পরম করুনাময় মহান আল্লাহর নামে শুরু করছি, আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভালোই আছেন আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালোই আছি। বর্তমান সময়ে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ব্যাংকিং সেবা জনগনের দোরগোড়ায় পৌছে গেছে।
তাই আজ আমি আপনাদের জানাবো কিভাবে ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিদেশ থেকে টাকা বাংলাদেশে পাঠানো যায়। এই জন্য আপনার দরকার একটি Aprove হওয়া ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিং একাউন্ট এবং যে দেশ থেকে টাকা আসবে, সেদেশে ডাচ্ বাংলা ব্যাক মনোনিত এক্সচেঞ্জ হাউজ্।
বিদেশ থেকে টাকা আনার প্রক্রিয়াঃ
1. যে ব্যক্তি বিদেশ থেকে মোবাইল ব্যাংকিং একাউন্টে টাকা পাঠাবে, সে ব্যক্তি বিদেশে অবস্থিত প্রেরক ডাচ্ বাংলা ব্যাকের মনোনীত একচেঞ্জ হাউজে উপস্থিত হয়ে গ্রাহকের 12 ডিজিটের মোবাইল ব্যাংকিং একউন্ট নম্বর, একাউন্ট হোল্ডারের নাম, ব্যাংকের নাম (এক্ষেত্রে ডাচ্ বাংলা ব্যাংক) উল্লেখ করে একচেঞ্জ হাউজে টাকা জমা দিবেন।
2.টাকা গ্রাহকের মোবাইল ব্যাংকিং একাউন্টে সরাসরি জমা হবে এবং গ্রাহক তাৎক্ষনিক এস এম এস এর মাধ্যমে তা জানতে পারবেন।
3.গ্রাহক নিকটবর্তী ATM, মনোনীত এজেন্ট পয়েন্ট অথবা DBBL এর যেকোন শাখা থেকে টাকা উত্তোলন করতে পারবেন।
DBBL মনোনীত একচেঞ্জ হাউজ সমূহঃ
Sl | Name Of Exchange House | Sending Country |
1 | Al Ahalia Money Exchange Bureau, U.A.E | U.A.E |
2 | Uae Exchange Center L.L.C., U.A.E | Global |
3 | Xpress Money Financial Service | Global |
4 | Kuwait Asian Int’l Exchange Co. W.L.L, Kuwait | Kuwait |
5 | Dollarco Exchange Co Ltd., Kuwait | Kuwait |
6 | East Bengal Exchange Inc., Canada | Canada |
7 | Prabhu Money Transfer, U.S.A | Global |
8 | Western Union Money Transfer, U.S.A | Global |
9 | Wall Street Finance L.L.C., U.S.A | U.S.A |
10 | Choice Money Transfer, U.S.A | Global |
11 | Habib Exchange Company LLC, U.A.E | U.A.E |
12 | Al Zaman Exchange WLL, Qatar | Qatar |
13 | Zenj Exchange Co. Bahrain | Global |
14 | Al Ansari Exchange LLC, U.A.E | Global |
15 | Al Jadeed Exchange LLC, Oman | Oman |
16 | U.S Money Express Co, USA | U.S.A |
17 | Lari Exchange Co., Qatar | Qatar |
18 | Asia Express Exchange Co. LLC, Oman | Oman |
19 | Lulu Internatinal Exchange LLC, UAE | U.A.E |
20 | Trans-Fast Remittance LLC, USA | Global |
21 | Orient Exchange Company LLC, UAE | U.A.E |
22 | SBX Money Pty Ltd, Australia | Australia |
23 | Wall Street Exchange Center LLC, UAE | U.A.E |
24 | Instsnt Cash FZE | Global |
25 | Standard Express USA | U.S.A |
26 | Placid Express USA | Global |
27 | IME Remit, Inc, USA | U.S.A |
28 | Aussie Forex & Finance Pty. Ltd, Australia | Australia |
29 | Bank Al Bilad, KSA | Saudi Arabia |
30 | Emirates India International Exchange LPC, UAE | U.A.E |
31 | Prabhu Money Transfer, Sdn. Bhd, Malaysia | Malaysia |
32 | NEC Money Transfer Entidad De Pago S.A, Spain | Europ |
33 | Merchantrade Asia Sdn Bhd, Malaysia | Global |
34 | IME (M) Sdn Bhd, Malaysia | Global |
35 | Bahrain Exchange Company WLL, Kuwait | Kuwait |
36 | Alfalah Exchange Company, UAE | U.A.E |
37 | Unidos Co. Ltd. Kyodai Remittance. Japan | Japan |
38 | NBL Money Transfer Sdn Bhd, Malaysia | Malaysia |
39 | EXIM Exchange Company (Canada) Ltd, Canada | Canada |
40 | Global Money Remittance Pte Ltd, Singapore | Singapore |
আশাকরি আপনাদের কাজে লাগবে এবং বুঝতে কোন সমস্যা হলে বা কোন কিছু জানার থাকলে অবশ্যই টিউমেন্ট করবেন।
ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে আগামী টিউনে।
আমি সাব্বির ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 119 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
1000 e koto katbe