শর্ত ও ভ্যাট ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে
কল করে শুনুন নিজের পছন্দের গান/টোন &
সেট করুন আপনার ডায়ালকৃত যে কোন মোবাইল নাম্বারে !!!টেকটিউনসে মোবাইলীয় বিষয়ে এটি আমার তৃতীয় টিউন আশা করি এই টিউনটিও আপনাদের ভালো লাগবে।
আমরা যখন আমাদের প্রিয়জনদের সাথে কল করি তখন কল টোনের বদলে মিষ্টি সূরের গান শোনা যায়,আমাদের মোবাইল অপারেটররা এরকম অনেক সূবিধা দিয়ে থাকেন, শর্ত ও ভ্যাট প্রযোজ্যে এআমাদের টাকা প্রদান করতে হয়।আপনি চাইলে আপনার মোবাইলে ছোট্ট একটি সফটওয়্যার দিয়ে wel come tune সেট করতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে ।
Software টি ইনষ্টল করতে হলে আপনাকে Nokia Symbian s60 v2(7610,6600,6630,6680,
3230,6260,6620,6670, N70, N72, N90) মডেলের মোবাইল লাগবে ।
এখান থেকে অসফটওয়্যার টি ডাউনলোড করুন
সফটওয়্যার টি ডাউনলোড করে মোবাইল ইনষ্টল করুন,
সফটওয়্যার টি ইনষ্টল করার পর আপনার মোবাইল মেনুতে Ring out সফটওয়্যার টি icon দেখতে পাবেন এখন অপেন করে নিজের ইচ্চে মত যে কোন মোবাইল নাম্বারে সেটিংস করে নিন।
প্রথমে Ring out সফটওয়্যার টি অপেন করুন
তারপর Set off ? ইউনডোটি আসলে Yes এ ক্লিক করুন
এবার আপনার মোবাইলের Navigation key Left এ ক্লিক করুন
crazy_frog(begin).amr এবং crazy_frog_dance.amr এই দুটি টোন পাবেন
এখন Options এ ক্লিক করে Add files ক্লিক করে(E:) Memory Card থেকে আপনার পছন্দের গানগুলো লিষ্ঠ এ এডকরুন
এখনOptions এক্লিক করে Add contact সিলেক্ট করে contacts লিষ্ঠ আপনার পছন্দের মোবাইল নাম্বার এবং গান সিলেক্ট করে Ok দিন
এখন options এক্লিক Set on সিলেক্ট করে Exit এক্লিক করুন, ব্যস সেট হয়ে গেলো আপনার পছন্দের welcome tune ।এখন থেকে আপনি এই নাম্বারে কল করলে আপনার পছন্দের গানটি শোনতে পাবেন।
বি:দ্র: আমি Nokia6600,7610.N70,6630,6680সেটে ইনষ্টল করেছি এগুলোতে ১০০% কাজ করে। তাই কাজ না করলে দয়া করে মন্তব্য করুন ।আর আমরা যারা জাভা সাপোর্ট মোবাইল ব্যবহার করি তাদের জন্য এই সফটওয়্যার আমি পাই নাই, কারো কাছে থাকলে দয়া করে আপলোড কইরেন, ধন্যবাদ সবাইকে
আমি Murad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার ত্যাগ আমার স্মরন আমার মেধা আমার মনন আমার কলম আমার বচন আমার শক্তি আমার ধন আমার জীবন আমার মরন আমার সবকিছু মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ !তোমায় করছি সমপর্ণ অসীম দয়াময় প্রভু তুমি নিরঞ্জন ! তোমার রহমতের ছায়ায় আমায় রাখো প্রতিক্ষণ! ─আমার সমর্পণ । মুরাদ হোসেন,গোলাপ গঞ্জ.সিলেট, মোবাইল: +8801717414414 ইমেল:[email protected]...
এর মানে কি?? কিছু লেখেন নাই কেন মুরাদ ভাই???
ব্যাপার টা কি??
আমার জানা মতে আপনি তো টিউন করে ফান করার মানুষ না????
হল কি?? জানাবেন?
টিউনটা ভাল হইছে……আমিও ফয়সল ভাইয়ের সাথে একমত…..শিরোনাম হতে পারে “কল করে শুনুন নিজের পছন্দের গান/টোন” এই টাইপের আর কী!
টিউন কই