এর আগেও আমি সফট্ওয়ার সাইন করার পদ্ধতি সমন্ধে একটি টিউন করেছিলাম, কিন্তু সেই পদ্ধতিটি একটু জটিল এবং সময় সাপেক্ষ ছিল। তো আজকে আমি আপনাদেরকে সফট্ওয়ার সাইন করার ৩টি পদ্ধতি সমন্ধে অবগত করব যার ২টি পদ্ধতি একটু জটিল এবং আরেকটি পদ্ধতি খুবই সোজা একটু মন দিয়ে করলে আমার মনেহয় সার্টিফিকেট ডাউনলোড করে একটা সফট্ওয়ার সাইন করতে ৫মিনিট এর বেশি সময় লাগবে না।।
কি কি কারণে সফট্ওয়ার সাইন করতে হয়ঃ
আপনারা যারা নোকিয়া s60v3 এবং s60v5 এর সামবিয়ান সেটগুলো ব্যবাহার করেন তারা নিচের কমন ইরোর গুলোর সাথে পরিচিত-
আর আপনি যদি সফট্ওয়ার ইন্সটল করার সময় এইসব ইরোর থেকে মুক্তি চান তাহলে আপনার দরকার একটি সার্টিফিকেট (.cer) এবং একটি কি (.key) ফাইল।
আর নিচের ৩টি পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি খুবই সহজ এবং এটি সম্পন্ন করতে প্রায় ৫-৬ মিনিট এর বেশি লাগবে না।
১ম পদক্ষেপ – এখানে ক্লিক করে সফট্ওয়ারটি ডাউনলোড করুন
এই .rar ফাইটি এক্সট্রাক্ট করলে দুইটি ফাইল পাওয়া যাবে
যথাঃ
আপনি এখান থেকে ১ নম্বর ফাইলটি আপনার সেটে ইন্সটল করুন। কারণ এটি সাইন করা আছে এবং ইন্সটল করতে সমস্যা হবে না।
১ নম্বর ফাইলটি চায়নিজ ভাষা।
কিন্তু আমি নিচে যেই স্কিনশর্টগুলি দেব সেগুলি ইংরেজি ভার্সনের। ইংরেজি ভার্সনটি unsigned. তাই আপনি এটিকে ইন্সটল করতে পারবে না। যদিনা আপনার ফোনটি হ্যাক করা থাকে। তাই আমি আপনাদেরকে chinese versionটি দিচ্ছি যেদি signed করা আছে।
এটি কোন ধরণের error মেজেস ছাড়াই আপনার মোবাইলে ইন্সটল হবে।
১ম পদক্ষেপঃ সফট্ওয়ারটি ইন্সটল করলে Loader নামের আইকোনটির মত একটি আইকোন দেখতে পাবেন এবং সেটিকে অপেন করুন।
২য় পদক্ষেপ- এখন শেষে ২নম্বর অপশনটিতে যান যেটির নাম "signature "।
তারপর options এ ক্লিক করুন এবং আপনি এটির থেকে ৪টি অপশন পাবেন :
২য় অপশনটিতে ক্লিক করুন যেটির নাম " certificate tool"।
নিচের স্কিনশর্টটি দেখুন।
৩য় পদক্ষেপ- এটি আপনাকে আবার দুইটি অপশন দেখাবে
এখন সেখান থেকে ২য় অপশনটিতে ক্লিক করুন যেটার নাম "a button to download "। উপরের স্কিনশর্টটির মত।
৩য় পদক্ষেপ-এখন সার্টিফিকেট downloading শুরু হবে। উপরের স্কিনশর্টটির মত।
৪র্থ পদক্ষেপ- তারপর এটি আপনাকে ফাইলগুলি save করতে বলবে। এখন আপনি আপনার memory card কে দেখিয়ে দিন। উপরের স্কিনশর্টটির মত।
৫ম পদক্ষেপ- এখন আপনি ফাইল ম্যানেজার থেকে memory card ব্রাউজ করুন।
আপনি " my cert " নামের একটি ফোল্ডার পাবেন।
আপনার সার্টিফিকেট (.cer) এবং কি (.key) ফাইলগুলি এই ফোল্ডারটির ভিতরে পাবেন। উপরের স্কিনশর্টটি দেখুন।
১ম পদক্ষেপ ঃ এটি করার জন্য এখানে ক্লিক করুন (এটি ১২ ঘন্টারও বেশি সময় নিতে পারে)
উপরের দেয়া লিংকটিতে ক্লিক করলে একটি ওয়েবপেজ খুলবে এবং সেখানে নিচের স্কিনশর্টটির মত কতকগুলো অপশন দেখতে পাবেন।
বুঝতে সমস্যা হলে নিচের স্কিনশর্টটি থেকে ধারণা নিন।
২য় পদক্ষেপঃ ১২ ঘন্টা পর আবার এই ওয়েব সাইটে প্রবেশ করুন এবং উপরের স্কিনশর্টটির মত এখানে আবার আপনার IMEI নম্বর দিয়ে সাইডের কোডটি দিন এবং Submit বাটনে ক্লিক করুন।
এখন আপনার যদি ১২ ঘন্টা সময় অতিক্রম হয় অথবা সফলভাবে সার্টিফিকেট এবং কি ফাইল Applied হয় তাহলে নিচের স্কিনশর্টটির মত একটি কনফারমেশন মেসেজ পাবেন।
৩য় পদক্ষেপঃ এখন 证书 লেখাটিতে ক্লিক করলে আপনার Certificate এবং Key ফাইল দুইটি ডাউনলোড হবে যা একটি .rar ফাইলের ভিতর থাকবে।
রার ফাইলটি এক্সট্রাক্ট করে ফাইল দুইটি আপনার মোবাইলের যেকোন একটি ফোল্ডোরে সংরক্ষণ করুন। যা পরবর্তাতে সফট্ওয়ার সাইন করার ক্ষেত্রে লাগবে।
Screenshot 1
http://cer.opda.cn/en/. – এ যান এবং Register করে Login করুন।
Screenshot 2
login করার পর “Apply cer” এ ক্লিক করুন। উপরের “Screenshot 2″ দেখুন.
Screenshot 3
এখন যে ফরমটি দেখাবে সেটিকে পূরণ করুন “Screenshot 3″ এর মত করে. আপনার মোবাইলে *#06# চেপে আপনার IMEI নম্বরটি বের করুন এবং যথাস্থানে এটিকে লিখুন। এই application form – টি submit করার পর আপনাক ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে।
Screenshot 4
পরেরদিন আপনি লগিন করার পর উপরের স্কিনশর্টটির মত একটি উইনডো আসবে । এবং সেখান থেকে মার্ক করা অপশনগুলোতে ক্লিক করলে আপনার সার্টিফিকেট এবং কি ফাইল ডাউনলোড করা শুধু হবে।
নোট: উপরের ৩টি পদ্ধতির এই সার্টিফিকেটগুলি ৩ বছর পর expire হয়ে যাবে। তারপর আবার আপনাকে নতুন করে উপরের নিয়মে এগুলি সংগ্রহ করতে হবে।এতক্ষণ আমরা জনলাম কিভাবে আপনার সেটের সার্টিফিকেট এবং কি ফাইল ডাউনলোড করবেন।
প্রথমে নিচের লিংকটি থেকে সাইন করার সফট্ওয়ারটি ডাউনলোড করে মোবাইলে ইন্সটল করুন। এটি সাইন করতে হবে না কারণ এটি অলরেডি সাইন করাই আছে।
http://www.mediafire.com/download.php?88eelss9qm4vd9v (Nokia S60V5 এর জন্য)
http://www.mediafire.com/download.php?u38bom5wc3l05xp (Nokia S60V3 এর জন্য)
সফট্ওয়ারটি ইন্সটল করার পর চালু করুন তাহলে নিচের মত একটি উইনডো আসবেঃ
এখন Options এ ক্লিক করুন। তারপর Settings এর যান। নিচের স্কিনশর্টটির মত
এখন এখান থেকে Sign Cert অপশনে ক্লিক করে আপনার সংরক্ষিত সার্টিফিকেটটি দেখিয়ে দিন। নিচের স্কিনশর্টটির মত
ঠিক একইভাবে আবার Sign Key তে ক্লিক করে .key ফাইলটি দেখিয়ে দিন। নিচের স্কিনশর্টটির মত
এখন Back এ ক্লিক করে সফট্ওয়াটিতে ফিরে আসুন। নিচের স্কিনশর্টের মত
এবার Add Task -এ ক্লিক করুন। তাহলে আপনার ফাইল ম্যানেজার খুলবে এবং সেখান থেকে আপনি যে সফট্ওয়ারটি আপনার মোবাইলের জন্য সাইন করতে চান সেটাকে দেখিয়ে দিন। নিচের স্কিনশর্টগুলো দেখুন।
এখন আপনি যে ফাইলটি সাইন করতে চান সেটিকে উপরের স্কিনশর্টটির মত সিলেক্ট করে Options এ ক্লিক করুন।
তারপর Add এ ক্লিক করুন। উপরের স্কিনশর্টটির মত
তারপর Sign Sis এ ক্লিক করুন। উপরের স্কিনশর্টটির মত। (আর হ্যা আপনি Remove Sign অপশনটির সাহায্যে যেকোন সাইন করা সফট্ওয়ারকে আনসাইন করতে পারবেন। যেটা পরবর্তিতে অন্যজন তার IMEI দিয়ে উপরের নিয়মে সাইন করতে পারবে)
উপরের মত একটি উইনডো আসবে। তারপর Options এ ক্লিক করে Go তে ক্লিক করুন। নিচের স্কিনশর্টটি দেখুন।
"Progress" শুধু হবে। উপরের স্কিনশর্টটির মত।
এখন আপনি যে ফোল্ডার থেকে সফট্ওয়ারটি সাইন করার জন্য দেখিয়ে দিয়েছিলেন সেখানে File Manager এর মাধ্যমে যান। আপনি ওই ফোল্ডারটির ভিতরে একই নামের দুইটি ফাইল দেখতে পাবেন। তারমধ্যে একটির নামের শেষে _Signed লেখা থাকবে। নিচের স্কিনশর্টটি দেখুন।
এখন যেই ফাইলটির নামের শেষে _Signed লেখা আছে সেটা ইন্সটল করুন। আশা করি আর কোন সমস্যা হবে না।
নিচের লিংকগুলি থেকে ফাইল দুইটি ডাউনলোড করে নিনঃ
http://www.mediafire.com/download.php?kusc1zhns3d7dn4 (Sign Tool)
http://www.mediafire.com/?ao6qu3g2u1b71xi (Sign sis)
এটি রান করার জন্য আপনার কম্পিউটারে .NET Firmwork 3.0 থাকতে হবে নতুবা এটি আপনার কম্পিউটারে রান হবে না।
Windows 7 ও Vista তে লাগবে না কারন এগুলিতে তৈরীকৃত ভাবেই দেয়া থাকে 🙂 ।
শুধুমাত্র Windows XP এর জন্য .NET Firmwork 3.0 ডাউনলোড করুন এখান থেকে ।
এবারে আপনি আপনার হার্ডিক্সের কোন এক ড্রাইভে Signing Tools নামের ফোল্ডার তৈরী করুন এবং উপরের যে দুইটি ফাইল ডাউনলোড করতে বলেছিলাম সেই দুইটি ফাইল ডাউনলোড করে ওই ফোল্ডারের ভিতরে রাখুন । এমনি ভাবে এতক্ষন কষ্ট করার পর আপনি যে সার্টিফিকেট এবং কি ফাইল হাছিল করেছেন সেগুলোকেও ওই ফোল্ডারের মধ্যে রাখুন। এখন নিচের কাজগুলি মনোযোগ দিয়ে করুন।
"Signing Tools" ফোল্ডার থেকে Sign Tool.exe ফাইলটি অপেন করুন।
উপরের মত একটি উইনডো আসবে এবং তারপর মার্ক করা স্থানে ক্লিক করে আপনার তৈরীকৃত “Signing Tools” ফোল্ডার থেকে Signsis.exe ফাইনটি দেখিয়ে দিন।
এরপর উপরের মার্ককরা স্থানটিতে ক্লিক করে “Signing Tools” ফোল্ডার থেকে আপনার সার্টিফিকেট অর্থাৎ .cer এক্সটেনশনের ফাইলটি দেখিয়ে দিন।
এরপর উপরের মার্ককরা স্থানটিতে ক্লিক করে “Signing Tools” ফোল্ডার থেকে আপনার কি ফাইল অর্থাৎ .key এক্সটেনশনের ফাইলটি দেখিয়ে দিন।
এরপর উপরের মার্ককরা স্থানটিতে ক্লিক করে আপনি যে সফট্ওয়ারটি সাইন করতে চান সেটি দেখিয়ে দিন।
এরপর উপরের মার্ককরা স্থানটিতে ক্লিক করে আপনি সফট্ওয়ারটির যেকোন নাম দিন এবং যে জায়গায় সাইন করা সফট্ওয়ারটি সেভ করবেন তা দেখিয়ে দিন।
সব ঠিকঠাকমত দেখিয়ে দিলে উইনডোটি উপরের মত রূপ নেবে।
এবার সবশেষে !Sign it!(S) বাটনে ক্লিক করুন।
উপরের মত কনফারমেশন মেসেজ আসবে Ok দিন।
এখন আপনি যে জায়গায় ফাইলটি সেভ করার জন্য লোকেশন দেখিয়ে দিয়েছিলেন সেখানে গিয়ে দেখুন একটা ফাইল তৈরী হয়ে গেছে। এখন ওই ফাইলটি আপনার সেটে ইন্সটল করুন। ব্যাস কাজ শেষ।
আমার আগের করা টিউনগুলি দেখতে চাইলে উপরে “আমার টিউনার পাতা” তে ক্লিক করতে পারেন।
আর আমার নতুন নতুন সব লেখা গুলি মিস না করতে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। এর জন্য উপরে “আমার টিউন আর,এস,এস -এ ক্লিক করুন। আমার টিউন পৌছে যাবে আপনার ই-মেইল-এ।
মোবাইল বিষয়ক যেকোন সমস্যায় আমাকে ফেসবুকে নক করতে পারেন- http://facebook.com/crazzzzzzyboy
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
স্ক্রোল করতেই আমার অবস্থা, তাহলে লিখতে সাজাতে কত কষ্ট হয়েছে? নয় ঘন্টা? খাইছে রে………….
ধন্যবাদ…..এর বেশি কিছু তো আমার দেবার নেই……..তবে হ্যা… ভারচুয়াল ঈদ মোবারক…….
আমার পক্ষ থেকে ভারচুয়ালি নকিয়া সি-০৬-০১ সেট টা গিফট (!) 🙂