এবার মোবাইলে দেখুন বাংলাদেশী টিভি চ্যানেল

মোবাইলে টিভি দেখার ব্যবস্থা করে দিল Software Solutions and Logistics Enterprise(SSLE) । মোবাইলে টিভি চ্যানেল দেখার জন্য আপনাকে শুধু মাত্র একটি আ্যপ্লিকেশন ডাউনলোড করতে হবে। চলুন দেখি ধাপে ধাপে. .

  • 01. আপনার জি.পি.আর.এস এনাবল হ্যান্ডসেটের ম্যাসেজ অপশানে যান। MTV লিখে 6161 নম্বরে পাঠিয়ে দিন।
  • 02. ফিরতি এস.এম.এস এ আপনি একটি ডাউনলিংক পাবেন।
  • 03. ডাউনলিংটিতে ক্লিক করুন।
  • 04. আপনার হ্যানসেটের ম্যানুফ্যাকচারিং ও মোডেল নম্বর অনুযায়ী আ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন।
  • 05. ডাউনলোড শেষ হলে মোবাইলটি একবার অপ করে অন কনুন।
  • 06. এবার আ্যপ্লিকেশনটি চালু করুন।
  • 07. এবার Watch TV তে ক্লিক করুন।

এবার উপভোগ করুন এ.টি.এন বাংলার মত টিভি চ্যানেল আপনার মোবাইলে।

সাপোর্টেড হ্যান্ডসেট:

Nokia S40 3rd edition and up
Nokia Symbian S60 2nd edition and up

Nokia :

1680 Classic, 2600 Classic, 2600Classic, 2630, 2660, 2760, 2680 Slide, 2760, 3109C,
3110C, 3120C, 3250, 3500C, 3555, 3600, 3600 Slide, 5000, 5200, 5220, 5300, 5310,
5320, 5500, 5610, 5700, 6085, 6086, 6110, 6120, 6121, 6124, 6125, 6126, 6131 NFC,
6131, 6133, 6136, 6151, 6210, 6212, 6220, 6234, 6263, 6267, 6290, 6300, 6300i, 6301,
6500C, 6500 Slide, 6555, 6600 Slide, 6600 Fold, 6650, 7070 Prism,7373, 7390, 7500
Prism, 7900 Prism, 8800 Sirocco, 8600 Luna, 8800, 8800 Arte, E50, E51, E61i, E60,
E61, E62, E65, E66, E70, E71, E90, N70, N71, N72, N73, N75, N76, N77, N78, N80,
N81, N82, N90, N91, N92, N93i, N93, N95-3 NAM, N95, N96

Sony Ericsson :

K310, K320, K510, K530, K550, K618, K770, K790, K800, K810, K818, K850, K858,
S500, T650, T658, V630, W200, W300, W550, W580, W600, W610, W660, W710,
W810, W830, W850, W880, W888, W900, W910, W908, Z530, Z550, Z558, Z610,
Z710, Z750

LG :

LGC575
LG Shine
LG CU575

Samsung :

Samsung E490
Samsung E250
Samsung D900
SGH-A737
SGH-A727
SGH-A747

Motorola :

Motorola L7
Motorola L7I
Motorola RAZR V3
Motorola RAZR V3I
Motorola RAZR V3X
Motorola RAZR V3XX

Pantech:

C810
C150

সার্ভিস চার্জ:

সার্ভিস চার্জ হিসেবে আপনাকে আ্যপ্লিকেশন ডাউনলোডের জন্য 2 টাকা দিতে হবে। তাছাড়া আপনার টিভি দেখার উপর নির্ভর করে অর্থাত জি.পি.আর.এস ব্যবহারের উপর ভিত্তি করে অপরাটের অনুযায়ী চার্জ করা হবে।

শর্ত:

  • 01. আপনার ফোনটি অবশ্যই জি.পি.আর.এস ও জাভা এনাবল হতে হবে।
  • 02. আপনার হ্যান্ডসেট লিস্টে নাও থাকদে পারে। সেক্ষেত্রে HTML ভার্সন জাতীয় সেট ব্যবহার করে দেখতে পারেন।

পরিশেষে মোবাইল অপারেটররা যা লিখে থাকে তা আমিও লিখলাম। জানিনা ওর আড়ালে কি আছে। তা হল

শর্ত প্রজোয্য

হাবিবুর রহমান
http://www.bdwebzone.com

Level 0

আমি হাবিবুর ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 223 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ইন্টারনেট সম্পর্কে সামান্য কিছু জানি। ইন্টারনেটেই সারাদিন ঘুরি। আমার নিজ্বস্ব সাইট www.bdwebzone.com. কারো প্রয়োজনে আসলে ধন্য মনে করবো। [email protected]


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনি তো আমার সর্বনাশ করলেন। আমি এখনই আমার এই বিষয়ে লেখাটা প্রকাশ করতে যাচ্ছিলাম। যাই হোক আমার আগে লিখেছেন ভাল করেছেন। মোবাইল অপ লিখেছেন আপনি বানানটা একটু ঠিক করে নিলে অনেক ভাল হবে।

অন্য সকলকে বলছি ভাই এই সফ্টটার একটা সমস্যা আছে। বাংলাদেশে এই প্রথম ইন্টানেট টিভি ঘোষনা দেয়ায় মানুষজনের আগ্রহ এই সফ্টটার দিয়ে ঝুকে পড়ে। এই সফ্টওয়ারের কর্তৃপক্ষ কল্পনাও করে নি যে এত গ্রাহক তাদের হবে। কিন্তু গ্রাহক এতই বেশী হয়েছে যে তাদের সার্ভার প্রচুর Busy থাকে। এতে করে অনেকেই টিভি দেখতে পারছে না। ফলে অনেকেই ভুয়া বলে জিনিসটাকে প্রচার করছে। প্রথমে তো আমিই ভুয়া ভেবে বসেছিলা্ম। কর্তৃপক্ষকে ফোন দিলাম সমস্যার কথা বললাম, তারা আমায় বুঝিয়ে বলল। আমাকে বলল যে গ্রাহক বেশী হওয়ায় তারা সাপোর্ট দিতে পারছে না। উনি আরো বলে দিলেন আমি সফ্টটা চালানোর আর প্রচেষ্টা যেন না করি। কয়েকদিন পর নাকি এই সমস্যা আর থাকবে না। কিন্তু আমি থেমে থাকি নি। আমি রাত 4 টার দিকে ডুকার প্রচেষ্টা করলাম এবার ডুকেছে। তবে আমি সাউন্ড পাই নাই এর কারন আমি জানি না। ভিডিও কোয়ালিটি এতটাই খারাপ যে আপনি একদিন ব্যবহার করে আর করবেন না।সফ্টওয়ারটার আসল নাম Revnx Tv. তবে আমি Revnx এর আর একটি সফ্ট আরো 4 মাস আগে থেকে চালাচ্ছি যে সফ্ট দ্বারা আপনি মোবাইলেই ইউটিউবের মত আরো কয়েকটি কম্পানীর ভিডিও দেখতে পারবেন। সফ্টটা নামাতে http://www.getjar.com প্রবেশ করে Revnx লিখে সার্চ করেন। Revnx Video Streamer and Broadcast নামের সফ্টটা নামান। আমার লেখা আপনার কাজে আসল কিনা আমাকে জানাবেন।

Level 0

habibur bhai,apnar tunes to valo hoyece kintu apnar tune e prokash korar age apni 1 bar hole o techtunes.iom website k valo kore dekhben jate Faysal Bhai er moto sorbonash na koren.

ফয়সল ভাই লিখেছেন- “মোবাইল অপ লিখেছেন আপনি বানানটা একটু ঠিক করে নিলে অনেক ভাল হবে।”

ফয়সল ভাই লিখেছেন- “আমি রাত 4 টার দিকে ডুকার প্রচেষ্টা করলাম এবার ডুকেছে। ” !!!

Hehe ato khotha dhorle ki hobay !!!!!!!!!!!!

ফয়সল ভাই টেকটিউনস এ যারা লেখে তাদের সবার লেখা কাজের। আপনারটাও বটে। মিথিলা আপুকে ধন্যবাদ ফয়সল ভাইয়ের একটি ভুল ধরে দেওয়ার জন্য।

Level 0

হাবিবুর ভাই, আপনি লিখাটা যে site থেকে নিয়েছেন তাহা সূএ পূর্বক উল্লেখ করবেন। যেমন ইেওফাক , website.

হা হা । দারুন। এরকম মজা না করলে কি আর ভাল লাগে? হাবিবুর ভাই কি আমার লিখায় রাগ করছেন?? আমি কিন্তু ফান করেছিলাম।

Level 0

ki r komu? connection e to pay na

আমারা হতভাগা বাঙালি। যা শুনি তার পিছনে দৌড়াই। মোবাইল কোম্পানী গুলো কিভাবে আমাদের ফুতুর করবে সেই Marketing Policy বের করছে প্রতিনিয়ত।