এ সবই সম্ভব Zplus সফ্টটা দ্বারা।
http://mobiplanet.in/s60v2_softwares/Secrecy_protection_privacy/Zplus/ZPlus.v1.0.sis
উপরের লিংকটাতে ক্লিক করে সফ্টা নামিয়ে নেন। এবার তা আপনার মোবাইলে ইন্সটল করে নিন। ইন্সটল হবার পর সফ্টটা ওপেন করুন। ওপেন করেই প্রথমে আপনি সেটিংস থেকে আপনার Password & Security Question ঠিক করে নিন।
এতে করে প্রতিবার সফ্টটা ওপেনের সময় পাসওয়ার্ড চাবে ফলে এই সফ্টটা অন্য কেউ ব্যবহার করতে গেলেই পাসওয়ার্ড তাকে আটকাবে।
এবার লুকানোর পালা। লুকানোর আগে বলে রাখি আপনি কোনো কিছু লুকালে সেটি লুকায়িত অবস্থায়ই এই সফ্টটা ব্যবহার করে ওপেন করতে পারবেন। আবার আপনি যদি লুকায়িত জিনিস পুনরায় পূর্বের অবস্থায় ফেরত আনতে চান তখনও এই সফ্ট ব্যবহার করতে হবে।
এখন আপনি Application এ ক্লিক করুন। যেই বিষেরয় জিনিস লুকাতে চান(যেমন- Installed apps, Masseges, Contacts) সেটাতে ক্লিক করুন।
একটু অপেক্ষা করলেই এ বিষয়ের সকল ফাইল দেখা যাবে। এখন আপনি যেটা লুকাতে ইচ্ছুক সেটার উপর এসে Option থেকে Hide এ ক্লিক করলেই তা লুকায়িত হয়ে যাবে এবং তার পাশে লক একটা চিহ্ন দেখা যাবে।
এটা ব্যবহার করা খুবই নিরাপদ এবং নিয়মও অতি সহজ। আমার সেট নকিয়া এন70, তাছাড়াও আমি নকিয়া 7610 তে এটা চালিয়েছি। এটা যেহেতু একটা .SIS সফ্ট তাই আমার মনে হয় সকল S60 v2 সেট এ এই সফ্টওয়ারটা ব্যবহার করা যাবে। আপনারা অনুগ্রহপূর্বক এই লেখাটা পড়ে কিছু একটা কমেন্ট করবেন। কমেন্ট করতে কৃপনতা করা মোটেই ঠিক নয়।
আমি ফয়সল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানতে হলে আরও অনেক ঘাটতে হবে!!
ফয়সাল ভাই, সাহায্য করেন প্লিজ। আমার সেট হলো নকিয়া 6288 জাভার ভিত্তিক। আমার দরকার ফাইল হাইড অথবা লক এবং একটি মিডিয়া প্লেয়ার সফটওয়্যার যা দিয়ে ভিডিও ফরওয়াড বা টানা যায়্ । ধন্যবাদ । আর আপনার টিউনগুলো ভালো লাগচ্ছে। চালিয়ে যান……..
ভাইয়া,তোমার সুন্দর টিউনের জন্য থ্যাঙ্কু! একটা কথা কি, কমেন্ট কয়টা পড়ল আর না পড়ল..এইসব চিন্তা করলে আসলে স্বতস্ফূর্তভাবে লিখতে পারবেনা। তোমার লেখা মানুষের উপকারেই আসলেই হল। ধন্যবাদ। ভাল থাক।