স্যামসাং গ্যালাক্সি এস৭ এর বিক্রি মার্চ মাসে ১০ মিলিয়নকে ছাড়িয়েছে

বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং এ বছরে তাদের চমক আনছে গ্যালাক্সি এস৭ ও এস৭-এজ মডেলের দুটির স্মার্টফোন দিয়ে। সম্প্রতি বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এ স্মার্টফোন দুটি প্রদর্শন করে স্যামসাং। এ স্মার্টফোন দুটির মধ্যে গ্যালাক্সি এস৭ কিছুটা ছোট স্ক্রিনের। অন্যদিকে গ্যালাক্সি এস৭ এজ মডেলের স্ক্রিন কিছুটা বড়। এছাড়া গ্যালাক্সি এস৭ এজ মডেলের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে।

স্যামসাংয়ের বর্তমান গ্যালাক্সি এস৬ এবং এস৬ এজ মডেল দুটিতে রয়েছে ৫ দশমিক ১ ইঞ্চি স্ক্রিন। এ ছাড়া গ্যালাক্সি এস৬ এজ প্লাস নামের একটি বড় স্মার্টফোনও আছে, যার স্ক্রিন ৫ দশমিক ৭ ইঞ্চি দীর্ঘ এবং স্ক্রিনের দুই পাশের প্রান্ত কিছুটা বাঁকানো।

সব দেখে শুনে মনে হচ্ছে স্যামসাং স্মার্টফোন বিক্রিতে আবারো বাজিমাত করতে চলেছে। বিশেষজ্ঞদের মতে বাজারে এরই মধ্যে উচ্চমানের ফোনের চাহিদা কমে গেছে। কিন্তু তারপরেও বিশেজ্ঞদের মতামতকে ভুল প্রমাণ করে Galaxy S7 এর মতো দামী ফোনটি তাদের বিক্রির লক্ষমাত্রা অতিক্রম করছে।  এর মাঝে চমৎকার কি আছে চলুন একনজরে দেখে আসি।

প্রথমত চমৎকার ডিজাইন

চমৎকার ডিজাইনের নতুন এই Galaxy S7 Edge ডিভাইসটি আসলেই দেখতে বেশ আকর্ষনীয়! যেহেতু স্যামসাং প্রতিষ্ঠানটি এদের ডিভাইসের জন্য নিজেরাই ব্যাটারি প্রস্তুত করতে শুরু করেছে ফলে নতুন নতুন ডিভাইসের ডিজাইন করতেও প্রতিষ্ঠানটি বেশ সহায়তা পারচ্ছে।

ব্রিলিয়ান্ট ক্যামেরা ইউনিট

স্যামসাং-এর নতুন এস ৭ এজ ডিভাইসটির ক্যামেরা ইউনিটের মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারবেন যে ক্যামেরা মানেই শুধু মেগাপিক্সেল নয়! ডিভাইসটির রিয়ার ক্যামেরা ইউনিটটি মাত্র ১২ মেগাপিক্সেলের হলেও বিশ্বাস করুন এটি অন্যান্য বেশি মেগাপিক্সেলের স্মার্টফোনগুলোর থেকে ভালো ছবি তুলতে সক্ষম।

ভাবছেন কীভাবে? ঐযে, 'ক্যামেরা মানেই শুধু মেগাপিক্সেলের হিসেব নয়!' ডিভাইসটিতে রয়েছে এফ/১.৭ অ্যাপারচার যা আপনার ছবিকে নতুন একটি মাত্রায় নিয়ে যাবে খুব সহজেই এবং এতে রয়ছে ডুয়াল পিক্সেল টেকনোলোজি যা প্রতিটি পিক্সেলের জন্য দুটি লাইট সেন্সেটিভ ফটোডায়োড ব্যবহার করে থাকে। এবং একারণে আপনি নিজেই এই ডিভাইসটি দিয়ে তোলা ছবির কোয়ালিটি অন্য ডিভাইসের সাথে তুলনা করে মুগ্ধ হয়ে যাবেন। পাশাপাশি ডিভাইসটিতে যুক্ত করা হয়েছে ৫মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা যা সেলফিপ্রেমিদের বেশ কাজে আসবে বলেই আমি মনে করি।

শক্তিশালী ব্যাটারি লাইফ

গ্যালাক্সি এস ৬ ডিভাইসটির চাইতে যে শুধুমাত্র ক্ষমতার দিক দিয়েই নতুন এই ডিভাইসটির ব্যাটারি শক্তিশালী (৩,৬০০ মিলি অ্যাম্পিয়ার) তাই নয় বরং ডিভাইসটি সাপোর্ট করে কুইক চার্জিং সুবিধাও যার ফলে চমৎকার এই ডিভাইসটি ০ থেকে ১০০ শতাংশ চার্জ করতে আপনার প্রয়োজন হবে মাত্র ১০০ মিনিটের মত। পাশাপাশি ডিভাইসটি ওয়্যারলেস চার্জিং-ও সাপোর্ট করে থাকে তবে এজন্য অবশ্য ফুল চার্জ হতে কিছুটা বেশি সময় লাগবে, প্রায় ১৫০ মিনিটের মত।

 

প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি গ্যালাক্সি এস৭ এর ডিজাইন তৈরিতে নতুন করে বিশেষ ভাবে নজর দিয়েছিল। ফলশ্রুতিতে ফোনটির মূল্য অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়েছে। হয়তো মূল্য কমানোর এই বিশেষ বিষয়টি Samsung Smartphone টির বিক্রি ও মূনাফা বৃদ্ধিতে জোরালো ভূমিকা রেখেছে।

Also Check: Samsung Galaxy S7 and S7 edge Official page for more info. Thanks for reading 🙂

 

Level 2

আমি আনোয়ার আবির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

but prob holo 65 er phn bd te 80 nisse