ম্যাজিক কলের মাধম্যে এখন যে কারো নাম্বার ব্যবহার করে কল দিন খুব সহজে

আগেই বলে রাখছি যে এটি কেউ খারাপ বা অনৈতিক কাজে ব্যবহার করবেন না।

আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না ম্যাজিক কল কি?  ম্যাজিক কল এমন একটা সারভিস যার ম্যাধ্যমে আপনি যে কোন নাম্বার ব্যবহার করে কল দিতে পারবেন। ধরুন আপনি আপনার বান্ধবির বা বন্ধুর সাথে মজা করার জন্য আপনার স্যারের নাম্বার ব্যবহার করে কল দিতে দিলেন, এটাই মূলত ম্যাজিক কল নামে পরিচিত।

এটি ব্যবহার করতে চান তাহলে এর জন্য আপনার এন্ড্রয়েড ফোন থাকা লাগবে।

প্রথমে এখান থেকে এই এপস টি ডাউনলোড করুন: গুগল ড্রাইভের মাধ্যমে

যারা গুগল ড্রাইভের মাধম্যে ডাউনলোড করতে অসুবিধা বোধ করেন তারা ড্রপবক্স বা মিডিয়াফায়ার ব্যবহার করুন।

ডাউনলোড শেষে এর পর এটি ইনেষ্টল করুন, এরপর Mgic Call ওপেন করুন
এরপর চিত্রে MC Number: [এখানে আপনার একাউন্ট নাম্বার]
Password: [এখানে আপনার একাউন্ট এর পাসওয়ার্ড]
Calling No : [ এখানে আপনার  ইচ্ছা মত যে কারো নাম্বার]

এরপর সেভ করুন। যদি বুঝতে না পারেন ত চিত্র দেখুন
এর পর চিত্র অনুসারে সব কিছু সেট আপ করুন

এখানে আমরা দেখানোর জন্য যাষ্ট একটা নাম্বার দিলাম যেমন 01777777777 দেখুন এবার কল যাবে

চেক করার জন্য একটা নাম্বারে কল দিলাম
দেখুন কল আসছে কিনা

দেখুন অপানি সফল।

ম্যাজিক কল ডিটেলস
প্রতিমিনিট ২.৫০ টাকা

এবার আসি রেজিষ্টেশন নিয়ম

প্রথমে এখান থেকে রেজিষ্টেশন ফর্ম ডাউনলোড করুন এবার এটি পূরন করুন এরপর এটি  পাঠিয়ে দিন [email protected] এ।

অথবা এখান থেকে ফটো ফাইল টা ডাউনলোড করেও পুরন করে স্কান করে সেটি আবার ইমেল করতে পারেন।

এভাবেই রেজিষ্টেশন করবেন।

সহোযগিতা এবং প্রশ্নের জন্য যোগাযোগ করতে পারেন

ফেসবুক পেজ: Imon Online Sheba

ওয়েবসাইট: Imon Online Sheba

 

আরেকটি বিষয়, কেউ যদি সরাসরি দেখা করে সেবাটি নিতে চান তাও পারবেন, কুষ্টিয়া সদরের ভেতরে যে কেউ দেখা করে নিতে পারেন।

আর কুষ্টিয়া সদর উপজেলাতে যদি কোন সহৃদয় ব্যক্তি থাকেন তাহলে আমার জন্য ভালো কোন কাজ বা চাকরির ব্যাবস্থা করতে পারেন যা দিয়ে আমি নিজপড়াশোনার খরচ  চালাতে পারবো তাহলে আমি তার কাছে অনেক কৃতঙ্গ থাকবো।মোটামোটি খাওয়াদাওয়ার ও পড়াশোনার  খরচ সহ মোট ৬০০০টাকা হলে আমি আমার পড়াশোনা চালাতে পারবো।  টেকটিউনস বাসীর কাছে এটা আমার অনুরোধ।

 

 

Level 0

আমি ইমন মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনের ঠিকানা দেন। সরাসরি দেখা করতে চাই।

    কু‌ষ্টিয়া এসে ফোন দেন, অা‌মি ত টিউনেনই ব‌লে‌ছি

আমি কুষ্টিয়া সদরে আছি।
আপনার সাথে দেখা করব কিভাবে/কোথায়?

vai voip business suru korlen.

Level 2

Yes!
আপনার সৎ ইচ্ছা থাকলে পারটাইম জব করতে পারেন।
আশাকরছি আপনার লেখা পড়ার খরচ হয়ে যাবে।
Contact : 01722352888 (পাবনা)

Apni ja kortechen setar vuktovoghi hocchi amra.. Please Eishob Bad Dia Bhalo Kichu Korun…Apnar Jonno Duao Thaklo Shubokamonao..Thaklo