Teletalk নিয়ে এলো ‘একুশ’

আসসালামু আলাইকুম। আমি আসলে একজন পাঠক। এই ব্লগ থেকে প্রতিনিয়তই কিছু শিখছি ও পাচ্ছি। তাই এই ব্লগ কে কিছু দেওয়ার জন্য অনেকদিন ধরেই সুপ্ত ইচ্ছে ছিল মনে। আমার প্রথম টিউনে তার সামান্যই পূরণ হল। এবার আসল বিষয়ে আসি।

ব্রাউজিং, চ্যাটিং, আড্ডা, কথা- এই সবকিছুর কথা মাথায় নিয়ে টেলিটক নিয়ে এলো দেশের সবচেয়ে সাশ্রয়ী প্যাকেজ “একুশ”। এটি মূলত একটি Pre-Paid প্যাকেজ। ২১ মানেই তারুণ্য, নিয়ম না মানা, বন্ধুত্ব, অবারিত প্রানের জোয়ার, বাধা জয় করা... ইত্যাদি ইত্যাদি। আর তাই দেশের তরুন সমাজকে লক্ষ্য রেখেই সাজানো হয়েছে এই প্যাকেজ।

কলরেটঃ

সকাল ৮ টা থেকে রাত ১২ টাঃ যে কোন অপারেটরে ০.৬০/৩০ সেকেন্ড।

রাত ১২ টা থেকে সকাল ৮ টাঃ অননেট ০.২৫/মিনিট ও অফনেট ০.৬৫/মিনিট।

FNF:

*৯ টি FNF.
অননেটঃ ০.২৫/মিনিট- ২৪ ঘণ্টা।

অফনেটঃ ০.৬৫/মিনিট- ২৪ ঘণ্টা।

*** বলাবাহুল্য টেলিটকই দেশের একমাত্র অপারেটর যার মাধ্যমে T&T নম্বরও FNF করা যায়।

SMS:

*ফ্রী ৩০০ SMS/মাস।

দেশে- ০.৫০ টাকা।

বিদেশে- ২.০০ টাকা।

ইন্টারনেট প্যাকেজঃ

১। Pay Per Use: ৪ কিলোবাইট/ ১ পয়সা।

২। Daily: ১০ মেগাবাইট/ ৮ টাকা।

৩। Monthly: ১ গিগাবাইট/ ২৫০ টাকা।

FNF করার নিয়মঃ

Message অপশনে গিয়ে নীচের মত লিখে 363 তে SMS করতে হবে।

Add 01552XXXXXX  01552XXXXXX  01670XXXXXX  01718XXXXXX  01820XXXXXX  01921XXXXXX  01199XXXXXX  02980XXXX  01556XXXXXX

*T&T নম্বর FNF করতে Area Code সহ লিখতে হবে এবং FNF নম্বর দেখতে SEE ও মুছে ফেলতে DEL লিখে 363 নম্বরে SMS করতে হবে।

GPRS/EDGE সার্ভিসঃ

এই সার্ভিসের জন্য প্রথমে REG লিখে 111 নম্বরে SMS করে Registared হতে হবে।

হ্যান্ডসেট Configaration:

APN: wap    IP: 192.168.145.101    Port: 9201

*IP ও Port সকল হ্যান্ডসেটের জন্য প্রযোজ্য নয়।

মাইগ্রেশনঃ

একুশঃ 21 লিখে 555 নম্বরে SMS করুন।

বিজয়ঃ Bij লিখে 555 নম্বরে SMS করুন।

স্বাধীনঃ Sha লিখে 555 নম্বরে SMS করুন।

স্বাধীন-৬৬: 66 লিখে 555 নম্বরে SMS করুন।

PCO: Pco লিখে 555 নম্বরে SMS করুন।

স্ট্যান্ডার্ডঃ Nor লিখে 555 নম্বরে SMS করুন।

টেলিটক SIM ব্যাবহারে সতর্কতাঃ

১। Call-Drop সবচেয়ে বেশী

২। সবচেয়ে বাজে নেটওয়ার্ক

৩। Customer Care Service এ সেবার চেয়ে ভোগান্তি বেশী।

আশা করি আমার প্রথম টিউনে আপনাদের মন্তব্য, পরামর্শ ও সমালোচনা পাবো, যা আমাকে ভবিষ্যতে টিউন করতে অনুপ্রেরণা জোগাবে। ধন্যবাদ।

Facebook-এ আমাকে পেতে পারেনঃ facebook.com/aputhegreat

Level 0

আমি রাকিবুল হাসান অপু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

....a simple boy of a rich heart.... Who always trust people, want to be connected with people, wants to hear from people and love people.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস