আপনার মোবাইলের ফন্ট (Font) পরিবর্তন করুন Flipfont সফট্ওয়ারটি দিয়ে আর SmartPhone কে বানিয়ে ফেলুন আরো Smart, ++ ৩৭টি প্রিমিয়াম ফন্ট

মোবাইলের সফট্ওয়ার এর জগতে কত রকমেরই না সফট্ওয়ার আছে তার মধ্যে আমি আজ আপনাদেরকে আরও একটি সুন্দর সফট্ওয়ার উপহার দেব। যেটা ‍আপনার মোবাইলের ডিফল্ট ফন্টকে পরিবর্তন করে দেবে। সফট্ওয়ারটি বিনামূলে পাওয়া যায় না তাই একটু সিস্টেম করে ব্যবহার করতে হবে। এটির দাম আমার সঠিক জানা নেই তবে ৩৭টি প্রিমিয়াম ফন্টসহ আপনার ৫০ ডলারের মত খরচ হতে পারে। এটি নোকিয়ার S60 V3 এবং V5 ভার্সনের সেটগুলোতে ব্যবহার করা যাবে। আর যারা অন্য ব্রান্ড ব্যবহার করেন কিন্তু সামবিয়ান সাপোর্ট করে তারাও চেষ্টা করে দেখতে পারেন।

তো আর দেরি কিসের এবার তাহলে জানা যাক কিভাবে এটি বিনামূলে ব্যবহার করা যাবেঃ

প্রথমে নিচের লিংকগুলি থেকে আপনার ভার্সন অনুযায়ী ডাউনলোড লিংকে ক্লিক করুনঃ

*।  http://www.mediafire.com/download.php?bjn8lcms7rfefoe (শুধুমাত্র S60 V3 এর সেটগুলোর জন্য)

*।  http://www.mediafire.com/download.php?b29mdt49dpbyfit (শুধুমাত্র S60 V5 এর সেটগুলোর জন্য)

ডাউনলোড শেষ হয়ে গেলে মোবাইলে এটি ইন্সটল করুন। তারপর এটিকে চালু করুন। নিচের মত একটি উইনডো আসবে।

এখন Get Started এ ক্লিক করুন। তারপর নিচের মত একটি উইনডো আসবে।

সফট্ওয়ারটিতে তিনটি ফন্ট দেওয়া আছে তাও আবার তিনটার তিনটাই ট্রাইল। শুধুমাত্র তিনদিনের জন্য।

ফন্টগুলোকে প্রিমিয়াম অর্থাৎ ফুল ভার্সনের করতে চাইলে নিচের দেওয়া লিংকটিকে ক্লিক করুন।

http://www.mediafire.com/download.php?uphnurn1wv8icl7

এখানে আপনি সফট্ওয়ারটিতে দেওয়া ৩টি ফন্টসহ মোট ৩৭টি ফন্ট ইন্সটল করার ফাইল পাবেন। এবং সবচেয়ে মজার ব্যপার হল এই ৩২ টি ফন্টের মধ্যে প্রতিটি ফন্টই কিন্তু প্রিমিয়াম অর্থাৎ ফুল ভার্সনের।

এখন প্রতিটি ফাইলই অর্থাৎ ফন্টগুলি এক এক করে ইন্সটল করুন। তাহলেই দেখতে পারবেন কোনটার স্টাইল কেমন।

ইন্সটল শেষে আবারও সফট্ওয়ারটি চালু করুন এবং সেখানে আপনি ৩২টি ফন্ট দেখতে পাবেন। আর একটা জিনিস লক্ষ্য করুন সেটা হল সফট্ওয়ারটিতে যেই ৩টা ফন্ট আগেথেকেই দেওয়া ছিল সেগুলোতে কিন্তু ট্রাইল লেখা ছিল। কিন্তু এখন দেখেন একটাও সামনে ট্রাইল লেখা দেখতে পাবেন না। কারণ এখন আপনার সব ফন্টই প্রিমিয়াম অর্থাৎ ভুল ভার্সনের। তাও আবার আনলিমিটেট মেয়াদের।

এবার আপনার পছন্দের ফন্টটিকে ক্লিক করুন, তাহলে একটি নতুন উইনডো আসবে আর সেখানে আপনাকে ফন্টটির প্রিভিউ দেখাবে এবং পরবর্তিতে use this font এ ক্লিক করুন। নিচের স্কিনশর্টটির মত

এবার আপনাকে আপনার মোবাইলকে পূনরায় চালু অর্থাৎ রিষ্টাট করতে বলবে। তাই তাড়াতাড়ি সফট্ওয়ারটা Exit করে আপনার মোবাইটিকে রিস্টাট করুন আর দেখুন আপনার মোবাইলের চেহারা পাল্টে গেছে। নিচের স্কিনশর্ট‍া দেখুনতো কেমন লাগে।

যেমন আমি Zapf Chancery নামের ফন্টটি ব্যবহার করেছি তাই আমারটি উপরের স্কিনশর্টটির মত দেখাচ্ছে।

**********************আমার সবগুলো টিউন দেখতে এখানে ক্লিক করুন*************************

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks bhi nice soft. Bhi theme auto change r jonno kono soft. ase full vertion thakla boilen.

acca bangla fonts us kora jabe na?

ছাইফুল ভাই, টিউনের জন্য অনেক ধন্যবাদ। টেকটিউন্ছ ,ছামু ইত্যাদি এই জাতীয় ছাইটের কোনো লেখা পড়তে কোনো সমস্যা হবে না এই রকম কোনো এক বা একাধিক ফন্টের ডাউনলোড লিঙ্ক দিতে পারেন………এই ফন্ট নিয়ে খুবই সমস্যায় আছি……………

Nokia N73 টচ টা কখন পাবো?

    ভাই আমিও তো মানুষ নাকি??
    একটু অপেক্ষা করেন, আমার কাছে যতগুলা ভাল সফট্ওয়ার আছে তার সবগুলাই দেব।

ছাইফুল ভাই, আসলে আমার কম্পিউটারে এই বাংলা পড়া নিয়ে সমস্যাটা হয়(যেটা আগের কমেন্টে উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম, দুঃখিত) । এখন আমার পিছি তে কোন্ ফন্টগুলি ইন্সটল করলে সমস্যা টা থাকবে না ???? দয়া করে জানান ।

    http://www.mediafire.com/download.php?b9d0jx5p3bv3q3h
    উপরের লিংকে ক্লিক করলে একটি ফন্ট ডাউনলোড হবে। তারপর সেটিকে কপি করুন। এবং আপনার C:>windows>Fonts ফোল্ডারে গিয়ে ফন্টটি পেষ্ট করুন। তারপর যেকোন ব্রাউজার ওপেন করে টিটিতে ঢুকুন ইনসাআল্লাহ হয়ে যাবে।

    অথবা মজিলাতে গিয়ে Tools>Options>তারপর একটু খুজে দেখেনে যেখানে Default Font লেখা আছে সেখানে ফন্টটি (solaimani lipi) দেখিয়ে দিন।

অনেক ভাল টিউন।
ধন্যবাদ শেয়ার করার জন্য।
আর আমি আমার মোবাইলে বাংলায় সাইট দেখব কিভাবে?

    প্রথমে আপনার মোবাইলে ওপেরা মিনি ডাউনলোড করুন (m.opera.com)। আর যদি ডাউনলোড করা থাকে তাহলে ওপেরা মিনিতে ঢুকে এড্রেস বারে opera:config লিখুন। তারপর একটি উইনডো আসবে সেখানে অনেকগুলি অপশন থাকবে। আপনি সবচেয়ে নিচে গিয়ে দেখুন যেখানে complex script for bitmap fonts (সঠিক মনে নেই) এরকম একটা অপশন পাবেন সেখানে সাইডে দেখুন No করা আছে। No এর যায়গায় Yes করে দিয়ে নিচে দেখুন সেভ অপশন আছে। এখন সেভ করে আপেরা মিনি রিস্টাট করুন। তারপর টিটি অথবা যেকোন বাংলা সাইট দেখুন। ইনশআল্লাহ হয়ে যাবে।
    আর হল কিনা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।

    এই পদ্ধতি অনেক আগেই ট্রাই করেছিলাম কিন্তু অপেরা নতুন ভার্ষনে এই পদ্ধতি কাজ করেনা এবং পুরাতন ভার্ষন আমার মোবাইলেও ভাল কাজ করেনা।
    তাই এখন বিকল্প কোন পদ্ধতির অপেক্ষায় আছি।

    নতুন ভার্সনেরটা আমি করেছি।আতাউর ভাইয়ের লাগ্লে জানাবেন

    হিমায়িত দিহান ভাই জানাইব কি,
    এখনি দেন আমি অনেক চেষ্টা করেছি সফল হইনাই,
    অপেক্ষায় আছি।

    িআমি তো এই পদ্ধতি দিয়েই বাংলা দেখতে পাই। কিন্তু আপনারটা এক্স 6 তো তাই মনেহয় হচ্ছে না।
    চিন্তা করইরেনা দিহান ভাইয়া তো সমাধান দিতে ‍চাইল।

Great

Level 0

Saiful vai, ami 37 primium font ti dwnlod korechi but eita .rar file ami2 open korte partechi na. , amr mobile nokia n73.
Xplore,unrar,unzip diye try korchi but hoy ni

Level 0

37 primium font ti dwnlod korechi but eita .rar file ami2 open korte partechi na. , amr mobile holo 5800music express

Level 0

Stylus FlipFont.apk thete parben?

update link!!