ওয়ালটন প্রিমো ZX2 এবং ওয়ালটন প্রিমো ZX2 Mini এর পর ওয়ালটন তাদের ZX সিরিজে যোগ করলো ওয়ালটন প্রিমো ZX2 Lite। যার নকশা Zx2 এর চাইতে অনেক ভাল নিচের চবিটা দেখলে আপনারা বুযতে পারবেন এবং তাদের অন্য পণ্য গুলো সাথে এই স্মার্ট ফোনের প্রধান পার্থক্য হল, তাঁরা পণ্যটির মূল্যের না, পণ্যের মানের দিকে বেশি নজর রেখেছেন।
Primo ZX2 lite স্মার্টফোনে রযেছে উচ্চমানসম্মত এমোলেড ডিসপ্লে, মাইক্রো এসডি এবং ডুয়েল স্লিম স্ল। জিপিইউ হিসেবে Mali T720 এবং চিপসেট হিসবে থাকছে মিডিয়াটেক MT6795 এর মত দায়িত্বশীল প্রযুক্তি। ফলে আপনাকে এইচডি গেম অথবা ভিডিও দেখা নিয়ে ভাবতে হবে না। দীর্ঘ ব্যাটারি স্থায়িত্বকাল, আর এর আউটলুক যে কারোর নজর কাড়তে বাধ্য।
ক্যামেরা | সেলফি – ৮ মেগাপিক্সেলপ্রাইমারী – ১৬ মেগাপিক্সেলভিডিও – ১৯২০x১০৮০ |
মেমোরি | RAM – ৩ জিবিফোন মেমোরি – ৬৪ জিবিমেমরি কার্ড – ১২৮ জিবি |
নেটওয়ার্ক | ২জি, ৩জি, ৪জি, ওয়াইফাই ৮০২.১১, ব্লুটুথ ৪.০ |
ডিসপ্লে | ৬ ইঞ্চি, সুপার আমলেড এইচডি ডিসপ্লে, ক্যাপাসিটিভ টাচ |
ব্যাটারি | Li-Po ৫০২০ mAh battery |
ওএস | অ্যান্ড্রয়েড 5.1 ললিপপ |
ওয়ালটন প্রিমো জেডএক্স ২ Lite মোবাইলে রয়েছে ৬ ইঞ্চি বড় পর্দার ডিসপ্লে অতএব এটি নিঃসন্দেহে বিশাল আকৃতির ফোন। এর আয়তন নেক্সাস সিক্স এর মতই। এতে আছে এক সেট বড় সরু ফ্রেম এবং এটি 8.4 মি.মি. চিকন এবং ওজন হচ্ছে ২০৭ গ্রাম। এর প্রতিটি কোনা গোলাকার এবং প্রান্তগুলোও খুব সুন্দর করে বাকানো তাছাড়া পাশগুলোও অনেক তীক্ষ্ণ। প্রান্তগুলোর উপরে এলুমিনিয়াম ব্যান্ড লাগানো আছে কাজেই আপনি যদি আগে বড় পর্দার ফোন চালিয়ে থাকেন তাহলে সহজেই এই মোবাইল আপনি আপনার মুঠোবন্ধি করতে পারবেন।
আরো দেখতে পারেন: Online Walton Mobile Price in Bangladesh
আমি আনোয়ার আবির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বাংলাদেশ এখন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দারপ্রান্তে। আসেন আমরা সবাই এই অর্জনে অবদান রাখি, বিজয়ের মুহূর্তকে উপভোগ করি
https://www.techtunes.io/tech-talk/tune-id/440762