সম্পূর্ন ফ্রীতে এবার মোবাইলেই শুনুন ইন্টারনেট রেডিও । Cristal Clear Sound

যাদের সেটে ইন্টারনাল রেডিও নাই বিধায় মনে দুঃখ রয়েছে তাদের দুঃখের পালা শেষ। হ্যা, ভাইয়েরা আজ আমি আপনাদের সম্পূর্ন ফ্রীতে ইন্টারনেট রেডিওর কথা বলছি।কথা শুরু করার আগেই বলে রাখি, আমার সেট নকিয়া এন70। আমার সেটে এই রেডিও কাজ করে। এখন আপনার সেটে কাজ করে কিনা তা আমি সঠিক বলতে পারছি না। তবে যদি আপনার সেট .SIS ফাইল সাপোর্টেড কোনো সেট হয় তাহলে চলার সম্ভাবনা অনেক বেশী।

যেভাবে সফ্টওয়ারটা নামাবেনঃ প্রথমে আপনার সেট থেকে http://www.mundu.com এ প্রবেশ করুন।

110.jpg

এবার Mundu Radio তে ক্লিক করুন।

29.jpg

এবার ডাউনলোড এ ক্লিক করুন।

37.jpg

এবার Register Now তে ক্লিক করুন।

46.jpg

এবার প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিষ্ট্রেশান করুন।(পাসওয়ার্ড লাগবে না কারন পাসওয়ার্ড আপনার ইমেইল এড্রেস এ চলে যাবে)

55.jpg

রেজিষ্ট্রেশান সাকসেসফুল হলে Username & Password(যে পাসওয়ার্ড আপনার ইমেইল এড্রেস এ গেছে) দিয়ে সাবমিট করুন।

64.jpg

লগ ইন হলে এবার Mundu Radio For Windows Smart Phone এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।

73.jpg

ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করুন।

যেভাবে রেডিও চালু করবেনঃ কাজ তো প্রায়ই শেষ। এবার সফ্টওয়ারটা ওপেন করুন।

mundu1.jpg

এবার আপনি আপনার Username & Password দিয়ে লগইন করুন।

mundu2.jpg

এবার Option থেকে Change station এ ক্লিক করুন।

mundu3.jpg

এবার যে কোনো একটি ফোল্ডারে ঢুকে যেকোনো ষ্টেশানে ক্লিক করে, যেমন India ফোল্ডার থেকে Apna radio তে ক্লিক করলেই প্রথমে Connecting পরে Buffering শুরু হবে।

বি.দ্র. যদি দেখেন যে Connecting হতে সময় লাগছে তাহলে বুঝবেন ঐ চেনেল আপাদত বন্ধ আছে। বাংলাদেশী কোনো চেনেল এখনও এড হয় নাই তবে হিন্দি আছি এবং ইংরেজী তো অনেক আছে। 24/32 কেবিপি এর চেনেলগুলো ভাল চলে। যেহেতু এটা ইন্টারনেট রেডিও তাই অবশ্যই ব্যবহারের পূর্বে টাকা বিষয়ে সাবধান খাকবেন। কোনো প্রকার সমস্যার হলে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু।

Level 0

আমি ফয়সল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে হলে আরও অনেক ঘাটতে হবে!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ফয়সল ভাই একটা কথা না বলে পারছি না, mobile net unlimited না থাকলে , আমাদের কি অবস্থা হবে ???

সমস্যা নাই । আমি তো বলেছিই যে আপনাদের ব্রডব্যান্ড কানেকশানকে মোবাইলে রূপান্তরিত করার প্রকিয়া আমার জানা আছে। যা আমি অতি শীঘ্রই প্রকাশ করব। একটু অপেক্ষা করুন।

Level 0

via re apnar re je ki boila tnx r tux dimu bujte partasi na lol. ok jai hok tnx apnake r vi joldi bolen brodband ke kivabe mobile a nibo plz…. joldi vi abr stop koira dinen na lekha

আমি লিখব যখন বলেছি তখন আমি অবশ্যই লিখব। ইউটিউব এর একটি ভিডিও টিউটোরিয়াল পা্ওয়া গেছে। কিন্তু আসল সমস্যা হল আমার তো ব্রডব্যান্ড কানেকশান এখন নাই আগে ছিল। তখন তো ছবি তুলে রাখি নাই তাই ছবি খুজতে একটু দেরী হচ্ছে। তবে আমি লিখছি।

Level 0

আচ্ছা ভাই, এখানে তো নেট লাগবেই। আর নেট লাগলে খরচ হবেই। তাহলে ফ্রি কিভাবে হয়?

ফয়সল ভাই, আপনার কথা শুনে সেটআপ দিয়েছি। সবকিছু ঠিকঠাক মতো চলছে। কিন্তু ভাইজান এমন টাকা কাটল যে তওবা পড়ছি। আমার 78. টাকা ছিল। সেটআপ করে রান করার পড় 5 টা চ্যানেল শুনেছি। সব মিলিয়ে প্রায় 15 মিনিট হবে। শেষে দেখি 0.00 টাকা ব্যলেন্স। দুঃখে আমার কলিজা শুকিয়া গেল। আপনার টিউন কে সালাম জানালাম। মাফ করবেন। সবাইকে বলেন টাকা খরচ হয়। ফ্রি না। ……………………….

ভাই, আমি ইউজারনেম। পাসওয়ার্ড দিয়ে সাবমিট দিলে আবারও আগের পেজে ফেরত চলে আসছি॥ উপায় বলেন, প্লীজজজজ॥॥।

okhane free likhar manei hoy na faltu…

এটা কে কি ফ্রি বলে? এসব টাইটেল না দেওয়াই ভাল। ভাইজান রা কি বলেন?