মোবাইলের এ্যাপ্লিকেশন সাইন করার জন্য সার্টিফিকেট সংগ্রহ করার ৩টি পদ্ধতি ও সার্টিফিকেট দিয়ে মোবাইলে এবং কম্পিউটারে এ্যাপ্লিকেশন সাইন করার ২টি সহজ পদ্ধতি। (শুধুমাত্র S60 V3 V5 ও S^3 এর জন্য )

বিসমিল্লাহির রহমানির রহিম

‌এর আগেও আমি সফট্ওয়ার সাইন করার পদ্ধতি সমন্ধে একটি টিউন করেছিলাম, কিন্তু সেই পদ্ধতিটি একটু জটিল এবং সময় সাপেক্ষ ছিল। তো আজকে আমি আপনাদেরকে সফট্ওয়ার সাইন করার ৩টি পদ্ধতি সমন্ধে অবগত করব যার ২টি পদ্ধতি একটু জটিল এবং আরেকটি পদ্ধতি খুবই সোজা একটু মন দিয়ে করলে আমার মনেহয় সার্টিফিকেট ডাউনলোড করে একটা সফট্ওয়ার সাইন করতে ৫মিনিট এর বেশি সময় লাগবে না।।

কি কি কারণে সফট্ওয়ার সাইন করতে হয়‍ঃ

আপনারা যারা নোকিয়া s60v3 এবং s60v5 এর সামবিয়ান সেটগুলো ব্যবাহার করেন তারা নিচের কমন ইরোর গুলোর সাথে পরিচিত-

  • ১.“Certificate Expired“,
  • ২.“Unable to Install a Protected Application from an Untrusted Supplier”
  • ৩.“Restricted by Certificate Type“.
  • ইত্যাদি।

আর আপনি যদি সফট্ওয়ার ইন্সটল করার সময় এইসব ইরোর থেকে মুক্তি চান তাহলে আপনার দরকার একটি সার্টিফিকেট (.cer) এবং একটি কি (.key) ফাইল।
আর নিচের ৩টি পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি খুবই সহজ এবং এটি সম্পন্ন করতে প্রায় ৫-৬ মিনিট এর বেশি লাগবে না।

আসুন তাহলে জানা যাক পদ্ধতিগুলো সমন্ধেঃ

১ নম্বর পদ্ধতিঃ (৫ মিনিটের পদ্ধতি) আপনি নিচের পদক্ষেপগুলো ঠিকমত অনুসরণ করুন।

১ম পদক্ষেপএখানে ক্লিক করে সফট্ওয়ারটি ডাউনলোড করুন

এই .rar ফাইটি এক্সট্রাক্ট করলে দুইটি ফাইল পাওয়া যাবে

যথাঃ

আপনি এখান থেকে ১ নম্বর ফাইলটি আপনার সেটে ইন্সটল করুন। কারণ এটি সাইন করা আছে এবং ইন্সটল করতে সমস্যা হবে না।

১ নম্বর ফাইলটি চায়নিজ ভাষা।

কিন্তু আমি নিচে যেই স্কিনশর্টগুলি দেব সেগুলি ইংরেজি ভার্সনের। ইংরেজি ভার্সনটি unsigned. তাই আপনি এটিকে ইন্সটল করতে পারবে না। যদিনা আপনার ফোনটি হ্যাক করা থাকে। তাই আমি আপনাদেরকে chinese versionটি দিচ্ছি যেদি  signed করা আছে।
এটি কোন ধরণের error মেজেস ছাড়াই আপনার মোবাইলে ইন্সটল হবে।

শুধু নিচের স্কিণশর্ট গুলি ফটো করুনঃ

১ম পদক্ষেপ‍ঃ সফট্ওয়ারটি ইন্সটল করলে Loader নামের আইকোনটির মত একটি আইকোন দেখতে পাবেন এবং সেটিকে অপেন করুন।


২য় পদক্ষেপ- এখন শেষে ২নম্বর ‍অপশনটিতে যান যেটির নাম "signature "।

তারপর options এ ক্লিক করুন এবং আপনি এটির থেকে ৪টি অপশন পাবেন :
২য় অপশনটিতে ক্লিক করুন যেটির নাম " certificate tool"।

নিচের স্কিনশর্টটি দেখুন।

৩য় পদক্ষেপ- এটি আপনাকে আবার দুইটি অপশন দেখাবে
এখন সেখান থেকে ২য় অপশনটিতে ক্লিক করুন যেটার নাম "a button to download "। উপরের স্কিনশর্টটির মত।

৩য় পদক্ষেপ-এখন সার্টিফিকেট downloading শুরু হবে। উপরের স্কিনশর্টটির মত।

৪র্থ পদক্ষেপ- তারপর এটি আপনাকে ‍ফাইলগুলি save করতে বলবে। এখন আপনি আপনার memory card কে দেখিয়ে দিন। উপরের স্কিনশর্টটির মত।

৫ম পদক্ষেপ- এখন আপনি ফাইল ম্যানেজার থেকে memory card ব্রাউজ করুন।
আপনি " my cert " নামের একটি ফোল্ডার পাবেন।
আপনার সার্টিফিকেট (.cer) এবং কি (.key) ফাইলগুলি এই ফোল্ডারটির ভিতরে পাবেন। উপরের স্কিনশর্টটি দেখুন।

উপরের নিয়মগুলি গেল ৫মিনিটের এখন একটু জটিল দুইটি পদদ্ধি জানা যাকঃ

২ নম্বর পদ্ধতিঃ এই পদ্ধতিটি আপনাকে অনলাইনের মাধ্যমে করতে হবে।

১ম পদক্ষেপ ‍ঃ এটি করার জন্য এখানে ক্লিক করুন (এটি ১২ ঘন্টারও বেশি সময় নিতে পারে)

উপরের দেয়া লিংকটিতে ক্লিক করলে একটি ওয়েবপেজ খুলবে এবং সেখানে নিচের স্কিনশর্টটির মত কতকগুলো অপশন দেখতে পাবেন।

বুঝতে সমস্যা হলে নিচের স্কিনশর্টটি থেকে ধারণা নিন।

  • এখন "IMEI" এর বক্সটিতে আপনার মোবাইলের IMEI নম্বর লিখুন। IMEI নম্বর বের করার জন্য আপনার মোবাইলে *#06# চাপুন। তাহলে যে নম্বরটা বের হবে সেটাই আপনার IMEI নম্বর।
  • এরপর Input code -এর সাইডের কোডটি দিয়ে সাবমিটে ক্লিক করুন।
  • আপনার IMEI নম্বরটি যদি সঠিকভাবে Apply হয় তাহলে নিচের মত একটি কনফারমেশন মেসেজ আসবে।
您的证书将在12小时之内完成,您可以随时再次输入串号查询完成情况
请您收藏我们的网址以便日后再次下载证书,同时希望您宣传我们的网站以便他人也能快速获得塞班证书
You have successfully submitted the application which will be completed within 12 hours as soon as possible for you, and you can re-enter the serial number at any time to inquire whether or not the completion of your inquiries.
Please collecte the web site to download the certificate again, and I hope you promote our website so that others can quickly obtain the certificate Saipan.
>

২য় পদক্ষেপঃ ১২ ঘন্টা পর আবার এই ওয়েব সাইটে প্রবেশ করুন এবং উপরের স্কিনশর্টটির মত এখানে আবার আপনার IMEI নম্বর দিয়ে সাইডের কোডটি দিন এবং Submit বাটনে ক্লিক করুন।

এখন আপনার যদি ১২ ঘন্টা সময় অতিক্রম হয় অথবা সফলভাবে সার্টিফিকেট এবং কি ফাইল Applied হয় তাহলে নিচের স্কিনশর্টটির মত একটি কনফারমেশন মেসেজ পাবেন।

৩য় পদক্ষেপঃ এখন 证书 লেখাটিতে ক্লিক করলে আপনার Certificate এবং Key ফাইল দুইটি ডাউনলোড হবে যা একটি .rar ফাইলের ভিতর থাকবে।

রার ফাইলটি এক্সট্রাক্ট করে ফাইল দুইটি আপনার মোবাইলের যেকোন একটি ফোল্ডোরে সংরক্ষণ করুন। যা পরবর্তাতে সফট্ওয়ার সাইন করার ক্ষেত্রে লাগবে।

৩য় পদ্ধতিঃ এই পদ্ধতিটিও অনলাইনের মাধ্যমেই করতে হবে এবং এটি আপনার কাছে ২৪ ঘন্টা সময় নেবে।

(দুঃখিত ! বর্তমানে এই পদ্ধতিটি কাজ করছে না তাই। উপরের ২টি পদ্ধতিগুলিই অনুসরণ করুন।)

Screenshot 1

Screenshot 1

http://cer.opda.cn/en/. – এ যান এবং Register করে Login করুন।

Screenshot 1

Screenshot 2

login করার পর  “Apply cer” এ ক্লিক করুন। উপরের “Screenshot 2″ দেখুন.

Screenshot 1

Screenshot 3

এখন যে ফরমটি দেখাবে সেটিকে পূরণ করুন  “Screenshot 3″ এর মত করে.  আপনার মোবাইলে *#06# চেপে আপনার IMEI নম্বরটি বের করুন এবং যথাস্থানে এটিকে লিখুন।  এই  application form – টি submit করার পর আপনাক ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে।

Screenshot 4

পরেরদিন আপনি লগিন করার পর   উপরের স্কিনশর্টটির মত একটি উইনডো আসবে । এবং সেখান থেকে ‍মার্ক করা অপশনগুলোতে ক্লিক করলে আপনার সার্টিফিকেট এবং কি ফাইল ডাউনলোড করা শুধু হবে।

নোট: উপরের ৩টি পদ্ধতির এই সার্টিফিকেটগুলি ৩ বছর পর expire হয়ে যাবে। তারপর আবার আপনাকে নতুন করে উপরের নিয়মে এগুলি সংগ্রহ করতে হবে।
 

এতক্ষণ আমরা জনলাম কিভাবে আপনার সেটের সার্টিফিকেট এবং কি ফাইল ডাউনলোড করবেন।

এবার আসুন জানা যাক এই সার্টিফিকেট এবং কি ফাইল দিয়ে কিভাবে যেকোন সফট্ওয়ার সাইন করবেন।

প্রথমে নিচের লিংকটি থেকে সাইন করার সফট্ওয়ারটি ডাউনলোড করে মোবাইলে ইন্সটল করুন। এটি সাইন করতে হবে না কারণ এটি অলরেডি সাইন করাই আছে।

http://www.mediafire.com/download.php?88eelss9qm4vd9v  (Nokia S60V5 এর জন্য)

http://www.mediafire.com/download.php?u38bom5wc3l05xp  (Nokia S60V3 এর জন্য)

এখন নিচের স্কিনশর্টসহ নিয়মগুলো ফলো করুন।

সফট্ওয়ারটি ইন্সটল করার পর চালু করুন তাহলে নিচের মত একটি উইনডো আসবেঃ

এখন Options এ ক্লিক করুন। তারপর Settings এর যান। নিচের স্কিনশর্টটির মত

এখন এখান থেকে ‍Sign Cert অপশনে ক্লিক করে আপনার সংরক্ষিত সার্টিফিকেটটি দেখিয়ে দিন। নিচের স্কিনশর্টটির মত

ঠিক একইভাবে আবার  Sign Key তে ক্লিক করে .key ফাইলটি দেখিয়ে দিন। নিচের স্কিনশর্টটির মত

এখন Back এ ক্লিক করে সফট্ওয়াটিতে ফিরে আসুন। নিচের স্কিনশর্টের মত

এবার Add Task -এ ক্লিক করুন। তাহলে আপনার ফাইল ম্যানেজার খুলবে এবং সেখান থেকে আপনি যে সফট্ওয়ারটি আপনার মোবাইলের জন্য সাইন করতে চান সেটাকে দেখিয়ে দিন। নিচের স্কিনশর্টগুলো দেখুন।

এখন আপনি যে ফাইলটি সাইন করতে চান সেটিকে উপরের স্কিনশর্টটির মত সিলেক্ট করে Options এ ক্লিক করুন।

তারপর Add এ ক্লিক করুন। উপরের স্কিনশর্টটির মত

তারপর  Sign Sis এ ক্লিক করুন। উপরের স্কিনশর্টটির মত। (আর হ্যা আপনি Remove Sign অপশনটির সাহায্যে যেকোন সাইন করা সফট্ওয়ারকে আনসাইন করতে পারবেন। যেটা পরবর্তিতে অন্যজন তার IMEI দিয়ে উপরের নিয়মে সাইন করতে পারবে)

উপরের মত একটি উইনডো আসবে। তারপর Options এ ক্লিক করে  Go তে ক্লিক করুন। নিচের স্কিনশর্টটি দেখুন।

"Progress" শুধু হবে। উপরের স্কিনশর্টটির মত।

এখন আপনি যে ফোল্ডার থেকে সফট্ওয়ারটি সাইন করার জন্য দেখিয়ে দিয়েছিলেন সেখানে File Manager এর মাধ্যমে যান। আপনি ওই ফোল্ডারটির ভিতরে একই নামের দুইটি ফাইল দেখতে পাবেন। তারমধ্যে একটির নামের শেষে _Signed লেখা থাকবে। নিচের স্কিনশর্টটি দেখুন।

এখন যেই ফাইলটির নামের শেষে _Signed লেখা আছে সেটা ইন্সটল করুন। আশা করি আর কোন সমস্যা হবে না।

এতক্ষণ আমরা জানলাম কিভাবে সার্টিফিকেট দিয়ে মোবাইলে সফট্ওয়ার সাইন করতে হয়। এবার কিভাবে আপনার সার্টিফিকেট এবং কি ফাইল দিয়ে কম্পিউটারে এই কাজটি করা যায় সেটি সম্পর্কে বলবঃ

নিচের লিংকগুলি থেকে ফাইল দুইটি ডাউনলোড করে নিনঃ

http://www.mediafire.com/download.php?kusc1zhns3d7dn4 (Sign Tool)

http://www.mediafire.com/?ao6qu3g2u1b71xi (Sign sis)

এটি রান করার জন্য আপনার কম্পিউটারে .NET Firmwork 3.0 থাকতে হবে নতুবা এটি আপনার কম্পিউটারে রান হবে না।

Windows 7 ও Vista তে লাগবে না কারন এগুলিতে তৈরীকৃত ভাবেই দেয়া থাকে 🙂 ।

শুধুমাত্র Windows XP এর জন্য .NET Firmwork 3.0 ডাউনলোড করুন এখান থেকে

এবারে আপনি আপনার হার্ডিক্সের কোন এক ড্রাইভে  Signing Tools নামের ফোল্ডার তৈরী করুন এবং উপরের যে দুইটি ফাইল ডাউনলোড করতে বলেছিলাম সেই দুইটি ফাইল ডাউনলোড করে ওই ফোল্ডারের ভিতরে রাখুন । এমনি ভাবে এতক্ষন কষ্ট করার পর আপনি যে সার্টিফিকেট এবং কি ফাইল হাছিল করেছেন সেগুলোকেও ওই ফোল্ডারের মধ্যে রাখুন। এখন নিচের কাজগুলি মনোযোগ দিয়ে করুন।

"Signing Tools" ফোল্ডার থেকে Sign Tool.exe ফাইলটি অপেন করুন।

উপরের মত একটি উইনডো আসবে এবং তারপর মার্ক করা স্থানে ক্লিক করে আপনার তৈরীকৃত “Signing Tools” ফোল্ডার থেকে Signsis.exe ফাইনটি দেখিয়ে দিন।

এরপর উপরের মার্ককরা স্থানটিতে ক্লিক করে “Signing Tools” ফোল্ডার থেকে আপনার সার্টিফিকেট অর্থাৎ .cer এক্সটেনশনের ফাইলটি দেখিয়ে দিন।

এরপর উপরের মার্ককরা স্থানটিতে ক্লিক করে “Signing Tools” ফোল্ডার থেকে আপনার কি ফাইল অর্থাৎ .key এক্সটেনশনের ফাইলটি দেখিয়ে দিন।

এরপর উপরের মার্ককরা স্থানটিতে ক্লিক করে আপনি যে সফট্ওয়ারটি সাইন করতে চান সেটি দেখিয়ে দিন।

এরপর উপরের মার্ককরা স্থানটিতে ক্লিক করে আপনি সফট্ওয়ারটির যেকোন নাম দিন এবং যে জায়গায় সাইন করা সফট্ওয়ারটি সেভ করবেন তা দেখিয়ে দিন।

সব ঠিকঠাকমত দেখিয়ে দিলে উইনডোটি উপরের মত রূপ নেবে।

এবার সবশেষে !Sign it!(S) বাটনে ক্লিক করুন।

উপরের মত কনফারমেশন মেসেজ আসবে Ok দিন।

এখন আপনি যে জায়গায় ফাইলটি সেভ করার জন্য লোকেশন দেখিয়ে দিয়েছিলেন সেখানে গিয়ে দেখুন একটা ফাইল তৈরী হয়ে গেছে। এখন ওই ফাইলটি আপনার সেটে ইন্সটল করুন। ব্যাস কাজ শেষ।

===========================================

আমার আগের করা টিউনগুলি দেখতে চাইলে উপরে “আমার টিউনার পাতা” তে ক্লিক করতে পারেন।

আর আমার নতুন নতুন সব লেখা গুলি মিস না করতে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। এর জন্য উপরে “আমার টিউন আর,এস,এস -এ ক্লিক করুন। আমার টিউন পৌছে যাবে আপনার ই-মেইল-এ।

মোবাইল বিষয়ক যেকোন সমস্যায় আমাকে ফেসবুকে নক করতে পারেন- http://facebook.com/crazzzzzzyboy

===================================================

বিদ্রঃ প্রায় ৯ ঘন্টা ধরে টিউনটি করেছি তাই কেমন লাগল অবশ্যই জানাবেন। অবশ্যই ইন্সটলজনিত অথবা যেকোন সমস্যার কথা নিচে মন্তব্যের মাধ্যমে জানাবেন ।

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

স্ক্রোল করতেই আমার অবস্থা, তাহলে লিখতে সাজাতে কত কষ্ট হয়েছে? নয় ঘন্টা? খাইছে রে………….
ধন্যবাদ…..এর বেশি কিছু তো আমার দেবার নেই……..তবে হ্যা… ভারচুয়াল ঈদ মোবারক…….

আমার পক্ষ থেকে ভারচুয়ালি নকিয়া সি-০৬-০১ সেট টা গিফট (!) 🙂

    অনেক ধন্যবাদ পন্ডিত ভাইয়া।
    আর ভার্চুয়ালি নোকিয়া সি-06-01 উপহার দেওয়ার জন্য ডাবল থাংঙ্কস।

মাত্র ৯ ঘন্টা! এখন কাজে না লাগলেও তো একটা ধনিয়ার পাতা দেয়া লাগেই… 😉

ভাই খুব ভালো হয়েছে।যদিও আমি জানি তবু অনেকেই হয়তো জানিনা তাদের অনেক কাজে আসবে।থ্যাংকস

ধন্যবাদ সাইফুল ভাই আপনাকে ধৈর্য্য সহকারে বিস্তারিত লিখার জন্য। তবে ডিজিট্যাল যোগে লোকেরা আরো সহজ কিছু চায়। ধন্যবাদ আপনাকে।

    ডিজিটাল যুগ তাই এত কষ্ট করে এত সহজ পদ্ধতিটি লেখেছি। এর থেকে আর সহজ নিয়ম পাবেন না। মানে আমি শুধু আপনাদেরকে পাঁকা কলা দিয়েছি আর আপনারা শুধু আবরনটা খুলে খাবেন।

ধন্যবাদ

Level 0

BHAIO VALO TUNE. THANK YOU.
@=>ACCHA BHAIYA APNAR KACHE JAVA(.JAR) MOBILER (NOKIA 5130xpress) ANTIVIRUS A6E.? THAKLE LINK ONUGROHO KORE LINK DIYEN.

    U R Most Welcome Vaia. আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি যে, জাভা সেটের জন্য কোন এন্টিভাইরাস পাওয়া যায় না। ধন্যবাদ।

**********************আমার সবগুলো টিউন দেখতে এখানে টোকা মারুন*************************
https://www.techtunes.io/mobileo/tune-id/mobileo/tune-id/mobileo/tune-id/mobileo/tune-id/tuner/saifulmd_0/
এই লিঙ্কে কিছু নাই তো !

আগে ই জানতাম।আবার পরে ভাল লাগল। অনেক এর ই উপকার এ আসবে টিউন টা। অনেক ধন্যবাদ আপনাকে।

আধা ঘণ্টা চেষ্টা করেও Certificate Download করতে পারলাম না

    ভাইয়া আমি উপরে ৩টি পদ্ধতি দিয়েছি। আপনি যে‌ই পদ্ধতি অবলম্বন করে কাজ হয়নি সেটা বাদ দিয়ে অন্য পদ্ধতি অনুসরণ করুন। ধন্যবাদ।

কষ্ট করে পোস্ট করার জন্য ধন্যবাদ।

thanks jannaur vasa r nai…….ato kichur por jodi keo bole boje nai tahole take ki……….

    ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন এত কিছুর পরেও যদি কেউ না বুঝে তাহলে……………………

অনেক অনেক ধন্যবাদ। জটিল জিনিস দিছেন…।

Bhi thanks a lot 3 number process ta jantam upor r 2 ta nutun.Try korbo. R ato kosto kora post dauer jonno onek onek onek DHONNOBAD

Bhi 1 number process ta amer mobile a kaj kortasa na.sobi hossa sign in o hossa sisx file create hossa tobo mobile a cer. problem dakassa.Amer mobile nokia n75 and apner 2 soft. ta dia settings a matro 3 ta option pisi 1sign cert,2output directory,3save last adding path . Sign My certcer kaj korsi.

    আপনার প্রথমের কথাটা বুঝেছি কিন্তু পরের গুলা বুঝিনি একটু বাংলা দিয়ে লেখে বুঝায়ে দিলে ভাল হয়। ধন্যবাদ।

পদ্ধতিটা অবশ্যই কাজে লাগাতে হবে না হলে অনেক ভাল ভাল সফট যে কাজে লাগাতে পারবনা।
অনেক ভাল ও কাজের একটা টিউন।
ধন্যবাদ শেয়ার করার জন্য।

Hey bro,I have nokia 5320 XM.Firmware 05.16.Can you help to get the best hacking method which will work for me.I will used it for unsigned apps,n-gage game.Please help me urgently.Allah hafez.

আমার মোবাইটা Nokia X3 ইহাকে Hack করার কোন উপায় থাকলে, যদি বলেন অনেক উপকার হবে।
ইহাতে কোন Software Install করা যাবে কিনা জানালে উপকার হবে।

    আপনার মোবাইলটি Nokia S40 6th Edition এর। অর্থাৎ এটি জাভা প্লার্টফর্মে চলে। তাই এই পদ্ধতির আপনার কোন প্রয়োজন নেই 🙂

ভাই প্রথমেই আপনাক অসংখ্য ধন্যবাদ অসাধারন টিউন টার জন্য। কিন্ত সমস্যা হল যখনি আমি “XStevedore_chinese_signed.sisx” সফট্যয়ার টা আমার Nokia E63 তে install করতে যাচ্ছি তখনি এই error massage টা দেখাচ্ছে-“Certificate error. Contact to the application supplier.” এটার solution কি? ফোন হ্যাক করে নিলে কি সমস্যা সমাধান হবে? kindly জানাবেন। thanks in advance……….

    আপনি যেই সফট্ওয়ারটার কথা বলছেন সেটিতো সাইন করাই আছে। ইরোর মেসেজ দেখানোর কথা না।
    তবে আপনি যদি আপনার সেটটি হ্যাক করেন তাহলে এই টিউনটিকে পড়ার আপনার কোন দরকার নেই। কারণ সেট হ্যাক করলে সফট্ওয়ার সাইন করতে হয় না। আর এই টিউনটি মূলত সফট্ওয়ার সাইন নিয়েই।

    তাই আপনি যদি আপনার সেটটি হ্যাক করতে চান তাহলে নিচের টিউনটি দেখুন
    https://www.techtunes.io/mobileo/tune-id/33596/
    এটি নোকিয়া 5230 কে নিয়ে লেখা তবে এই পদ্ধতি দিয়ে অনেক সেট হ্যাক করা যায়।

Hey bro, thanx a lot for the big help and for the reply. I went through the third method (http://cer.opda.cn/en/.) and it worked. I can sign the softwares from my laptop and then install it in the phone. But the problem occurs when I try to install any software from internet directly to my phone. can u give me a solution? Thanx in advance.

Note: i copied the .cer and .key pair in my phone. Also installed s60signsis.sis in the phone after signing it from the pc.

    জেনে খুব খুশি হলাম যে আপনি এটি পেরেছেন। আপনি মোবাইলে সরাসরি কোন আনসাইন সফট্ওয়ার ঢুকাতে পারবেন না। (যদি আপনার সেটটি হ্যাক করা না থাকে)।
    আপনাকে কম্পিউটারে আগে সফট্ওয়ারগুলি সাইন করতে হবে। তারপর মোবাইলে ইন্সটল করতে হবে।
    অথবা মোবাইলে আনসাইন সফট্ওয়ারগুলি সেভ অথবা ডাউনলোড করার পর কম্পিউটার ছাড়াই মোবাইল দিয়ে সাইন করতে পারেন এর জন্যও আমি পদ্ধতিটি লিখে দিয়েছি।

ধন্যবাদ ভাইজান,কিন্তু আপনার opda সাইট এখন খোলেনা,তাই আমি সাইন করতে পারিনা।আশা করি জানাবেন।

    Opda সাইটটা আমার না 🙁
    মনে হয় সাইটটির খরচের দায়ভার -সংক্রান্ত বিষয়ের জন্য বন্ধ আছে।
    সবাই তো ফ্রিই খোজে।

    আপনি অন্য পদ্ধতি ফলো করতে পারেন। 🙂

    আমার nokia n96 যে ভাবেই হোক হ্যাক করার একটা ব্যবস্থা বের কর ভাই,আমি কোন সফটয়্যার ব্যবহার করতে পারছিনা।অন্য পদ্ধতি অনেক জটিল লাগে সহজে বুঝতে পারছিনা।ধন্যবাদ ভাল থাকুনঅ

thnxxxx

Level New

সাইফুল ভাই nokia 2690 হবে ?

আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেক পুরোনো টিউন এ কমেন্ট করছি। আমি নোকিয় ৬১২০ ক্লাসিক ব্যবহার করি এবং আপনার ১নং পদ্ধতি অনুসরন করলাম কিন্তু অটো ডাউনলোড তো হচ্ছে না । সাহায্য করতে পারলে জানাবেন। আপনার লেখাগুলো খুব ভাল লাগে । ধন্যবাদ

Level 0

আপনার সব গুলো লেখা আমার ভাললাগে ……….আপনি দারুন লেখেন………….আপনাকে ১ লক্ষ ধন্যবাদ……….

ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ হ্যক, সাইন সম্বন্ধে ধারনা দেওয়ার জন্য।আমার nokia 5233 সেট এর জন্য আপনার দেওয়া ১নং এবং ২নং পদ্ধতিতে চেষ্টা করেও ব্যার্থ । ১নং দিয়ে ৩০ মিনিট ধরে কিছু download করতে পারিনি। আর ২ নং এ আজ ৩ দিন হল IMIE number submit করেছি কিন্তু এখনো submit successfully এর massage দেখায় ।

আপনার সাহায্য চাই ।

রকি ভাই, আমি ও Sign Up করেছি ৩/৭/১১ তরিকে কিন্তু এই ৬ দিন ধরে pending দেখাচ্ছে, আপনি কতদিনে পাইলেন।

জানাবেন….

Level 0

vai loader tik vabe kaj kore na……………download fail dekay

nice hoyace. vie Sign Tool file er link ta kaj korce na. jodi other link den tahola valo hoi.

Level 0

ভাই ৩ টা system এর একটা দিয়েও তো certificate করাতে পারলাম না।

Level New

ভাইজান ! আমি NOKIA C5-03 ব্যাবহার করছি । আমি ১ নম্বর পদ্ধতি অনুযায়ী 1st certificate tool থেকে a button to download এ ক্লিক করেছি কিন্তু download fail হচ্ছে । আমাকে সাহায্য করুন . . . . plzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz 🙁

ভাই আমি চেষ্টা করে দেখ

vai amar upora method konota e hosse na. plzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz ami amar nokia e63 hack korta chai 🙁

Level 0

tuner vai ra ki kaw c5-00 use kore na? hack korte na pere asohai ar mto bose aci

Level New

saiful vai thanks for your valuable tune. ami apner tune gulo sob somay dhakhi abong amer mobile e apply kori .apni khub valo tune koren. ami apner Symbian 5 th v mobile hack korer software ta diya amer mobile ta hack korta chaya cilam. kinto ek dom last moment e asa problem e pora gaci like rompatcher + e asa red cross symbol kuno rokama e kicho korta parci na .pls amaka help koren. apner next tune ta amer e-mail e pathala ami thank full thakbo. e mail [email protected]. thanks again for your excellence .

Level New

thanks for response . kinto saiful vai apni ja CFW firmware er kotha bolchan saita to amer mobile e support korba na . karon amer mobile model holo nokia n97 mini.jadi amer set er janna CFW firmware thaka amaka diya upokrito korben. thanks and take care .bye
MONIR

Level New

Ha saiful vai ,ami apner software sign korer tin ta process er modday second steps ta try kora cilam abong amer mobile er IMEI number ta o oi website e submit kora cilam . second time jakhon IMEI number submit kori kinto kuno apni jamon bolachen temon kuno icon asa na . kuno somadan thaklay janaban pls. thanks MONIR

Level 0

amar E65 mobile.firmware version 2.0633.65.01…..amar mob a XStevedore_chinese_signed([email protected]).sisx file ta install hocche na.”certificate error….”ai error ta dekhacche

Level 0

১ নম্বর পদ্ধতিতে সমস্যা হচ্ছে। এই স্নাপ টি দেখুন http://i.imgur.com/OS9P8.jpg

সাইফুল ভাই আপনি …………………..

থাক ধন্যবাদ দিয়ে ছোট করলামনা।
প্রিয়তে নিলাম এবং অবশ্যই কাজে আসবে আমার।

    @মিনহাজুল হক শাওন: এই টিউনের পদ্ধতিগুলো বর্তমানে আর কাজে আসবে না। নোকিয়া থেকে সার্টিফিকেট প্রদান বন্ধ হয়ে গেছে 🙁 । তাই বর্তমানে https://www.techtunes.io/mobileo/tune-id/78252/ টিউনটির পদ্ধতি অনুসরণ করতে হবে।
    তবে যে সময়ে এই টিউনটি হয়েছিল সেসময়ে নিঃসন্দেহে অনেকজনের কাজে লেগেছিল।

    আমিই অবাক যে, এই টিউনটি “8,019 বার দেখা হয়েছে” 😉
    আমার সব টিউনের মধ্যে এখন পর্যন্ত এটারই হিট সবথেকে বেশি।

Level 0

ভাল লেগেছে কিন্তু বোধয় করতে পারবো না।

Level 0

vai apnar (http://www.mediafire.com/?80qi5dwkt8kjkcs (Sign Tool) ai link a kono soft nai please kothai paya jabea soft ta aktu jana ban ke?????????

Level 0

vai kono procese acha ke ja unsign soft sign kora jaba jode thaka tahola aktu jan ban ke ………. ame nokia5250 use kore but amar kacha onak mobile soft acha j sob unsign tai janala kushe hobo……….

    @Nauroj: আপনার সেটটাকে হ্যাক করুন। হ্যাক করা খুবই সোজা। টিউটোরিয়ালঃ https://www.techtunes.io/mobileo/tune-id/78252/

    হ্যাক করলে আপনার ফোনে সকল প্রকার (সাইন/আনসাইন) এপ্লিকেশন ইনস্টল করতে পারবেন।

Level 0

vai ame jane but ame janta chachelam kevaba unsign soft ka sign kora jai aktu janban ke

    @Nauroj: বর্তমানে সার্টিফিকেট সহজলোভ্য নয়। তাই আমার টিউনের পদ্ধতিগুলিও বর্তমানে খাটছে না।

    এখন যদি আপনি আনসাইনড সফট্ওয়্যারগুলি সাইন করতে চান তাহলে আপনাকে নোকিয়া থেকে বিশ হাজার টাকা দিয়ে একবছর মেয়াদের সার্টিফিকেট নিতে হবে। যেই সার্টিফিকেট দিয়ে কোন সফট্ওয়্যার সাইন করলে সেটি সকল প্রকার সিমবিয়ান সেটে ইনস্টল হবে।

Level 0

thanks

Level 0

vai, ami apnar tune dekhe set hack koreci & porer poddhoti dekhe try koreci but amar soft install holeo code cacce…..ki korbo akhon ????