Upcoming Smart Phone of 2016[Must see]

মোবাইল অনুরাগীরা বছরের প্রথম দিকে অধীর আগ্রহে অপেক্ষা করে বিভিন্ন ব্র্যান্ড মোবাইল গুলো কোন কোন নতুন মোবাইল উন্মুক্ত করছে তাদের ইউজারদের জন্য। শুধু তাই নয়, মোবাইল কোম্পানী গুলো সবসময়-ই চেষ্টা করে যেন তাদের নতুন মডেলের মোবাইল ফোন গুলো তাদের বিগত মোবাইল ফোন গুলো থেকে এ্যডভান্স এবং গুণগত মানের দিক দিয়ে যেন সেরা হয়।

আর উপরের বিষয় গুলো মাথায় রেখেই এই CES (Consumer Electronic Show) ইলেকট্রনিক্স প্রদর্শনীর দিকে বিশ্ব জুড়ে শতকোটি ইউজার-রা অধীর আগ্রহে অপেক্ষা করে।

তো চলুন দেখে নেই বছরের প্রথম দিকে কোন কোন মোবাইল কোম্পানী গুলো আপনাদের জন্য নতুন নতুন অফার নিয়ে আসছে।

Samsung:

দক্ষিন কোরিয়া ভিত্তিক জায়ান্ট প্রযুক্তি কোম্পানী স্যামসাং তাদের বহুল প্রতিক্ষিত গ্যালাক্সি সিরিজের S7 Mobile ফোনটি বাজারজাত করতে পারে। চারিদিকে জোড় গুঞ্জন চলছে স্যামসাং গ্যালাক্সি এস ৭ এর এক ঝলক আমরা এই মোবাইল প্রদর্শনীতেই দেখতে পাবো।

আর আমরা বিশ্বাস করি, স্যামসাং তাদের ভক্ত অনুরাগীদের এই সুযোগ থেকে বঞ্চিত করবে না। তবে এটা নিশ্চিত স্যামসাং গ্যালাক্সি সিরিজের গ্যালাক্সি এ৯ অবশ্যই উন্মুক্ত করবে এই প্রদর্শনীতে।

এখন দেখার বিষয় জানুয়ারী ৫,২০১৬ এ বিখ্যাত মোবাইল কোম্পানী স্যামসাং কোন কোন বিশেষ অফার নিয়ে আসে তার ইউজারদের জন্য।

Screenshot_3

LG

দক্ষিন কোরিয়ার দ্বিতীয় বিখ্যাত ইলেকট্রনিক্স নির্মাতা LG’ও আসছে নতুন নতুন অফার নিয়ে। প্রতিযোগীতার এই মার্কেটে LG মোটেই পেরে উঠছে স্যামসাং এর সাখে। তবে ২০১৬ সালে তারা কিছু একটা করে দেখাতে চায়। ধারনা করা হচ্ছে LG G Flex 3 আমরা এই প্রদর্শনীতেই দেখতে পাবো। দারুন স্টাইলিশ আর সুপার্ব কনফিগ সম্পন্ন এই মোবাইল এর প্রথম ভার্সন যখন বের হয় সেই সময়ে এই মোবাইলটি দারুণ সাড়া ফেলেছিল। তবে এখন পর্যন্ত বিশ্বস্ত সূত্রমতে কোন প্রকার তথ্য পাওয়া যায়নি।

কাজেই আপনাদেরকে জানুয়ারী ৫, ২০১৬ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Screenshot_5

SONY:

Sony সম্পর্কে কোন আগামা ধারনা দিতে পারছি না। Xperia z6 নামের কোন মোবাইল ফোন যে আগামী জানুয়ারী প্রথম সপ্তাহেই আপনারা পাবেন এটা কিন্তু আমরা কেউ-ই নিশ্চিত করে বলতে পারছি না। তবে এটা নিশ্চিত Sony অবশ্যই Superb Config সম্পন্ন কোন মোবাইল ফোন উন্মুক্ত করবে এই ইলেকট্রনিক্স প্রদর্শনীতে।

হতে পারে Xperia Z5 Ultra নামের হাই কনফিগের কোন মোবাইল Sony ঘোষণা করতে পারে। 4k Display, 4 GB DDR4 Ram, 23 MP superb Camera, এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি যুক্ত এই মোবাইলটি ঘোষণা আসতে পারে।

আর এর জন্য আপনাদেরকে জানুয়ারী ৫, ২০১৬ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছেই।

Screenshot_6

HUAWEI

চাইনিজ ব্র্যান্ড Huawei ইতিমধ্যেই মোবাইল জগতে তাদের অবস্থান শক্ত করতে সক্ষম হয়েছে। Xiaomi (শাওমি) এর পরেই HUAWEI এর অবস্থান এখন। স্যামসাং যেমন নিজেদের তৈরী চিপসেট এবং অন্যান্য হার্ডওয়্যার এর উপর নির্ভর করে, HUAWEI’ও ঠিক তেমনি তাদের তৈরী প্রসেসর, এবং চিপসেটে দিয়েই মান সম্মত মোবাইল তৈরী করতে সক্ষম হয়েছে।

আপনারা ইতিমধ্যেই HUAWEI MATE 8 সম্পর্কে শুনেছেন। আর বরাবরের মতই 6-inch display আর Full HD Display (1080p x 1920 P) Display’তেই আটকে রয়েছ HUAWEI. শক্তিশালী HiSilicon Kirin 950 chipset 3 GB অথবা 4GB RAM থাকবে এই মোবাইলে। এছাড়া Sony’র 16MP IMX298 camera যার ক্যামেরা এ্যপাচার f/2.0 তো থাকছেই।

আর বিস্তারিত জানার জন্য আপনাকে জানুয়ারী ৫, ২০১৬ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছেই।

Screenshot_7

Lenovo:

চাইনিজ ব্র্যান্ড গুলোর মধ্যে ইদানিং যথেষ্ট জনপ্রিয় একটি নাম, বিশেষ করে মোবাইল সেক্টরে। Lenovo’ও ইতিমধ্যেই বেশ কিছু প্রমিজিং হ্যান্ডসেট দিয়ে ইউজারদের মন জয় করতে সক্ষম হয়েছে। আর ধারনা করা হচ্ছে বছরের শুরুতেই Lenovo নতুন এবং কোয়ালিটি সম্পন্ন মোবাইল উন্মুক্ত করতে যাচ্ছে ইউজারদের জন্য।

Asus

কম্পিউটার জগৎ ইতিমধ্যেই বাজিমাত করেছে Asus. মোবাইল ফোনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। Asus zenfone 5, Zenfone 2 ইতি মধ্যেই ইউজারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। দামে কম, সুপার্ব ক্যামেরা কোয়ালিটি ৩ জিবি/৪ জিবি র‌্যাম যুক্ত মোবাইল গুলো বাজারে ভালই সাড়া ফেলেছে।

আর তাই আসুসেস ইউজাররা অধীর আগ্রহে অপেক্ষা করছে নতুন কি মোবাইল আসছে জানুয়ারীর প্রথম সপ্তাহে।

আর এই সকল কিছু জানতে হলে আপনাকে অবশ্যই জানুয়ারীর প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছেই।

আরও কিছু টিউনঃ

দেখুন কিছু ঐতিহাসিক ছবি, যা গুগল সার্চ করেও পাওয়া যায় না।

২০১৫ এর আলোচিত সেরা ২০টি প্রযুক্তি

“Walton Primo G6” হ্যান্ডস অন রিভিউ

সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন কিনলে যে বিষয়গুলো অবশ্যই দেখে নিবেন!!

আমার সাইট, চাইলে ঘুরে আসতে পারেন

Level 0

আমি নীল আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস