২৫ পয়সা কলরেট আর ২০টাকায়/জিবি নেট নিয়ে ২০১৬ সালের ফেব্রুয়ারীতে দেশের ১ নং মোবাইল টেলিটক !

রাষ্টায়ত্ত্ব মোবাইল ফোন অপারেটর টেলিটক এর উন্নয়ন কামনা করে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এমপি ১৬ নভেম্বর ২০১৫ তারিখে  তাঁর ব্যক্তিগত ফেসবুক পেইজে বাংলা ও ইংরেজীতে দেশবাসির প্রতি পরামর্শ চেয়ে একটি স্ট্যাটাস দেন। তার এ স্ট্যাটাসে অসংখ্য মানুষ পরামর্শ দিচ্ছে।

তাঁর ওই স্ট্যাটাসে আমি ব্যক্তিগত ভাবে একটি টিউমেন্ট লিখেছি। আমার মত হচ্ছে আগামী ২০১৬ সালের ফেব্রুয়ারীতে দেশের ১ নম্বর মোবাইল অপারেট হিসাবে টেলিটক দাঁড়করানো সম্ভব। টেলিটক কাহারো মুখাপেক্ষি হতে হবে না।টেলিটকের পিছনে অন্য অপারেটর কে ছুটতে হবে।
টেলিটকের উন্নয়ন ও দেশের কষ্টার্জিত অর্থ দেশেই রাখার জন্য আমার ব্যক্তিগত অভিমত:
১। সকল অফিস আদালতে সরকারী নাম্বার হিসাবে টেলিটক নাম্বার ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। তার মানে (সরকারের সকল মন্ত্রনালয়ের অধিন্যস্ত অধিদপ্তর, পরিদপ্তর, ডিসি অফিস (অধিন্যস্ত সকল অফিস)' আইনশৃঙ্খলা বাহিনীর সকল শাখা, সকল ইউএনও অফিস, সকল উপজেলা - পৌর-ইউপি চেয়ারম্যান, সকল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের যোগাযোগ নাম্বার হিসাবে টেলিটক বাধ্যতামূলক করতে হবে।
২। সরকারী সকল অফিসের প্রধান নাম্বার হিসাবে টেলিটক নাম্বার চালুর সমস্যা সমাধানের জন্য অর্থাৎ যে সকল অফিসে ইতোমধ্যে অন্য অপারেটরের নাম্বার চালু হয়েছে ফেব্রুয়ারী ২০১৬ তে এমএনপি (নাম্বার ঠিক রেখে অপারেটর পরিবর্তনের সুযোগ) চালুর সাথে সাথেই ঐ নাম্বার সমূহ টেলিটকে রুপান্তর (কনভার্ট) করতে হবে।
এমএনপি উদ্ভোধনের প্রথম দিন এ ব্যবস্থা গ্রহন করলে প্রথম দিনই অন্তত ৫০ লাখ গ্রাহক টেলিটকে যোগ হবে।
৪। সকল ভাতা প্রাপ্ত মুক্তিযোদ্ধা (যাঁহারা ফোন ব্যবহার করেন) দের কে টেলিটক ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে।
৫। রাজনীতিতে কোন পদপদবী পেতে হলে ১ নং নাম্বার হিসাবে টেলিটক ব্যবহার করতে হবে।
৬। টেলিটকে প্রতি সেকেন্ড পালস সহ আজীবনের জন্য ২৫ পয়সা মিনিটের কলরেট (টেলিটক টু টেলিটক) অান্ত: কলরেট চালু করতে হবে। এতে করে অন্য অপারেটরের সাথে আন্ত: সংযোগ চুক্তি ও করতে হবে না। একই সময়ে অন্য সকল অপারেটরে মাত্র ৫০-৬০ পয়সা কলরেট চালু করতে হবে (আমি বর্তমানে গ্রামীণের এ রকম একটি প্যাকেজ ব্যবহার করছি)
৭। বান্ডেল অফার (নিজ অপারেটরে) চালু করতে হবে। (গ্রামীণে ৫০০ মিনিট ১৪৮ টাকায় এবং ৩০০ মিনিট ৮৮ টাকায় চালু আছে)
৮। সকল সরকারী বিল 16222 নাম্বারের মতো কখনোই অন্য অপারেটরে দেওয়া যাবে না।
৯। টুজি বা থ্রীজি সকল নেট বিল প্রতি জিবি মাত্র ২০ টাকায় করতে হবে।
১০। সকল ডাটার মেয়াদ আজীবন (মেয়াদ শেষে যখনই রিচার্জ করা হবে তখনই আগের ডাটা যোগ) করতে হবে।
১১। প্রতিষ্ঠান ও ব্যক্তির জন্য চার্জ পরিশোধ সাপেক্ষে পছন্দের বিশেষ নাম্বার চালু করতে হবে।(যেমন আমার টেলিটক নাম্বার (015--022222)
এ বিষয় গুলো গ্রহন করলে টেলিটক হবে আমাদের প্রাণের ফোন।
আমার শেষ কথা হচ্ছে আমার প্রতিটি পয়সা টেলিটক দিয়ে 'খরচ করতে চাই। কিন্তু দু:খ হচ্ছে এত বছরে ও আমার দেশের এ ফোনটি আমার মতো করে চালাতে পারছি না।
সকল পরামর্শ বাস্তবায়নের জন্য নেটওয়ার্ক ও কাস্টমার কেয়ারের ভালো ব্যবহার চাই।
ধন্যবাদ Tarana Halim MP

Level 2

আমি সানা উল্লাহ সানু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

দেশ কে আর দেশীয় পণ্য কে ভালোবাসি। নিজে কে ভালোবাসি দেশের মতো।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Taholey ki bhai amader problem sess hobey? amar money hoy na……… Cause, eirokom holey , emon ek somoy asbey jokhon amader key teletalk er pisoney sot tey hobe….tokhon bachar kono way thakbey nah…. i hope apni amar kotha bojesen!!!

amar opinion holo .. sobai ey likha t copy kore fb te comment korte paren.

১) নেটওয়ার্ক কাভারেজ 3G প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড,ও গ্রাম্য পর্যায় নিশ্চিত করতে হবে।

২) টেলিটকে প্রতি সেকেন্ড পালস সহ আজীবনের জন্য ২৫ পয়সা মিনিটের কলরেট (টেলিটক টু টেলিটক) ২৪ ঘন্টা চালু করতে হবে। একই সময়ে অন্য সকল অপেরাটরের সাথে ও ২৪ ঘন্টায় মাত্র ৫০ পয়সা কলরেট চালু করতে হবে।

৩) এ কলরেটে এফএনএফ নম্বর না দিলে ও হবে।

৪) টুজি বা থ্রীজি সকল নেট বিল প্রতি জিবি মাত্র ২০ টাকায় করতে হবে।

৫) সকল ডাটার মেয়াদ আজীবন করতে হবে।

৬) সকল পরামর্শ বাস্তবায়নের জন্য নেটওয়ার্ক ও কাস্টমার কেয়ারের ভালো ব্যবহার চাই।

*** আমার প্রতিটি পয়সা টেলিটক দিয়ে ‘খরচ করতে চাই। কিন্তু দু:খ হচ্ছে এত বছরে ও আমার দেশের এ ফোনটি আমার মতো করে চালাতে পারছি না ***

ধন্যবাদ ম্যাডাম @Tarana Halim MP

তাহলে আমি ও টেলিটক সিম ব্যবহার করবো।

network nai….3G nai

nice tunment korechen

২০০% একমত পোষণ করছি।
কাস্টমার কেয়ারে ফোন দিলে মনে হয় তারা আমাদের স্যার,
অন্য অপারটরের কাস্টমার কেয়ারে ফোন দিলে আমরা তাদের স্যার।

আপানার মতের সাথে আমার মত না ও মিলতে পারে । ধন্যবাদ ভাই

খুবই সুন্দর পোষ্ট! আমাদের ব্লগে আপনার মতো লেখকেরই দরকার, আমাদের ব্লগে লেখার আমন্ত্রণ রইলো, http://bloglekhok.com

সুন্দর লেখা হইছে। অপেক্ষায় থাকলাম।

কিন্তু এটা কি করবে তারা। ২০ টাকায় ১ জিবি।