নতুন একটা মোবাইল সেট কিনিতে আগ্রহী, বাজেট বেশি নাই মাত্র ১০০০০ টাকা। এই বাজেটে কোন হ্যান্ডসেট ভাল হবে? টেক গীকগণ একটু পরামর্শ দিন। আমি কিছুটা কনফিউসড। আমি ২ টা দেখেছি তা হল
Walton Primo RX4
এই ফোনে রয়েছে মিডিয়াটেকের অক্টাকোর চিপসেট MT6592, দ্রুতগতির প্রসেসর ও স্মার্টফোনটিতে অপেক্ষাকৃত শক্তিশালী মালি-৪৫০ জিপিউ ব্যবহার করা হয়েছে।
অথবা
এই ফোনে মিডিয়াটেকের MT6582 চিপসেট এবং মালি-৪০০ জিপিউ ব্যবহৃত হয়েছে।
এছাড়া আরও ভাল কিছু থাকলে প্লিজ হেল্পান।
(অফ টপিকঃ টেকটিউনসে টিউন করার জন্য নতুন নিয়ম মোটেও ইউজার ফ্রেন্ডলি না। একটা টিউন করার জন্য ২০০ শব্দ অনেক বেশি। একটা সাধারন সাহায্য মুলক টিউন দিতে ২০০ শব্দে লিখা বাড়াবাড়ি হয়ে যায়। আশা করি মডুগণ এই বিষয়ে নজর দিবেন।)
আমি আত্মভোলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Walton Primo RM2