যাদের সেটে ইন্টারনাল রেডিও নাই বিধায় মনে দুঃখ রয়েছে তাদের দুঃখের পালা শেষ। হ্যা, ভাইয়েরা আজ আমি আপনাদের সম্পূর্ন ফ্রীতে ইন্টারনেট রেডিওর কথা বলছি।কথা শুরু করার আগেই বলে রাখি, আমার সেট নকিয়া এন70। আমার সেটে এই রেডিও কাজ করে। এখন আপনার সেটে কাজ করে কিনা তা আমি সঠিক বলতে পারছি না। তবে যদি আপনার সেট .SIS ফাইল সাপোর্টেড কোনো সেট হয় তাহলে চলার সম্ভাবনা অনেক বেশী।
যেভাবে সফ্টওয়ারটা নামাবেনঃ প্রথমে আপনার সেট থেকে http://www.mundu.com এ প্রবেশ করুন।
এবার Mundu Radio তে ক্লিক করুন।
এবার ডাউনলোড এ ক্লিক করুন।
এবার Register Now তে ক্লিক করুন।
এবার প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিষ্ট্রেশান করুন।(পাসওয়ার্ড লাগবে না কারন পাসওয়ার্ড আপনার ইমেইল এড্রেস এ চলে যাবে)
রেজিষ্ট্রেশান সাকসেসফুল হলে Username & Password(যে পাসওয়ার্ড আপনার ইমেইল এড্রেস এ গেছে) দিয়ে সাবমিট করুন।
লগ ইন হলে এবার Mundu Radio For Windows Smart Phone এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।
ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করুন।
যেভাবে রেডিও চালু করবেনঃ কাজ তো প্রায়ই শেষ। এবার সফ্টওয়ারটা ওপেন করুন।
এবার আপনি আপনার Username & Password দিয়ে লগইন করুন।
এবার Option থেকে Change station এ ক্লিক করুন।
এবার যে কোনো একটি ফোল্ডারে ঢুকে যেকোনো ষ্টেশানে ক্লিক করে, যেমন India ফোল্ডার থেকে Apna radio তে ক্লিক করলেই প্রথমে Connecting পরে Buffering শুরু হবে।
বি.দ্র. যদি দেখেন যে Connecting হতে সময় লাগছে তাহলে বুঝবেন ঐ চেনেল আপাদত বন্ধ আছে। বাংলাদেশী কোনো চেনেল এখনও এড হয় নাই তবে হিন্দি আছি এবং ইংরেজী তো অনেক আছে। 24/32 কেবিপি এর চেনেলগুলো ভাল চলে। যেহেতু এটা ইন্টারনেট রেডিও তাই অবশ্যই ব্যবহারের পূর্বে টাকা বিষয়ে সাবধান খাকবেন। কোনো প্রকার সমস্যার হলে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু।
আমি ফয়সল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানতে হলে আরও অনেক ঘাটতে হবে!!
ফয়সল ভাই একটা কথা না বলে পারছি না, mobile net unlimited না থাকলে , আমাদের কি অবস্থা হবে ???