হুয়েই অনার প্লে ৫এক্স আসছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে।

হুয়েই এর কাছ থেকে গ্রাহকবৃন্দ বেশ কিছু দিন থেকেই তাদের অনার লাইনের নতুন ফোন প্রত্যাশা করছিল। কোম্পানিটি গ্রাহকদের নিরাশ করে নি। সম্প্রতি তারা নতুন স্মার্টফোন অনার প্লে ৫এক্স এর ঘোষণা দিয়েছে। ক্রেতা সাধারণ ফোনটি বাজারে দেখতে পাবেন এনজয় ৫ নামে। এটি চালাবে মিডিয়াটেক এমটি ৬৭৩৫ চিপসেট। সাথে থাকবে কোয়াড-কোর সিপিইউ এবং ৫ইঞ্চির এইচডি ডিসপ্লে।

হুয়েই অনার প্লে ৫এক্স
এই হ্যান্ডসেটে আছে ২ গিগাবাইট র‌্যাম এবং ১৬ গিগাবা এমন আভ্যন্তরীণ মেমোরী। এতে থাকবে শক্তিশালী ৪০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারী। যথারীতি এনজয় ৫-এও থাকছে ২টি ক্যামেরা। পেছনের ক্যামেরাটি হবে ১৩ মেগাপিক্সেল এবং সামনের সেলফি শ্যুটারটি ৫ মেগাপিক্সেল। ডুয়েল-সিম ব্যবহারের সুযোগ থাকবে এই সেটে, আরও থাকছে ৪জি এলটিই সংযোগ এবং অ্যানড্রয়েড ৫.১ ললিপপ-ভিত্তিক ইএমইউআই ৩.০।

১৪৩.১ * ৭১.৮ * ৯.৭ মিমি আকৃতির এনজয় ৫ এর ওজন ১৬০ গ্রাম। এত সব বৈশিষ্ট্যধারী ফোনটি নিজের জন্যে বেছে নিতে চাইলে ক্রেতাকে গুনে গুনে দিতে হবে ১৫৮ ডলার।

উল্লেখ্য ইন্ডিয়ার বাজারে চাইনীজ কোম্পানি অনার ৭ স্মার্টফোন আনার ঘোষণা দেয়ার মাত্র কয়েকদিন পরেই এলো হুয়েই এর এনজয় ৫ আসার ঘোষণা।

 

হুয়েই এর কাছ থেকে গ্রাহকবৃন্দ বেশ কিছু দিন থেকেই তাদের অনার লাইনের নতুন ফোন প্রত্যাশা করছিল। কোম্পানিটি গ্রাহকদের নিরাশ করে নি। সম্প্রতি তারা নতুন স্মার্টফোন অনার প্লে ৫এক্স এর ঘোষণা দিয়েছে। ক্রেতা সাধারণ ফোনটি বাজারে দেখতে পাবেন এনজয় ৫ নামে। এটি চালাবে মিডিয়াটেক এমটি ৬৭৩৫ চিপসেট। সাথে থাকবে কোয়াড-কোর সিপিইউ এবং ৫ইঞ্চির এইচডি ডিসপ্লে।

এই হ্যান্ডসেটে আছে ২ গিগাবাইট র‌্যাম এবং ১৬ গিগাবা এমন আভ্যন্তরীণ মেমোরী। এতে থাকবে শক্তিশালী ৪০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারী। যথারীতি এনজয় ৫-এও থাকছে ২টি ক্যামেরা। পেছনের ক্যামেরাটি হবে ১৩ মেগাপিক্সেল এবং সামনের সেলফি শ্যুটারটি ৫ মেগাপিক্সেল। ডুয়েল-সিম ব্যবহারের সুযোগ থাকবে এই সেটে, আরও থাকছে ৪জি এলটিই সংযোগ এবং অ্যানড্রয়েড ৫.১ ললিপপ-ভিত্তিক ইএমইউআই ৩.০।

১৪৩.১ * ৭১.৮ * ৯.৭ মিমি আকৃতির এনজয় ৫ এর ওজন ১৬০ গ্রাম। এত সব বৈশিষ্ট্যধারী ফোনটি নিজের জন্যে বেছে নিতে চাইলে ক্রেতাকে গুনে গুনে দিতে হবে ১৫৮ ডলার।

উল্লেখ্য ইন্ডিয়ার বাজারে চাইনীজ কোম্পানি অনার ৭ স্মার্টফোন আনার ঘোষণা দেয়ার মাত্র কয়েকদিন পরেই এলো হুয়েই এর এনজয় ৫ আসার ঘোষণা।

 

Level 0

আমি কেকে মতি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ati ki amader deshe available?
ar pricekoto?