মোবাইলের IMEI নাম্বার দিয়ে কি হারানো মোবাইলে প্রবেশ করা সিম সনাক্ত করা যায়?
আসসালামু আলাইকুম বন্ধুরা!
আজকে আমি খুবই হতাশার সাথে টেকটিউনসের অভিজ্ঞদের কাছে সাহায্যের কথা বলছি! কেউ বলতে পারলে আমার জন্য উপকার হত। আগামী ০৪/০৩/২০১৬ইং তারিখে আমার একটি Walto Primo GM মোডেলের একটি মোবাইল আমার বাড়ী থেকে চুরি গেছে। সেই মোবাইলের সবগুলো কাগজই আমার কাছে আছে (মোবাইল ক্রয় করার সময়)। এখন প্রশ্ন হলঃ মোবাইলের কাগজে যে IMEI নাম্বার আছে সেই নাম্বার দিয়ে কি আমার মোবাইল টি ট্রাক করা যাবে। (মোবাইলের IMEI নাম্বার দিয়ে কি হারানো মোবাইলে প্রবেশ করা সিম সনাক্ত করা যায়?) অর্থ্যাৎ চোর যে সিম ভরাক না কেন সেই সিম কি ধরা যাবে? যে রকম ভাবে আমরা ক্রাইম পেট্রোলে দেখে থাকি। যদিও ভারতের উন্নত মানের অনেক যন্ত্রাংশ আছে। ভারতের যন্ত্রাংশের চেয়ে আমাদের যন্ত্রাংশ অনেক কম। কেউ এ ব্যাপারে জেনে থাকলে টিউমেন্টের মাধ্যমে বিস্তারিত বললে আমি এবং আমার মত ছোট বা বড় ভাইদের মোবাইল হারালে সবার জন্য উপকার হয়। আর যদি এ ভাবে শনাক্ত করা যায় তাহলে কি আমাকে walton Customer care বা service centre এ যেতে হবে?
আমার লেখায় কোন ধরণের ভূল হলে ছোট ভাইয়ের মত ক্ষমা দৃষ্টিতে দেখবেন। টেকটিউনসের সকল ভাইকে অসংখ্যধন্যবাদ।
আমিও আবারও বলছি আমার টিউনটি কোথাও ভূল হলে ক্ষমাদৃষ্টিতে দেখবেন।
সবাইকে সালাম দিয়ে শেষ করলাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আমি নুরুজ্জামান নবীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
এরকম একটা প্রশ্নের উত্তর আমারো দরকার, কেউ সাহায্য করলে উপকৃত হব,