ভুলে গেছেন মোবাইল পাসওয়ার্ড?১০০% কার্যকারী টিউটোরিয়াল

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো থাকুন এটাই আমার কামনা। আজ কে আমি একটি মজার বিষয়ে টিউন করবো, আশা করি টিউন টি আপনাদের ভালো লাগবে। মোবাইল আমাদের সকলের কাছে একটি প্রিয় জিনিস। বর্তমানে নোকিয়ার ফোনই সবার হাতে বেশি দেখা যায়। প্রায় সবারই ইচ্ছা হয় নোকিয়ার একটি ভাল মোবাইল ব্যবহার করার এবং তাতে ভাল ভাল সফটওয়ার ব্যবহার করার।   আর শখের মোবাইলে বিভিন্ন কারণে পাসওয়ার্ড দিয়ে যখন ভুলে যান তখন কি রকম লাগে।।। তখন মন টা ও খারাপ হয়ে যায়।। আর দাও মোবাইল ফ্লাশ দোখানে  হারাও সকল বন্ধু ও বান্ধবীর ছবি,গান, মেসেজ, contract number ইত্যাদি।। আর এই সব থেকে পরিএান পেতে আমি আপনাদের জন্য নিয়ে এলাম কীভাবে আপনি ঘরে বসে ক্যাবল ও পিসি সুইট দিয়ে হারিয়ে যাওয়া বা ভুলে যাওয়া  পাসওয়ার্ড বের করবেন।।

  • লাগবে :

১। ১টি ডাটা ক্যাবল

২। নকিয়া পিসি সুইট(Nokia PC Suite)

৩।Simple Version : 1.8.4

 

 

 

 

 

কীভাবে সিকিউরিটি কোড বাহির করবেন :


 

    • প্রথমে নকিয়া পিসি সুইট(Nokia PC Suite) ইন্সটল করুন।।
    • এই টা ও ইন্সটল করুন।।
    • এরপর ক্যাবল দিয়ে মোবাইলটি পিসির সাথে Connect  করুন। মোবাইল স্কীনে PC Suite এ ক্লীক করুন।। (your phone to your PC with data cable. If the phone ask for connection mode, choose default mode or PC Suite mode (But don’t open Nokia PC Suite.)
    •  

       

       

       

      এটা আমার প্রথম টিউন মানুষ মাত্রই ভুল করে থাকে।আমার যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ধরিয়ে দিবেন এবং মানুষ হিসেবে আমি

       

      সবজান্তা নই,তাই এই টিউন নিয়ে কারো আপত্তি থাকলে বলতে পারেন।আমি সাদরে গ্রহন করব

      সবাইকে আমার সালাম জানিয়ে বিদায় নিলাম

Level 2

আমি আসা খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা ২ বছর আগে জানি, তারপর ও ধন্যবাদ

Level 0

Ato purono trick akhon tao abar tt te..

স্যাম্পল ভার্সন টা নামা‌তে পার‌ছিনা ভাই।