বাংলালিংক দিচ্ছে ৫,৪০০ টাকায় উইন্ডোজ ফোন + ৫,৪০০ টাকার বান্ডেল অফার

বাংলালিংক দিচ্ছে বাজারে সবচেয়ে কম দামের স্মার্টফোন, মাত্র ৫,৪০০ টাকায় মাত্র।দারুণ এই স্মার্টফোনে আছে, Windows 8.1 অপারেটিং সিস্টেম, Qualcomm Snapdragon প্রসেসর, ৫ MP (ব্যাক) ক্যামেরা, ০.৩ MP (ফ্রন্ট) ক্যামেরা, ১GB RAM-সহ আরো ফাটাফাটি সব ফিচার। কিনলেই পাচ্ছেন ৫,৪০০ টাকা সমমূল্যের বাংলালিংক বোনাস বান্ডেল।

আপনার নিকটস্থ বাংলালিংক পয়েন্ট থেকে আজই আপনার aamra A10b স্মার্টফোন সংগ্রহ করুন।

বিবরণঃ

  • Qualcomm Snapdragon প্রসেসর
  • অপারেটিং সিস্টেমঃ Windows 8.1
  • 4″ HVGA ডিসপ্লে
  • 5 MP (ব্যাক) ক্যামেরা
  • 0.3 MP (ফ্রন্ট) ক্যামেরা
  • 1420 mAh ব্যাটারী
  • 1GB RAM, 8GB ROM
  • ডুয়াল সিম (মাইক্রো)

অফার বিস্তারিতঃ

  • বাংলালিংক aamra A10b স্মার্টফোন মাত্র ৫,৪০০ টাকা। সাথে পাচ্ছো ৫,৪০০ টাকা সমমূল্যের বাংলালিংক বোনাস বান্ডেল
  • এই অফারটি যে কোন বাংলালিংক নতুন সংযোগ, বর্তমানে ব্যবহৃত প্রিপেইড গ্রাহক, Call & Control টিউনপেইড গ্রাহকগণদের জন্য প্রযোজ্য
  • বোনাস বান্ডেল পেতে গ্রাহককে ‘Windows’ লিখে ৪৩২১ নাম্বারে পাঠাতে হবে
  • প্রথম ৫০০ জন প্রি-বুকারদের জন্য একটি ব্যাকপ্যাক ও একটি মগ ফ্রি
  • বাংলালিংক বান্ডেল ৬ মাসের সমান কিস্তিতে পাওয়া যাবে। প্রতি মাসে উপযুক্ত গ্রাহকের কাছে ২০০টি SMS (যে কোন বাংলালিংক নাম্বারে), ২GB সবচাইতে ফাস্ট বাংলালিংক 3G ইন্টারনেট, ১০০ মিনিট টক-টাইম (যে কোন বাংলালিংক নাম্বারে), ১০০ মিনিট টক-টাইম (অন্য অপারেটরে) পৌঁছে যাবে। প্রতিটি কিস্তির মেয়াদ ৩০ দিন
  • বোনাস উপভোগ করার জন্য এই স্মার্টফোনের সাথে বাংলালিংক সিম ব্যবহার করতে হবে
  • সর্বোচ্চ ৯৬ ঘণ্টার মধ্যে উপযুক্ত গ্রাহকের কাছে বোনাস পৌঁছে যাবে
  • সকল বাংলালিংক পয়েন্ট, বাংলালিংক কাস্টমার কেয়ার সেন্টার এবং বাংলালিংক ডিভাইস রিটেইল আউটলেটগুলোতে এই স্মার্টফোনটি পাওয়া যাবে
  • বোনাস চেক করতে প্রিপেইড গ্রাহকগণ ডায়াল করো *১২৪*৫# এবং টিউনপেইড গ্রাহকগণ ‘W’ লিখে 121 নাম্বারে ফ্রি SMS পাঠিয়ে দাও
  • 3G স্পীড পেতে ডায়াল *৫০০০*৫৪৫#
  • 3G স্পীড উপভোগ করতে গ্রাহককে 3G কাভারেজের মধ্যে থাকতে হবে। অন্যথায় গ্রাহক 2G স্পীড উপভোগ করবে
  • বোনাস শেষ হয়ে যাওয়ার পর পরবর্তী ইন্টারনেট প্যাক ক্রয়ের পূর্বে অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ০.০১৫ টাকা/কিলোবাইট হারে চার্জ (১৫% ভ্যাট এবং ৩% সম্পূরক চার্জ) প্রযোজ্য হবে
  • স্মার্টফোনের ওয়ারেন্টি এবং বিক্রয় পরবর্তী সেবা শুধু Aamra প্রদান করবে
  • এই অফারটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য

বিঃদ্রঃ পুরো লেখাটিই বাংলালিংক এর সাইট থেকে কপি -পেস্ট করা। ভালো থাকবেন।

Level 0

আমি শেখ রাশেদুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 226 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ মরে গেলে পচে যায়, বেচে থাকলে বদলায়। কারনে - অকারনে বদলায়। ---------------------------- আমি ও বদলাতে চাই। কিন্তু সবার ভালবাসায়, ভালভাবে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

উইন্ডোজ ফোন আমি কখনও ব্যবহার করিনি তাই কোন অভিজ্ঞতা নাই। তবে আমি শুনেছি যে android kitkat os নাকি চার্জ তুলনামুলক বেশি খায়।

    কিটক্যাটের তুলনায় ললিপপ আরো বেশী চার্জ খায়, জেলী বীন ই ভাল। আর উইন্ডোজ ফোন এন্ড্রয়েডের ধারে কাছে নাই, লুমিয়া ৪৩০ আছে, কথাই বলি শুধু, পরে ৩২০০ টাকা দিয়ে ওয়াল্টন সি৪ কিনছি এন্ড্রয়েডের জন্য।

      Level New

      হুম এন্ড্রয়েড অনেক আগাইয়া গেছে। এটা ফ্রী তা ছাড়া এন্ড্রয়েডের অ্যাপ হাজার হাজার।

উন্ডোজ ফোন এখন অনেক এগিয়ে গেছে। আস্তে আস্তে অনেক অ্যাপ আসতেছে। শুনছি win 10 ক্রস প্লাটফর্ম সাপোর্ট করে।

HUMMMM