সিম্ফনি মোবাইল নতুন চমক নিয়ে আসলো বাজারে – সিম্ফনি এক্সপ্লোরার V52

বাংলাদেশের বাজারের সাপেক্ষে যে সকল স্থানীও মোবাইল কোম্পানি বেশ লাভ জনক ভাবে বাণিজ্য করে যাচ্ছে তাদের ভেতর সিম্ফনি অন্যতম। ২০০৭ থেকে এদেশের বাজারে তাদের অবস্থান। শুরুর দিকটা ভালো না হলেও এখন বাজারে তাদের অবস্থা বেশ উপরে। এই বছর সিম্ফনি মোবাইল বাজারে নিয়ে আসলো তাদের নতুন চমক সিম্ফনি এক্সপ্লোরার V52 নান্দনিক মডেল এবং মন ছোঁয়া সব ফিচার নিয়ে আশা এই মোবাইল টি android অপারেটিং সিস্টেমে চলে। তো দেরি কেন? চলুন দেখে আসি এই মোবাইলের বিস্তারিত সব কিছু।

সিম্ফনি মোবাইলের আকর্ষণ এক্সপ্লোরার V52 এর বিস্তারিত সব।

নেটওয়ার্ক

জিপিআরএস, ইডিজিই, ২জি, ৩জি, ওয়াইফাই ৮০২.১১, হটস্পট, ব্লুটুথ

সেন্সর

লাইট সেন্সর, প্রক্সিমিটি, G- সেন্সর, Accelerometerসেন্সর 

ক্যামেরা

পিছনে ৫ মেগাপিক্সেল, সামনে ২ মেগাপিক্সেল, এইচডি ভিডিও করার যোগ্য ভিডিও সিস্টেম

মেমরি

১ জিবি রেম, ৮ জিবি ফোন মেমোরি, ৩২ জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার যোগ্য

ডিসপ্লে অ্যান্ড বডি

বডি ৪.১১ ইঞ্চি, ডিসপ্লে ৪.৫ ইঞ্ছি, মাল্টি টাচ

ব্যাটারি

১৮০০ এমএএইচ

প্রসেসর

২ টি সিম, android সংস্করণ – ৫.১, ১.৫ গিগাহার্জQuad Core Processor

মোবাইল টির বাজার মূল্য

৫৯৯০ টাকা

 


এ ছাড়া এর বাজার মূল্য এবং অন্য দিক গুলো বিবছনা করলে বলা যেতেই পারে মোবাইলটি কম দামের ভেতরে ভালো নির্বাচন। আপনি যদি গেম খেলার কথা না ভাবেন অথবা গেম খেলার জন্য মোবাইলের হেভি ইউস না করেন তাহলে এই মোবাইলটিকে নির্দ্বিধাতে নিতে পারেন।   মোবাইল সেটটির বিপুল চাহিদা আছে বর্তমানে বাজারে। মোবাইলের লক্ষণীয় বিবেচ্য বিষয় হল এর রেম। বর্তমানে সব মোবাইল ফোনে ২ জিবি রেম কাম্য। সে তুলনায় সিম্ফনি এক্সপ্লোরার
V52 এ যুক্ত করা হয়েছে ১ জিবি রেম যা আপনার বেবহারে বেঘাত ঘটাতে পারে। তাছাড়া ব্যাটারির দিকেরও নজর দেওয়া উচিত। এই ধরনের স্মার্ট ফোনে এমনিতেই অনেক পরিমাণ চার্জ লাগে। সেই তুলনাতে ১৮০০ এমএএইচ ব্যাটারি আপনাকে বেশ বিরক্ত করতে পারে।

পড়তে ভুলবেন না –

অ্যাপেল আইফোন এর মূল্য এবং আগা গোঁড়া সব কিছু

 

আশা করি এতক্ষণে আমাদের সিম্ফনি মোবাইলের এই রিভিউ থেকে আপনাদের কাছে সিম্ফনি এক্সপ্লোরার V52 সম্পর্কে বেশ ভালো একটি ধারনা হয়ে গেছে। এর পরেও কোন প্রশ্ন থাকলে নির্দ্বিধাতে নিচে একটি টিউমেন্ট করবেন। 

Level 0

আমি স্বল্পমূল্যে অ্যাডসেন্স বিক্রেতা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নতুন পোস্ট পেতে ভিসিট করুনঃ http://tech71blog.blogspot.com/ কম মুল্লে non-hosted অ্যাডসেন্স কিনতে যোগাযোগ করুন - https://www.facebook.com/The-Adsense-point-908104575949150/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস