পেইন্ট (Paint) করুন মোবাইলে। Paint Pad ও Paint Studio দিয়ে। (TouchTune)

আজকে আমি আপনাদেরকে দুইটি সুন্দর সফট্ওয়ার উপহার দেব। সফট্ওয়ার দুইটির নাম Paint Pad ও Paint Studio। দুইটি সফট্ওয়ারই আমার কাছে ভাল লেগেছে। টাচ মোবাইলগুলোর সফট্ওয়ারগুলি বেশিরভাগই মজা করার জন্য তৈরী করা হয়।

কাজের ফঁাকে যখন আপনি আপনার প্রিয় টাচ মোবাইলটি পকেট থেকে বের করেন, একটু ক্লান্তি দুর করার জন্য, তখন আপনাকে হয়ত এই দুইটা সফট্ওয়ার কাজে লাগতে পারে। তবে এই সফট্ওয়ারগুলির সবটাই যে অকাজের তা না। কারণ এটি দিয়ে অনেক ছোট ছোট কাজ সারতে পারবেন।

সফট্ওয়ার গুলি সমন্ধে কিছুই বলার নেই কারণ এগুলি ব্যবহার করা অত্যান্ত সহজ এবং সহজবোধ্য।

আসুন তাহলে দেখা যাক সফট্ওয়ারগুলির কিছু স্কিনশর্টঃ

প্রথমেই Paint Studioঃ

*********************************************

**********************************************

পেইন্ট স্টুডিও ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন

********************************************************

এবারে Paint Padঃ

*************************************************

***********************************************

পেইন্ট প্যাড ডাউনলোড করুন এখানে ক্লিক করে।

***********************************************

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বড় একটা থাঙ্কস…. 😀

আপনাকে একটা উপাধি দিতে চাই।উপাধিটা হল mobile software গুরু।আপনার tune দেখে touch screen nokia mobile কিনতে ইচ্ছে করে।এরকম আরও অনেক tune চাই।

    ধন্যবাদ। আসলে আমার মোবাইলীয় সমন্ধে টিউনগুলির 50% উদ্দেশ্যই কিন্তু মানুষকে এইরকম সেটগুলি অর্থাৎ বর্তমানের সেরা প্রযুক্তির টাচ মোবাইলগুলোর প্রতি আকৃষ্ট করা।
    ইনশাআল্লাহ আমি যতদিন টিটিতে আছি, ততদিন আমার কাছ থেকে সবচেয়ে বেশি মোবাইলীয় টিউন পাবেন।

“mobile software গুরু” আসলেই,
মোবাইল নিয়ে সবচেয়ে বেশী ও ভাল টিউন মনে হয় আপনিই করেছেন।
আজো একটা ধারুন সফট নিয়ে টিউন করলেন,
অনেক ধন্যবাদ সুন্দর সফটি শেয়ার করার জন্য।