আপনি ইচ্ছা করলেই আপনার বা যে কোন ইনটারনেট supportable মোবাইলে ইনটারনেট configuration দিয়ে ইনটারনেট চালু করতে পারবেন । প্রথমে , http://www.mobilethink.com/grameenphone এই ওয়েব সাইটে প্রবেশ করুন। তারপর vendor এ আপনার মোবাইল এর নাম বা ব্র্যন্ড নির্বাচন করুন যেমন : নোকিয়া হলে nokia । model: আপনার মোবাইলের মডেল নম্বর নির্বাচন করুন যেমন : n70. setting type: আপনি যে সেটিং সেট করতে চান তা নির্বাচন করুন যেমন: GP-WAP বা GP-INTERNET... mobile no: এখানে আগে থেকেই 017 দেওয়া আছে নম্বর বক্সে 017 এর পরবর্তি নম্বর গুলো টাইপ করুন। send চাপুন। তারপর যে নম্বর এ সেটিং পাঠাবেন ঔ মোবাইল নম্বর এ একটি মেসেজ যাবে। মেসেজ এ একটি authication code যাবে। তার পর ঔ authication code টি 017*******বক্সের এর নিচের বক্সে টাইপ করে send চাপুন। তারপর মোবাইলে সেটিং আসবে মেসেজ টি সেভ করুন পিন নম্বর চাইলে 1234 দিয়ে সেভ করুন।
আমি মোশাররফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
১০ম শ্রেনী তে পড়ছি......ইন্টারনেট, ওয়েবসাইট বানানো, বিভিন্ন সফটওয়ার নিয়ে কাজ করতে পছন্দ করি।
ভাল টিউন। কিন্তু প্রশ্ন হচ্ছে গ্রামীনফোনের P1, P2,P3 প্যাকেজ সিলেক্ট করব কিভাবে?
@kiron
click the link which you have posted on your comment rather than clicking the link that of the tuner’s.
ধন্যবাদ। এখন থেকে ইন্টারনেট চালুর জন্য আর ম্যাসেজের টাকাটা খরচ করতে হবে না।