পরামর্শ চাইয়া টিউনঃ দশ হাজার টাকায় সব থেকে ভাল ফোন

নতুন একটা মোবাইল সেট কিনিতে আগ্রহী, বাজেট বেশি নাই মাত্র ১০০০০ টাকা। এই বাজেটে কোন হ্যান্ডসেট ভাল হবে? টেক গীকগণ একটু পরামর্শ দিন। আমি কিছুটা কনফিউসড। আমি ২ টা দেখেছি তা হল

Walton Primo RX4

 

  • অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম
  • ৫ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে
  • ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা
  • ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
  • ২ গিগাবাইটের র‍্যাম
  • মালি ৪৫০ জিপিউ
  • ১.৪ গিগাহার্টজ গতির অক্টাকোর প্রসেসর
  • ডুয়েল সিম
  • ১৬ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী
  • ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মেমোরী কার্ড ব্যবহারের সুবিধা
  • ২,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারি
  • দামঃ ১১৪৯০ টাকা

এই ফোনে রয়েছে মিডিয়াটেকের অক্টাকোর চিপসেট MT6592, দ্রুতগতির প্রসেসর ও স্মার্টফোনটিতে অপেক্ষাকৃত শক্তিশালী মালি-৪৫০ জিপিউ ব্যবহার করা হয়েছে।

 

অথবা

Walton Primo RM2

 

 

  • অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেম
  • ৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে
  • ১.৩ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসর
  • ২ গিগাবাইটের র‍্যাম
  • মালি ৪০০ জিপিউ
  • ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা
  • ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
  • ১৬ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী
  • ডুয়েল সিম
  • ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী
  • দামঃ ১০৯৯০ টাকা

এই ফোনে মিডিয়াটেকের MT6582 চিপসেট এবং মালি-৪০০ জিপিউ ব্যবহৃত হয়েছে।

 

এছাড়া আরও ভাল কিছু থাকলে প্লিজ হেল্পান।

 

(অফ টপিকঃ টেকটিউনসে টিউন করার জন্য নতুন নিয়ম মোটেও ইউজার ফ্রেন্ডলি না। একটা টিউন করার জন্য ২০০ শব্দ অনেক বেশি। একটা সাধারন সাহায্য মুলক টিউন দিতে ২০০ শব্দে লিখা বাড়াবাড়ি হয়ে যায়। আশা করি মডুগণ এই বিষয়ে নজর দিবেন।)

 

Level 0

আমি আত্মভোলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

Walton Primo RM2

ভাই Alcatel Flash 2 এই ফোনটা কিনতে পারেন। ৪ জি ফোন কনফিগাসরনের দিক দিয়ে বেশ ভালো। দাম ১১৯৯৯ টাকা ।
বিস্তারিত দেখতে পারেন mobilemaya.com/mobile_price.php?id=7335
http://www.gsmarena.com/alcatel_flash_2-7570.php
যদি কিনতে চান তাহলে এখান থেকে ফ্রী অর্ডার করতে পারেন
http://www.buymobile.com.bd/index.php?route=product/product&product_id=71

ক্যামেরা আর ব্যাটারী নিয়ে যদি বেশি ভাবেন তাহলে বলবো Primo RM2 নিন। আর যদি মাল্টিটাচ স্কিন এবং গেমিং নিয়ে বেশি ভাবেন তাহলে এই মূল্যে আমার প্রধান চয়েস Primo RX4।

walton H3. i’m using… too good. charge backup 3 days, have magnetic sensor and the camera is good also.