মোবাইলের কিছু ভয়ংকর ভাইরাস এবং সমাধান

মোবাইলে ভাইরাসের ইতিহাস বেশি দূরের নয় ।আজকে আমি আপনাদেরকে মোবাইলের কিছু ভাইরাসের সাথে পরিচয় করাব যেগুলো আপনার সাধের মোবাইলকে চিরতরে নষ্ট করে দিতে পারে। তাই সাবধান থাকুন

COMMWARRIOR

এই ভাইরাসটি ২০০৫ সালের জানুয়ারিতে প্রথম প্রকাশিত হয় ।এটি মূলত MMS এবং BLUETOOTH এর মাধ্যমে ছড়ায়।কোন মোবাইল আক্রান্ত হওয়ার সাথে সাথে এটি অন্যান্য মোবাইলে ছড়াতে থাকে.অন্যান্য মোবাইলে এমএমএস প্রেরণ করতে থাকে।অনেক ব্যবহারকারি কিছুই বুঝতে পারেনা।এই ভাইরাসে আক্রান্ত হলে anti commwarrior সফটওয়্যারটি এখান হতে ডাউনলোড করে দেখুন না হলে f-secure এন্টিভাইরাসটি ডাউনলোড করুন

SKULLS

এই ভাইরাসটি প্রথম প্রকাশিত হয় ২০০৪ সালের ১৯শে নভেম্বর ।এটি মুলত একটি ট্রোজন।এই ভাইরাসটি ছড়ায় মূলত ফোন কলের মাধ্যমে।এই ভাইরাসটি খুবই ভয়ংকর আক্রান্ত হলে ফোনের সকল মেনু কংকালের রুপ নেয়।আক্রান্ত ফোন দিয়ে কোন কিছুই করা যায়না।আক্রান্ত ফোন কখনো রিস্টার্ট করবেন না।
আপনার মোবাইলে যদি ফাইল ম্যানাজার থাকে তাহলে
C:\system\app\appinst
C:\system\app\menu
C:\system\apps\mce
এই ফাইলগুলি ডিলিট করুন তাহলে ভাইরাস চলে যাবে

CABIR

এটি প্রথম প্রকাশিত হয় ১৫ই জানুয়ারি ২০০৪ ।এটি শুধুমাএ ব্লুটুথ এর মাধ্যমে ছড়ায়তাই ব্লুটুথ সম্পন্ন মোবাইলে এই ভাইরাস ছড়ায়।এটি প্রথমে ব্লুটুথের মাধ্যমে cribe.sys নামে মেসেজ এ সেভ হয়।এটি ইন্সটল করলেই বিপদ ।ইন্সটল হওয়া মাত্ত এটি অন্যান্য মোবাইলে এটি ছড়ানোর জন্য ব্যস্ত হয়ে উঠে।আপনি যদি ব্লুটুথ অফ করে রাখেন তবুও এটি নিজে নিজে ব্লুটুথ অন করে অন্যান্য মোবাইলে ছড়াবে।

LOCKNUT

এই ভাইরাসটি অত্যন্ত ক্ষতিকর ভাইরাস।অনেক ক্ষেত্তে মোবাইল চিরতরে নষ্ট হয়ে যেতে পারে।এই ভাইরাসটি প্রথম প্রকাশিত হয় ২০০৫ সালের মার্চ মাসে ।এই ভাইরাসটি আক্রান্ত হলে মোবাইলের রম মেমরি ক্রাশ করে ।

FONTAL

kill saddam by oid500.sis নামের এই ভাইরাসটি প্রথম প্রকাশিত হয় ২০০৫ সালে ।এই ভাইরাসে আক্ষান্ত ফোন রিস্টার্ট করা যায়না কারণ এটি বাধা দেয়।তাই আক্রান্ত ফোন রিস্টার্ট করা যাবেনা তাহলে এটি চিরতরে নষ্ট হয়ে যেতে পারে।এটি মূলত ব্লুটুখের মাধ্যমে ছড়ায় ।

সমাধান

এইসব ভয়ংকর ভাইরাস হতে বাচতে বা আপনার মোবাইল আক্রান্ত হলে f-secure এন্টিভাইরাসটি এখান হতে ডাউনলোড করে মোবাইলে নিতে পারেন বা আপনার মোবাইল হতে http://www.mobile.f-secure.com হতে ডাউনলোড করতে পারেন।

উপরের ভাইরাস গুলো বেশিরভাগ ক্ষেত্তে নোকিয়া স্মার্ট ফোন গুলোতে বেশি ছড়ায়।তাইসাবধান থাকুন এবং বুঝেশুনে ফাইল ইন্সটল করুন।আশা করি আপনাদের উপকার হবে

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

java supported phone gulo te ki ai sob virus attack kore?

অবশ্যই

জোস্ ……. তথ্যের জন্য ধন্যবাদ ।