একটই মোবাইল কিনব। কিন্তু কোন টি কিনব তাই সিদ্ধান্ত নিতে পারছি না।
আসলে কিনব একটি নয় বরং ২টি, একটি হবে তুলনায় সস্তা কিন্তু বাজেট মিড হাই এন্ড সেট, আরেকটা হবে বাজেট হাই এন্ড সেট। মিড হাই এন্ড টি ২০ এর উপর নিব না বরং নিচেই রাখতে পারলে ভাল, ১০-২০
তবে বাজেট এন্ড সেট টি ৩০ সর্বোচ্চ টেনে নিতে পারি।১০-৩০
১ম বাজেট মিড হাই এন্ড টি জরুরী ভাবে ঠিক করা দরকার।
আর বাজেট হাই এন্ড টা ৩ মাস পর ক্রয় করতে পারব।
চাহিদা বলতে গেলে ভাল ক্যামেরা(যদিও মোবাইল কে ছবি তোলার মাধ্যম হিসেবে ভাবা ঠিক না তবে বাড়তি ক্যামেরা বহন করতে চাচ্ছি না, শক্তিশালী ফোন হলে কেন নয়?)
রেম ২ জিবি চাই।
রম ১৬ জিবি থেকে যত উপরে যাওয়া যায়
গরিলা ডিসপ্লে থাকা উচিত, আমার টেবে বেচে গিয়েছে কয়েক বার তাই ফিদা তার উপর 🙂
কাস্টম রম না হলেও অন্তত রুট করা যাবে এমন ফোন হলে ভাল হয়।
ব্যাটারি ৩০০০ এর কাছাকাছি থাকলে কারনা ভাল লাগে।
পর্দা ১০৮০পি এর উপরে থাকলে ভাল হয়।
আগামী ২-৩ বছর আরাম করে চালানো যাবে এমন। হাত থেকে পরে গেলে আফসোস না যতটুকু হবে,বার বার মানে হ্যং হলে।
4g lte must
অপরিচিত ফোন নিব না। ভাল রিভিউ এর আশা করছি। আন্তুতু বেঞ্চমার্ক টেস্ট এর নাম্বার কি বিগ পয়েন্ট?
স্যামসাং জে৫ আর প্রিমও ভি২ দেখলাম দাম কাছাকাছি তবে ভিতরের হার্ড ওয়্যার ভিন্ন। আনতুতু তে প্রিমো ভি২ অল্প পয়েন্ট পেয়েছে। ডিসপ্লে রেম সব ই তফাত
হুওয়াই এইচটিসি শিওমিয় এগুলোর দাম নিয়ে ধারনা নেই। মোবাইল এই হার্ডওয়্যার গুলিই মনে হয় পাথর্ক্য গড়ে দেয়। এগুলি নিয়ে বিস্তারিত কেউ জানালে খুশি হব। কারণ যতই ওয়ালটন কোয়াড কোর দেখাক না কেন নিশ্চয়ই কোন কিন্তু আছে, যারা ব্যবহার করেছে তারাই ভাল জানবে।
সেমসাং, সনি, আইফোন এগুলিকে অতিরিক্ত দাম মনে হয় বাকিগুলির তুলনায়।
বাংলাদেশে দাম বেশী হলে ইউরোপ থেকে সেট আনাতে পারব কিন্তু সব মডেল নয়।
যদি কার উ পরিচিত কোন সেট থেকে থাকে জানান। শেয়ার করলে খুশি হব
ar techtunes ar mobile version thakle onak upokar hoto 🙂
আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হাই এন্ড বাজেট সেট হিসাবে Huawei G7 Plus এটা আপনি যাচাই করে দেখতে পারেন, আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে, দামও আপনার সর্বোচ্চ বাজেটের একটু উপরেই।তবে র্যাম ৪জিবি নয় ৩জিবি. দাম ৩৪,৯৯০ টাকা.
64 bit 1.5 GHz Octa-Core Processor
Android 5.1 Lollipop
13 MP rare and 5 MP front camera.
3000 mAh Li-ion Battery (non remove-able)
3 GB RAM with 32 GB ROM extendable upto 128 GB using micro SD card.
5.5” HD display with corning Gorilla Glass protection
আপনার যদি আরো বিস্তারিত জানার থাকে তাহলে নিচে লিংক দিলাম , প্রয়োজন হলে দেখে নিবেন, আর হ্যাঁ একটা শেষ কথা হলো -এটা আমার ব্যাক্তিগত মতামত মাত্র।
http://www.e-priceinbd.com/2015/10/huawei-ascend-g7-plus-smart-android.html