এটা একটি অসাধারন সফ্টওয়ার। যারা এখনও ব্যবহার করেননি তাদের আমি অনুরোধ করছি ব্যবহার করার জন্য। আমি নিশ্চিত যে আপনারা ব্যবহার করে বিস্মিত হবেনই হবেন। আপনারা কল্পনাও করেননি এত সুন্দর সফ্টওয়ারের কথা।
প্রথমে আপনার মোবাইল দিয়ে wap.opentechbd.com এ প্রবেশ করুন।
তারপর Infocell Lite এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।
সফ্টওয়ারটা মাত্র 34 কিলোবাইট। ডাউনলোড শেষে সফ্টটা ইন্সটল করুন।
কি ভাবছেন এত ছোট সফ্ট আবার কি কাজ করবে?? চিন্তার কোনো কারন নেই এবার সফ্টটা ওপেন করুন।স্ফওয়ারটা খুলার সাথে সাথে ইন্টারনেট কানেকশান চাবে।
ইন্টারনেট কানেকশান পেলেই প্রথম পেজটা আসবে।
ব্যস, এবার আপনি আপনার পছন্দের ফিচারটি সিলেক্ট করে অবাক হন। আমি এখন এই সফ্টটার ফিচারগুলো বিস্তারিত লিখছি।
এটি সম্পূর্ন ইন্টারনেট ভিত্তিক একটা সফ্টওয়ার। তবে আশার কথা হচ্ছে যে এই সফ্ট ব্যবহার করলে ইন্টারনেট খুবই কম ব্যবহার হয়, ফলে টাকাও কম কাটে। সবারই উচিত একবার হলেও সফ্টটা ব্যবহার করে দেখা। মন্তব্য জানানো অতিব জরুরী। আমি জানতে চাই আপনাদের এই লেখাটা কেমন লাগল।
আমি ফয়সল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানতে হলে আরও অনেক ঘাটতে হবে!!
কপাল খারাপ ফয়সাল ভাই….আমার সেট দিয়ে একসেস করা যাচ্ছে না..wap.opentechbd.com..দিলে.unknown file format massage আসতেছে , অন্য কোন উপায় থাকলে বলেন। আর উপরে wap.opentechbd.com নামে কিসের লিংক দিছেন….ক্লিক করলে তো কী যেন ডাউনলোড হচ্ছে, ঠিক বুঝতে পারতেছি না।
ক্নিক করতে তো আমি বলি নাই, আপনাকে সকল কাজই মোবাইল দ্বারা করতে হবে। না হলে তো আমার কিছু করার নাই। কারন এই সফ্টওয়ারের Creator আমি নই। আমি এই সফ্টটা প্রায় 10-12 টা নকিয়া সেটে ব্যবহার করেছি। এই রকম সমস্যা কখনও দেয় নাই। আবার প্রচেষ্টা করুন। না চল্লে সত্যিই আপনার কপাল খারাপ।
ব্যবহার করে দেখেছি। অনেক আগেই। কিন্ত এখন বেশী কমার্শিয়াল হয়ে গেছে।