আপনার মোবাইলকে বানিয়ে নিন অবিকল উইন্ডোজ এর মত দেখতে।
এবার আপনার মোবাইলের ষ্ক্রীন হবে উইন্ডোজ এর ষ্ক্রীন ।
এটি মুলত করা হয় থিম চেইঞ্জ করার মাধ্যমে। তবে প্রক্রিয়াটা একটু জটিল এবং রিস্কী । চলুন শুরু করা যাক ।
এই থিমগুলো আমি LG KU 990 Viewty তে Apply করেছি তবে Lg এর অন্যান্য টাচ সেটগুলোতেও করা যাবে।
LG KU 990 Viewty এই মোবাইলটি থিম ইনষ্টল এর ক্ষেত্রে ইউজার ফ্রেন্ডলি না হওয়ার কারনে সাধারন নিয়মে এটি ইনষ্টল করা যা না। একটু ঝামেলা করতে হয়। তবে করা যায়। আজ আমি আপনাদের সেটাই শেখাব।
প্রথমে একটি ষ্ক্রীন শট দেখে নিই।
এবার আসি কিভাবে করবেন?
এজন্য আমাদের EFS MEDIA BUILDER নামে একটি সফ্টওয়্যার লাগবে।
১. প্রথমে আপনার মোবাইলটিকে USB DATA CABLE এর মাধ্যমে কম্পিউটারের সাথে কানেক্ট করে নিন।
২. এরপর এখান থেকে সফ্টওয়্যারটি ডাউনলোড করে নিন।
৩. সফ্টওয়্যারটি ওপেন করুন।
৪. এরকম আসবে।এবার এখান থেকে EFS Explorer এ ক্লিক করুন।
৫. এরকম আসবে । এবার চিত্রে দেখানো অংশে ডাবল ক্লিক করলে নীচের দিকে Connect অপশন পাবেন। Connect এ ক্লিক করুন।
৬. এরকম আসবে । এবার এখান থেকে “LGAPP/Media/swf/theme” এই লোকেশনে যান । এখান থেকে “theme_bg2.swf” এবং “theme” folder
এই দুটি ফাইল ব্যাকআপ করে নিন।
৭. এখান থেকে থিম ফাইলগুলো ডাউনলোড করে নিন। এই ফোল্ডারের মধ্যে দুইটা জিনিস পাবেন। একটি Theme folder আরেকটি “theme_bg2.swf” । এবার এই দুটি ফাইল “LGAPP/Media/swf/theme” এই লোকেশনে আপলোড করে দিন Drag and drop ও করতে পারেন ।
এ অবস্থায় দেখতে এরকম হবে ।
৮. কাজ শেষ। এবার মোবাইলটি কম্পিউটার থেকে ডিসকানেক্ট করুন এবং রিষ্টার্ট করুন। মোবাইলটি অন হবার পর Handset theme option এ গিয়ে আপনার মোবাইলে আগে থেকেই যে থিমগুলো ছিল সেখান থেকে Silver থিমটি Apply করুন। Ok করে মেইন ষ্ক্রীনে চলে আসুন । এবার আপনার মোবাইলের C বাটনে পরাপর দুইবার চাপ দিন এইমাত্র ইনষ্টল হওয়া থিমগুলোর লিষ্ট পাবেন । পছন্দের থিমটি সিলেক্ট করে আবারও C বাটনে পরাপর দুইবার চাপ দিন থিমটি Apply হয়ে যাবে । থিম Change করতে চাইলে আবারও C বাটনে পরাপর দুইবার চাপ দিন থিমগুলোর লিষ্ট থেকে অন্য একটি সিলেক্ট করে আবারও C বাটনে পরাপর দুইবার চাপ দিন থিমটি Apply হয়ে যাবে । ব্যাস হয়ে গেল থিম Apply.
৯. আপনার মোবাইলকে দেখতে উইন্ডোজের মত বানাতে চাইলে থিম লিষ্ট থেকে windows viewty থিমটি Apply করে দিন হয়ে যাবে ।
NOTE: অবশ্যই “theme_bg2.swf” এবং “theme” folder এই দুটি ফাইল ব্যাকআপ করে নিন। অন্যথায় কোনো ক্ষতি হলে আমি দায়ী নই ।
পোষ্টটি কেমন লাগলো জানাবেন। এটি নিয়ে পূর্বে কোন টিউন হয়েছে কিনা জানি না তবে হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগ থেকে।
আমি pc soft। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমারটাও LG KU990। চেষ্টা করে দেখব। কোন সমস্যা হলে ব্যাকআপ করা ফাইলগুলো কীভাবে ব্যাবহার করব?
কাজের সময় লোডশেডিং হলে কোনো সমস্যা হবে কিনা জানতে চাই।:-)