স্মার্টফোনের ব্যবহার বাড়ায় তারহীন ওয়াই-ফাই রাউটারের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। এতে ওয়াই-ফাই নেটওয়ার্কে একই ইন্টারনেট সংযোগ কম্পিউটার ও মুঠোফোনে ভাগাভাগি করে ব্যবহার করা যায়। আবার বিভিন্ন অফিস বা ব্যক্তিগতভাবে অনেকেই বিনা মূল্যে ওয়াই-ফাই সেবা দিয়ে থাকেন। প্রয়োজনের চেয়ে কম গতি পাওয়া কিংবা অনুমতি ছাড়া অনাকাঙ্ক্ষিত কেউ ব্যবহার করছে কি না, অনেক সময় তা জানার প্রয়োজন হতে পারে।
ওয়্যারলেস নেটওয়ার্ক ওয়াচার নামের সফটওয়্যার ব্যবহার করে এটি জানা যাবে। সফটওয়্যারটি পাওয়া যাবে এই ঠিকানার ওয়েবসাইটে। ওয়েবপেজটির নিচের দিকে লিংক থেকে নামিয়ে নিয়ে সহজেই জানা যাবে কোন কোন আইপি (ইন্টারনেট প্রটোকল) ঠিকানা আপনার নেটওয়ার্ক ব্যবহার করছে। নেটওয়ার্কে নতুন কোনো ব্যবহারকারী যুক্ত হলে একটি বিপ শব্দের মাধ্যমে তা আপনাকে জানিয়ে দেবে। এ ছাড়া আরও অনেক সুবিধা পাওয়া যাবে এই সফটওয়্যারে।
সম্প্রতি প্রকাশিত অ্যানড্রয়েডের এক
প্রতিবেদনে জানা যায় গত জুনে সকল অ্যানড্রয়েড
ডিভাইসগুলির মধ্যে ১৩.৩% এ মাশম্যালো ব্যবহার
করা হয়েছে। মে, ২০১৬ এর চেয়ে ব্যবহার ১০.১%
বৃদ্ধি পেয়েছে।
অ্যানড্রয়েড মাশম্যালো এখন ব্যবহৃত
হচ্ছে ১৩.৩ শতাংশ অ্যানড্রয়েড ডিভাইসে, গত
মাসে ব্যবহার বেড়েছে ১০.১ শতাংশ অবশ্য
ললিপপ এখন সবচেয়ে বেশি জনপ্রিয় অ্যানড্রয়েড
সংষ্করণ। গত
মাসেও ৩৫.১% সক্রিয় ডিভাইসে এটি ব্যবহৃত
হয়েছে। জনপ্রিয়তায় ললিপপের পরেই আছে
কিটক্যাট যা সংযুক্ত করা হয়েছে ৩০.১% পন্যে।
ললিপপ এখন সবচেয়ে বেশি জনপ্রিয় অ্যানড্রয়েড
সংষ্করণ এর আগের অ্যানড্রয়েড সংস্করণগুলির
ব্যবহার ক্রমে ক্রমে বিলুপ্ত হচ্ছে যদিও দেখা
যাচ্ছে ৬ বছরের পুরানো অপারেটিং সিস্টেম
অ্যানড্রয়েড ফ্রয়ো এখনো টিকে আছে। গত জুনেও
০.১% ডিভাইসে ফ্রয়ো দেয়া হয়েছে।
আসলে অ্যানড্রয়েড সংস্করণের কোনটি কতোটা
ব্যবহার করা হলো এটা তেমন কোন গুরুত্বপূর্ণ বিষয়
থাকে না যখন আমরা একে গুগলের প্লে সার্ভিসের
সাথে তুলনা করি যেখানে পরবর্তী সংস্করণটির
পাওয়া যায় উন্নততর বৈশিষ্ট্যসহ।
তবে তা যা হোক না কেন, আমরা অ্যানড্রয়েড ৭.০
নুগেট দেখার অপেক্ষায় আছি যা এ বছরের শেষ
নাগাদ আমাদের সামনে উপস্থাপিত
হবে।
আমি আল মাসুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।