বাংলালিংক দিচ্ছে বাজারে সবচেয়ে কম দামের স্মার্টফোন, মাত্র ৫,৪০০ টাকায় মাত্র।দারুণ এই স্মার্টফোনে আছে, Windows 8.1 অপারেটিং সিস্টেম, Qualcomm Snapdragon প্রসেসর, ৫ MP (ব্যাক) ক্যামেরা, ০.৩ MP (ফ্রন্ট) ক্যামেরা, ১GB RAM-সহ আরো ফাটাফাটি সব ফিচার। কিনলেই পাচ্ছেন ৫,৪০০ টাকা সমমূল্যের বাংলালিংক বোনাস বান্ডেল।
আপনার নিকটস্থ বাংলালিংক পয়েন্ট থেকে আজই আপনার aamra A10b স্মার্টফোন সংগ্রহ করুন।
বিবরণঃ
- Qualcomm Snapdragon প্রসেসর
- অপারেটিং সিস্টেমঃ Windows 8.1
- 4″ HVGA ডিসপ্লে
- 5 MP (ব্যাক) ক্যামেরা
- 0.3 MP (ফ্রন্ট) ক্যামেরা
- 1420 mAh ব্যাটারী
- 1GB RAM, 8GB ROM
- ডুয়াল সিম (মাইক্রো)
অফার বিস্তারিতঃ
- বাংলালিংক aamra A10b স্মার্টফোন মাত্র ৫,৪০০ টাকা। সাথে পাচ্ছো ৫,৪০০ টাকা সমমূল্যের বাংলালিংক বোনাস বান্ডেল
- এই অফারটি যে কোন বাংলালিংক নতুন সংযোগ, বর্তমানে ব্যবহৃত প্রিপেইড গ্রাহক, Call & Control টিউনপেইড গ্রাহকগণদের জন্য প্রযোজ্য
- বোনাস বান্ডেল পেতে গ্রাহককে ‘Windows’ লিখে ৪৩২১ নাম্বারে পাঠাতে হবে
- প্রথম ৫০০ জন প্রি-বুকারদের জন্য একটি ব্যাকপ্যাক ও একটি মগ ফ্রি
- বাংলালিংক বান্ডেল ৬ মাসের সমান কিস্তিতে পাওয়া যাবে। প্রতি মাসে উপযুক্ত গ্রাহকের কাছে ২০০টি SMS (যে কোন বাংলালিংক নাম্বারে), ২GB সবচাইতে ফাস্ট বাংলালিংক 3G ইন্টারনেট, ১০০ মিনিট টক-টাইম (যে কোন বাংলালিংক নাম্বারে), ১০০ মিনিট টক-টাইম (অন্য অপারেটরে) পৌঁছে যাবে। প্রতিটি কিস্তির মেয়াদ ৩০ দিন
- বোনাস উপভোগ করার জন্য এই স্মার্টফোনের সাথে বাংলালিংক সিম ব্যবহার করতে হবে
- সর্বোচ্চ ৯৬ ঘণ্টার মধ্যে উপযুক্ত গ্রাহকের কাছে বোনাস পৌঁছে যাবে
- সকল বাংলালিংক পয়েন্ট, বাংলালিংক কাস্টমার কেয়ার সেন্টার এবং বাংলালিংক ডিভাইস রিটেইল আউটলেটগুলোতে এই স্মার্টফোনটি পাওয়া যাবে
- বোনাস চেক করতে প্রিপেইড গ্রাহকগণ ডায়াল করো *১২৪*৫# এবং টিউনপেইড গ্রাহকগণ ‘W’ লিখে 121 নাম্বারে ফ্রি SMS পাঠিয়ে দাও
- 3G স্পীড পেতে ডায়াল *৫০০০*৫৪৫#
- 3G স্পীড উপভোগ করতে গ্রাহককে 3G কাভারেজের মধ্যে থাকতে হবে। অন্যথায় গ্রাহক 2G স্পীড উপভোগ করবে
- বোনাস শেষ হয়ে যাওয়ার পর পরবর্তী ইন্টারনেট প্যাক ক্রয়ের পূর্বে অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ০.০১৫ টাকা/কিলোবাইট হারে চার্জ (১৫% ভ্যাট এবং ৩% সম্পূরক চার্জ) প্রযোজ্য হবে
- স্মার্টফোনের ওয়ারেন্টি এবং বিক্রয় পরবর্তী সেবা শুধু Aamra প্রদান করবে
- এই অফারটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য
বিঃদ্রঃ পুরো লেখাটিই বাংলালিংক এর সাইট থেকে কপি -পেস্ট করা। ভালো থাকবেন।
উইন্ডোজ ফোন আমি কখনও ব্যবহার করিনি তাই কোন অভিজ্ঞতা নাই। তবে আমি শুনেছি যে android kitkat os নাকি চার্জ তুলনামুলক বেশি খায়।