বাংলাদেশের সবচেয়ে কম দামের সেরা কিছু এন্ড্রয়েড স্মার্টফোন (৫)

আসসালামু আলাইকুম

আমাদের দেশে এন্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীর বেশিরভাগই হল স্টুডেন্ট এবং মধ্যবিত্তরা আর তাদের বেশিরভাগের বাজেট দশহাজারের মধ্যে।দেশের বাজারে এই বাজেটের স্মার্টফোনে বিক্রির ক্ষেত্রে সিম্ফনি এবং ওয়াল্টন উপরের সারিতে রয়েছে এবং তারা বাজার ধরে রাখার জন্য প্রতিনিয়ত নতুন নতুন স্মার্টফোন বাজারে ছাড়ছে।এখানে দশহাজারের মধ্যে সবচেয়ে কমদামের বাছাই করা সেরা কিছু এন্ড্রয়েড স্মার্টফোন নিয়ে আলোচনা করা হবে।

.

* স্মার্টফোন কেনার আগে ডিসাইড করুন,কি কাজে ব্যবহার করবেন,এবং আপনার বাজেট কতো???

* এরপর আপনার বাজেট অনুযায়ী স্মার্টফোনগুলো কম্পেয়ার করে দেখুন,যেটা আপনার কাজ এবং বাজেটের সাথে মিলে যাবে সেটাই কিনুন!!!

* এবং যেই ফোনটা কিনবেন তার সম্পর্কে নেটে খোঁজ নিন, এবং এর রিভিউ এবং ইউজার ওপিনিয়নগুলো দেখুন।

বেশকিছু স্মার্টফোন লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে (পুরোনো ওএস,দাম অনুযায়ী পারফরমেন্স কম,দুর্বল ক্যামেরা এবং কম ব্যাটারি ব্যাকআপ)

আমি সবদিক বিবেচনা করেই স্মার্টফোনগুলোর লিস্ট তৈরি করেছি।

.

.

Symphony E5

দাম: ২০৯০ টাকা

এন্ড্রয়েড ২.৩

৩.৫" ডিসপ্লে

১.০ গিগাহার্জ সিংগেল কোর প্রসেসর

রেম ২৫৬এমবি + রম ৫১২এমবি

ক্যামেরা ১.৩

ব্যাটারি ১৩০০এমএএইচ

.

.

Symphony E79

দাম: ২৯৯০

এন্ড্রয়েড ৪.৪

৪.০" ডিসপ্লে

১.২ গিগাহার্জ ডুয়ালকোর প্রসেসর

রেম ৫১২এমবি + রম ৪জিবি

ক্যামেরা ২এমপি+০.৩এমপি

ব্যাটারি ১৪৩০এমএএইচ

.

.

Symphony V75

দাম: ৪৯৯০টাকা

এন্ড্রয়েড ৬.০

৫.০" ডিসপ্লে

১.৩ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর

রেম ১জিবি + রম ৮জিবি

ক্যামেরা ৫এমপি+২এমপি

ব্যাটারি ২০০০এমএএইচ

.

.

Symphony V100

দাম: ৫৪৯০টাকা

এন্ড্রয়েড 5.1

৫.০" ডিসপ্লে

১.৩ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর

রেম ১জিবি + রম ৮জিবি

ক্যামেরা ৫এমপি+৫এমপি

ব্যাটারি ২৫০০এমএএইচ

.

.

Walton GH5 mini

দাম: ৫৬৯০

এন্ড্রয়েড 5.1

৪.৫" ডিসপ্লে

১.৩ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর

রেম ১জিবি + রম ১৬জিবি

ক্যামেরা ৫এমপি+৫এমপি

ব্যাটারি ২৫০০এমএএইচ

.

.

Symphony V85

দাম: ৫৯৯০টাকা

এন্ড্রয়েড 5.1

৪.৭" ডিসপ্লে

১.৩ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর

রেম ১জিবি + রম ৮জিবি

ক্যামেরা ৮এমপি+৫এমপি

ব্যাটারি ৩০০০এমএএইচ

.

.

Walton GH6

দাম: ৬২৯০

এন্ড্রয়েড ৬.০

৫.০" ডিসপ্লে

১.৩ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর

রেম ১জিবি + রম ৮জিবি

ক্যামেরা ৮এমপি+৫এমপি

ব্যাটারি ২০০০এমএএইচ

.

.

Symphony i10

দাম: ৬৯৯০টাকা

এন্ড্রয়েড ৬.০

৫.০" ডিসপ্লে

১.৩ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর

রেম ১জিবি + রম ১৬জিবি

ক্যামেরা ৮এমপি+৮এমপি

ব্যাটারি ২৫০০এমএএইচ

.

.

Walton NF2

দাম: ৭৪৯০টাকা

এন্ড্রয়েড ৬.০

৬.০" ডিসপ্লে

১.৩ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর

রেম ১জিবি + রম ৮জিবি

ক্যামেরা ৮এমপি+৫এমপি

ব্যাটারি ৩৩০০এমএএইচ

.

.

Symphony P6 (1gb)

দাম: ৭৯৯০টাকা

এন্ড্রয়েড ৫.০

৫.৩" ডিসপ্লে

১.৩ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর

রেম ১জিবি + রম ৮জিবি

ক্যামেরা ১৩এমপি+৫এমপি

ব্যাটারি ২৫০০এমএএইচ

.

.

Symphny P6 pro

দাম: ৮৯৯৯টাকা

এন্ড্রয়েড ৫.০

৫.৫" ডিসপ্লে

১.৩ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর

রেম ২জিবি + রম ১৬জিবি

ক্যামেরা ১৩এমপি+৫এমপি

ব্যাটারি ২৫০০এমএএইচ

.

.

Symphony H400

দাম: ৯৯৯০টাকা

এন্ড্রয়েড ৬.০

৫.০" ডিসপ্লে

১.৩ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর

রেম ২জিবি + রম ১৬জিবি

ক্যামেরা ১৩এমপি+৫এমপি

ব্যাটারি ৩২০০এমএএইচ

.

.

*** এখানে স্মার্টফোনগুলোর উল্লেখযোগ্য ফিচারগুলো দেওয়া হয়েছে।ফুল স্পেসিফিকেশন এবং আরও তথ্যের জন্য অনলাইনে খোঁজ নিন।

.

আগের থেকে সিম্পনি এবং ওয়াল্টন তাদের প্রডাক্টের কোয়ালিটি বেশ ভালো করেছে,তবে বাজারে টিকে থাকতে হলে তাদের মান আরো ভালো করতে হবে এবং গ্রাহকদের চাহিদাকে বেশি প্রাধান্য দিতে হবে।

.

তবে তাদের সবচেয়ে বাজে দিক হল তাদের সার্ভিস সেন্টারগুলো,যার মান আগেরমতই রয়েছে।এ নিয়ে বেশিরভাগ ব্যবহারকারীই তাদের উপর অসন্তুষ্ট।

সিম্ফনি এবং ওয়াল্টন যদি তাদের সার্ভিস সেন্টারগুলোর মান উন্নত করতে পারে তবে তারা খুব দ্রুতই তাদের বাজার আরো প্রসারিত করতে পারবে।

.

.

ফেসবুকে আমি : http://www.facebook.com/easines

Level 0

আমি Muhammad Easin Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস