থিম লাগবে থিম ?? কতগুলা? শত শত, হাজার হাজার নাকি লক্ষ লক্ষ !! সকল প্রকার মোবাইলের জন্য আছে। (আমার ৫০তম টিউন)

বিসমিল্লাহহির রহমানির রহিম

আপনাকে স্বাগতম আমার ৫০তম টিউনে। আমি বরাবরই মানে প্রাই বেশিরভাগ টিউনই মোবাইল নিয়ে করি, তাও আবার সবার জন্য নয় তারমধ্যে কিছু সীমাবদ্ধতাও আছে। এজন্য হয়ত আামার প্রিয় টিটির অনেক ব্যবহারকারী/টিউনাররা আমার উপর ক্ষেপে আছে। আমি কোনদিন থিম নিয়ে টিউন করিনি তাছাড়া আর করবো কিনা সন্ধেহ।

যাইহোক তাই আজকে আমি আমার ৫০তম টিউনে আপনাদের সবাইকে এমন একটি ওয়েবসাইটের সন্ধান দেব যাতে আপনি প্রচুর থিম পাবেন তাও আবার আপনার মোবাইলের মডেল অনুযায়ী। আর একটি মজার বিষয় হল আপনি ক্যাটাগরি বেছে নিয়ে থিম পছন্দ করতে পারবেন এমনকি আপনি কোন প্রণেতাকে (author) সিলেক্ট করে শুধু তারই দেওয়া থিম ডাউনলোড করতে পারবেন।

আসুন তাহলে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই ওয়েবসাইটটির সাথেঃ

ওয়েবসাইটটির ওয়েব এ্যাড্রেস ঃ  http://www.onsmartphone.com

ওয়েবসাইটটিতে ঢুকলে  উপরে ডান দিকে নিচের মত Phone Selector দেখতে পাবেন যেখানে আপনি আপনার প্রিয় সেটটির মডেল নম্বর সিলেক্ট করে থিম পছন্দ করতে পারবেন।

সাইটটিতে আপনি ৩২টি ক্যাটাগরির থিম পাবেন

প্রণেতাদের তালিকা অনুযায়ীও আপনি থিম বেছে নিতে পারেন

যেভাবে ডাউনলোড করবেনঃ

আপনার পছন্দের থিমটিতে ক্লিক করলে নতুন একটি উইনডো খুলবে যেখানে একটু স্কোল করলে নিচের মত একটা অংশ দেখতে পাবেন। যাতে নিচের মত দুইটি অপশন পাবেন

১। Download theme file > এ ক্লিক করলে সরাসরি আপনার কম্পিউটারে থিমটি ডাউনলোড হবে, এরপর কম্পিউটার থেকে ট্রান্সফার করে মোবাইলে নিয়ে ইন্সটল দিতে হবে।

২। Download this theme directly to your phone > এই অপশনটি নির্বাচন করলে আপনাকে নিচের মত একটি ছোট অংশ দেখতে পাবেন

উপরের ইমেজটি দেখে নিশ্চই বুঝতে পারছেন আপনাকে করতে হবে।

তারপরও বলছি এখানে থিমটির একটি কোড দেওয়া আছে, যেটি আপনি আপনার মোবাইলের ওয়েব ব্রাউজার থেকে m.onsmartphone.com গেলে চাইবে। এখন আপনি যদি ওই কোডটি সেখাবে প্রবেশ করান তাহলে থিমটি সরাসরি আপনার মোবাইলে ইন্সটল হবে।

তবে আমার মতে এত ঝামলা না করে সরাসরি কম্পিউটারে ডাউনলোড দেওয়ার পর মোবাইলে নিয়ে ইন্সটল করাই উত্তম।

এখন আসুন দেখা যাক কি কি মোবাইলের জন্য ওয়েবসাইটটিতে থিম পাবেন।

এছাড়াও সাইটটি প্রতিনিয়ত নতুন নতুন সেটের জন্য থিম আপডেট করে।

*******************************************************

Nokia E65 এবং অন্য smartphone গুলির মালিকদের জন্য বলছি যেগুলি Series60 3rd Edition! নির্ভরশীল

যখন আপনারা এই ওয়েবসাইট থেকে থিম ডাউনলোড করে ইন্সটল করবেন, তখন আপনারা হয়ত "Certificate Error" বা এইধরণের কোন প্রকার মেসেজ দেখতে পারেন যেটির কারণে আপনাদের মোবাইলে এই থিমগুলি ইন্সটল নেবে না।

এই সমস্যা থেকে বাচার জন্য স্পিমপ্লি নিচের ৩টি নিময় পালন করুন।

ব্যাস ! শুধু এই টুকু কষ্ট করলেই সব ভ্যাজাল শেষ।

***********************************************************************************************

আমার সবগুলো টিউন দেখতে উপরে “আমার টিউনার পাতা” তে ক্লিক করুন।

আমার ইমেইল ঃ [email protected]

ফেসবুকে আমি ঃ http://www.facebook.com/crazzzzzzyboy

***********************************************************************************************

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অভিনন্দন ৫০তম টিউনে!

Level 0

সাইফুল ইসলাম ভাই, ৫০ বার স্বাগতম জানাই, ৫০তম টিউনের জন্য, আশা করি ১০০ তম টিউন করবেন তাড়াতাড়ি???? ধন্যবাদ…………………..।

boss taratari cenchuri maren.bangalira ekhon fifty theke cenchury besi pochondo kore………………………………………

অভিনন্দন সাইফুল ভাই আপনার ৫০তম টিউনে!

বস এগিয়ে যান……………………

সামনের পথ যতই কন্টকপুর্ন হউক না কেন এগিয়ে চলুন আমরা আপনার সাথে আছি।
৫০ পুর্ন করার জন্য ৫০ জিবি শুভ কামনা।

    অবশ্যই এগিয়ে যান। অনেক ধন্যবাদ।
    ৫০ জিবি তো দিলেন কিন্তু স্পিড টা তো জানালেন না !

স্বাগতম সাইফুল ভাই.
৫০তম টিউনে!

আপনার ৫০ তম টিউনের জন্য আপনাকে প্রানঢালা অভিনন্দন,
দোয়া করি আপনার আগামির পথ চলা যেন আরো সুন্দর ও সাবলীল হয়।
এবং আরো সুন্দর সুন্দর টিউন দিয়ে টেকটিউন্সকে সমৃদ্ধ করবেন।
এবং অনেক অনেক ধন্যবাদ আজকের টিউনের জন্য,
অনেক সুন্দর হইছে আজকের টিউনটাও।

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ আতাউর ভাইয়া।
    আর আমি যেন আমার প্রতিটি টিউনে আপনার মন্তব্য পেতে থাকি।

অভিনন্দন! সাইফুল তোমাকে। মোবাইল প্রযুক্তি নিয়ে তোমার আগ্রহ সত্যিই প্রশংশনীয় এবং মোবাইল বিষয়ক তোমার টেকনিক্যাল টিউন গুলো একদমই ব্যতিক্রমী। তবে তুমি মোবাইল দুনিয়ার তাক লাগানো প্রযুক্তি গুলোও আমাদের জানাতে পারো। অভিনন্দন!

    আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব বুঝতে পারছি। দোয়া রাখবেন যাতে আজিবন টেকটিউনে টিউন করতে পারি আর কোন একদিন টপটিউনারের স্থানটা দখল করে নেই।
    আর আমি প্রাণপনে চেষ্টা করব দুনিয়ার তাক লাগানো প্রযুক্তি গুলো নিয়ে আলোচনা করতে।

৫০ তম টিউনে রইলো অভিনন্দন সেই সাথে শুভ কামনা।

এই শিতের দিনে আপনাকে গরম গরম শুভেচ্ছা, এই থিম গুলি পিচি তে ইউচ করতে পারব?

    ধন্যবাদ শাহেদ ভাইয়া। আর এই থিমগুলি শুধুমাত্র মোবাইলের জন্য।

থিম ডাউনলোড করতে করতে থ্যাঙ্কস দিতেই ভুলে গিয়েছি !
ধন্যবাদ।

half-century…………carry on

Level 0

সাইফুল ভাই আমি জানি আপনি খুব ভালো একজন Tuiner.. এবং আপনি সিম্বিয়ান এর সন্মন্ধা খুব ভালো জানেন আমি একটা সমসায় পরেছি. আমার নকিয়া N73 mobile a Skype Install করতা পারছিনা আমি আপনার prossace অনুযায়ে মোবইল হেক ও করসি কিন্তু কাজ হস্সা না. আমিকি আমার মোবইলে Software load দিব? Please help me ::As early as possible””

    @Amir: http://m.skype.com এ আপনার মোবাইলের ব্রাউজার থেকে ভিজিট করুন। যদি আপনার মোবাইলে স্কাইপ সাপোর্ট করে তাহলে ডাউনলোড করতে পারবেন। না করলে ডাউনলোড করতে পারবেন না।

Level 0

আমি নকিয়া n73 use করতেছি আমি আপনার দেওয়া link a try করেছি আমাক বলছে Not Supported কিন্তু আমি জানি এটাতে skype use করা যায়…. এখন Nimbazz use করতেছি … এটা ভালই কাজ হচ্ছা কিন্তু ভিডিও Call তো করা যায় না..