কিভাবে যোগ করবেন Android মোবাইলে ভার্চুয়াল Soft Keys? (No Root Needed)

 কিভাবে যোগ করবেন Android মোবাইলে ভার্চুয়াল Soft Keys? (No Root Needed)

আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আপনাদের দোয়ায় আমিও ভাল আছি। দ্বিতীয় বারের মত আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে আমি আপনাদের সাথে আমার  দ্বিতীয় টিউন টি শেয়ার করতে যাচ্ছি।

টাইটেল দেখে এতক্ষণে হয়ত বুঝে গেছেন আজকে কি নিয়ে টিউন টি করব।

এখন ৯০% মানুষই Android Phone ব্যবহার করে। আর সে ক্ষেত্রে অনেকেই সেই মোবাইল নিয়ে অনেক ধরনের সমস্যায় পড়েন। সেই সমস্যা গুলোর মধ্যে একটা হচ্ছে মোবাইল এর টাচ বাটন নষ্ট হয়ে যাওয়া। আমি নিজেও এই সমস্যায় পড়েছি। আমার মোবাইল এর মডেল হচ্ছে Samsung Galaxy SII Plus. সার্ভিসিং করতে গিয়ে আমার টনক নড়ে গেল। বলল ১২০০ টাকা লাগবে। যেহেতু পড়ালেখা করি সেহেতু এত টাকা দিয়ে মোবাইল ঠিক করানোর কোন প্রশ্নই আসে না। তাই নিজেই নেমে পড়লাম এই সমস্যা সমাধানের জন্য।

অবশেষে পেয়ে গেলাম Solution. তাই মনে হল আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। বেশ কিছু অপশন পেলাম, বেশ কিছু সফটওয়্যার  ও পেলাম। কিন্তু কিছু কিছু সফটওয়্যার ব্যবহার করতে হলে রুট এক্সেস লাগে। রুট করতে গেলে আরেক ঝামেলা। তাই খুঁজে বের করলাম কিভাবে রুট না করে সফট কী গুলো ব্যবহার করা যায়।

নিয়ে নিন সবচেয়ে পপুলার ২টি সফটওয়্যার।

Button Savior (No Root)

Back Button (No Root)

ইন্সটল করে ব্যবহার করুন। বাকিটা আপনারাই বুঝে যাবেন।

আমি আবার আসব অন্য কোন ভাল সফটওয়্যার এর রিভিও নিয়ে। আপনাদের যদি কোন সমস্যা বা পরামর্শ থাকে আমাকে জানাতে পারেন। চেষ্টা করব আপনাদেরকে হেল্প করতে।

ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি মোজাম্মেল সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vi আমারও glaxy s2 t-mobile e same problem hoysilo……

যেহেতু আমি রুট and custom rom user তাই gravitybox দিয়ে একই কাজ করছি…….