেভলপারদের দাবি,সব Huawei স্মার্টফোনে যেন Truecaller অ্যাপ রাখার অনুমতি দেয়া হয়।
Truecaller ঘোষণা দিয়েছে,যেখানে অর্ধেক বিলিয়ন মানুষ truecaller ব্যবহার করত সেখানে এখন ৯০ বিলিয়ন মানুষ Truecaller ব্যবহার করছে।
সত্য যে ২০১৫ সালে huawei স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা ছিল ৪০ মিলিয়ন এর বেশি।আশা করা হচ্ছে। Truecaller অ্যাপ এর জন্য ব্যবহারকারীর সংখ্যা আরও বাড়বে।
অ্যান্ডয়েড ব্যবহারকারীদের জন্য dialer অ্যাপ এর কিছু গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে।যেখানে স্প্যাম কলার ব্লক করার পদ্ধতিও রয়েছে।এমনকি যখন আপনার বন্ধু আপনাকে কল করবে তখন আপনি তাকে দেখতেও পারবেন।
কিছু সাধারন ফিচারও আছে, যেমন-ব্যবহারকারী নাম এবং ফোন নাম্বার খুঁজে বের করার জন্য অপশন যোগ করতে পারবেন,তবে অবশ্যই এপ্লিকেশন থেকে সরাসরি কল করতে হবে।
তবে truecaller ব্যবহারকারীর জন্য জরুরি তথ্য হল এই অ্যাপ 3g অথবা wi-fi ইন্টারনেট সংযোগ ছাড়া ব্যবহার করা যাবে না।
তথ্য সংগ্রহ এই সাইট থেকে
আমি মাহাবুবা জান্নাত মিমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।