বিশ্বখ্যাত ভোডাফোন জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের এনরয়েড অপারেটিং সিস্টেমকে ভিত্তি করে নতুন ধরনের মোবাইল ফোন বাজারে ছাড়তে যাচ্ছে।গুগলের দ্বিতীয় এই ফোনটি (গুগলের প্রথম জি-ওয়ান নামের ফোনটি নিয়ে আমিনুলের টিউনটি পড়ুন এখানে )`গুগল ফোন` নামে পরিচিত
ফোনটি বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে উন্মেচন করা হয়। টাচস্ক্রিনের এইচটিসি ম্যাজিক ফোনটির বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে 3 দশমিক 2 মেগাপিক্সেল ক্যামেরা,ওয়াই ফাই, জিপিএস।বাইরের দিকে এর কোনো কিবোর্ড নেই।
অপারেটিং সিস্টেম এনরয়েডভিত্তিক দ্বিতীয় `গুগল ফোন`যুক্তরাজ্য,জার্মানি,স্পেন,ফ্রান্স ও ইতালিতে শিগগিরই বাজারজাত করতে যাচ্ছে ভোডাফোন।মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের আশা অদূর ভবিষ্যতে আরো প্রতিষ্ঠান এনরয়েডভিত্তিক ফোন তৈরি ও বাজারজাতকরণে উদ্যোগী হবে।
আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........