লুমিয়া ৬৫০নকিয়া থেকে আসা লুমিয়া নামটিকেও বিদায় দিচ্ছে মাইক্রোসফট। ‘লুমিয়া ৬৫০’ মডেলটির পর বাজারে আর কোনো লুমিয়া ব্র্যান্ডের ফোন আনবে না মাইক্রোসফট। তাই এটিই হতে যাচ্ছে শেষ লুমিয়া ফোন। এরপর থেকে মাইক্রোসফটের নিজস্ব ব্র্যান্ডের সারফেস ফোন বাজারে আনতে পারে।
মাইক্রোসফটের কাছ থেকে লুমিয়া ৬৫০ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও যুক্তরাজ্যে বিভিন্ন থার্ড পার্টি খুচরা ফোন বিক্রেতারা এ ফোনটির তথ্য প্রকাশ করা শুরু করেছে। মোবাইল ফান ইউকে নামের একটি ওয়েবসাইটে কালো রঙের একটি লুমিয়া ৬৫০ মডেলের ফোনের দাম লেখা হয়েছে ১৯৯ পাউন্ড।
ফোনটি সম্পর্কে বলা হয়েছে, ফোরজি সুবিধার ফোনটির ডিসপ্লে পাঁচ ইঞ্চি মাপের। এক জিবি র্যাম ও ১ দশমিক ১ গিগাহার্টজ প্রসেসরের ফোনটির বিল্ট ইন স্টোরেজ ৮ জিবি। ফোনটি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে চলবে। দুই হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির ফোনটির ওজন ১৫০ গ্রাম। ফোনটিতে মাইক্রোসফটের তৈরি অ্যাপসহ বেশ কিছু বাড়তি সুবিধা থাকবে। ফেব্রুয়ারি মাসে লুমিয়া সিরিজে সর্বশেষ এ ফোনটি আনতে পারে মাইক্রোসফট।
এছাড়া উইন্ডোজ ১০ সফটওয়্যারচালিত নতুন স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে হিউলেট-প্যাকার্ড (এইচপি)। নতুন এই ফোনের নাম হতে পারে ‘এইচপি ফ্যালকন’।
ফ্যালকন স্মার্টফোনটিতে থাকবে কোয়ালকমের তৈরি স্ন্যাপড্রাগন ৮২০ চিপসেট, দুই জিবি র্যাম। পাঁচ দশমিক আট ইঞ্চি মাপের কিউএইচডি ডিসপ্লে যুক্ত স্মার্টফোনটিতে ৬৪ জিবি বিল্ট ইন স্টোরেজ সুবিধা থাকবে।
স্মার্টফোনটির পেছনে ২০ ও সামনে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে।
বাজার বিশ্লেষকেরা বলছেন, উইন্ডোজ ১০ সফটওয়্যারচালিত স্মার্টফোনের বাজারে এইচপির তৈরি ফ্যালকন ফোনটি হবে লুমিয়া ৯৫০ ও লুমিয়া ৯৫০ এক্সএল মডেল দুটির চেয়েও উন্নত। এতে ব্যবহারকারীদের উইন্ডোজফোন বেছে নেওয়ার ক্ষেত্রে সুযোগ বাড়ছে।
অবশেষে উইন্ডোজফোন এর নতুন যুগ শুরু হতে যাচ্ছে। Xiomi,HTC আর HP উইন্ডোজ ১০ সফটওয়্যারচালিত স্মার্টফোন বানানোর চুক্তি করেছে। এছাড়া উইন্ডোজফোন ব্যবহারকারীরা windowsphonehub ওয়েব সাইটটি ভিজিট করে সবধরনের লেটেস্ট খবর জানতে পারবেন।
আমি আবু সাঈদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 417 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।