বাংলাদেশের বাজার মাতানো দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাংয়ের বিশ্বব্যাপি মার্কেট শেয়ার কমতির দিকে। প্রতিষ্ঠানটির স্মার্টফোন ও সেমিকন্ডাক্টার বিক্রি আগের তুলনায় অনেকটাই কমে গেছে যা মুনাফাতে বিরূপ প্রভাব ফেলেছে।
চীনের স্বল্পমূল্যের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এবং চীনা ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিনিয়ত হার মানতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে।পূর্ববর্তী ১২ মাসের সঙ্গে তুলনা করলে ২০১৫ সালের শেষ প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফা কমেছে ১৬,৫৫০ কোটি ডলার।
এ প্রসঙ্গে এবিআই রিসার্চ-এর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পরিচালক জেক সন্ডার্স বলেছেন, “প্রতিষ্ঠানটি যথেষ্ট চাপের মধ্যে রয়েছে, কারণ তাদের প্রায় অর্ধেক আয়ই আসে মোবাইল ডিভাইস থেকে।”
অন্যদিকে গ্যালাক্সি এস৬ স্মার্টফোন উন্মোচন করার মাধ্যমে প্রতিষ্ঠানটি বাজারে নিজেদের অবস্থান দৃঢ় করার চেষ্টা করলেও বাজারে অবস্থান সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে প্রতিষ্ঠানটি।
চীনা স্মার্টফোন নির্মাতা শিয়াওমি ভারত ও ইন্দোনেশিয়ার মতো বড় বাজারের ব্যবসা ইতোমধ্যে খুব ভালোভাবে ধরে ফেলেছে বলেই জানিয়েছেন সন্ডার্স। যেখানে আাগে স্যামসাং স্মার্টফোনের আধিপত্য ছিল। যদিও বাংলাদেশের মার্কেটে এখনও ভালো অবস্থানে আছে স্যামসাং মোবাইল ডিভিসন।
স্যামসাং এর তরফ থেকে বিভিন্ন সময় আশারবানী শোনা গেলেও খোদ নিজ দেশ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলেও স্যামসাং ইলেকট্রনিক্সের শেয়ার ২ শতাংশ কমেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিষ্ঠানটি নিজেদের সেমিকন্ডাক্টার ব্যবসাও ঠিক রাখতে পারছে না। এক্ষেত্রে উদাহরণ হিসেবে বলা যায়, প্রতিষ্ঠানটি আইফোনের জন্য উপাদান তৈরি করে থাকে, বর্তমানে আইফোনের বিক্রিও কমতির দিকে।
সবশেষে দেখা যাক প্রতিষ্ঠানটি কিভাবে এই বৈরী অবস্থান থেকে বের হয়ে আসে।
আমি আবু সাঈদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 417 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।