- Android OS 5.1
- 1.3 GHz Quad Core Processor
- RAM: 1 GB; ROM: 8 GB
- 5 inch HD, IPS Display
- 8 MP Rear & 2 MP Front Camera
Price: Upcoming
0
কিছু বানীঃ
0
যতদিন লেখা পড়ার প্রতি আকর্ষণ থাকে, ততো দিন মানুষ জ্ঞানী থাকে।
আর যখনই তার ধারণা জম্মে যে সে জ্ঞানী হয়ে গেছে,তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে।
0
কোটিবার চিন্তা কর কোনো সিদ্ধান্ত নেয়ার আগে।
কিন্তু সিদ্ধান্ত নেয়ার পর কখনও পিছনে ফিরো না, যদি কোটিটা সমস্যাও আসে।
0
শিক্ষিত হওয়া আর মনুষ্যত্ব অর্জন করা
এক কথা নয়। দুটো সম্পূর্ণই ভিন্ন
জিনিস। অতি সহজে শিক্ষিত হওয়া
গেলেও মনুষ্যত্ব অর্জন করাটা ঠিক ততোটাই কঠিন।
0
সত্যি কথা মিষ্টি শোনায় না,
মিষ্টি কথাও সত্যি নয়। ভাল মানুষ
কখনও তর্ক করে না। যে তর্ক করে সে
ভাল মানুষ নয়। যিনি বিজ্ঞ তিনি
অনেক কিছুই জানেন না, যিনি
অনেক বিষয়ে পন্ডিত তিনি বিজ্ঞ
নন। সাধুজন নিজের জন্য আহরন করেন না
। অপরের জন্য জীবনপাত করে তিনি
নিজেই ধনী হয়ে ওঠেন, অপরকে সব
দিয়ে তিনি নিজের প্রাচুর্যকে
অবধারিত করেন। স্বর্গে আর্শীবাদ
আছে; অভিশাপ নেই, সাধুজনের
জীবনে তেমনি কর্ম আছে, তর্ক নেই।
0
এই রকম আরো Status পেতে >>>অপেক্ষা ::: opekkha<<< তে এখনি Join করুন।
আমি সিরাজ মনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 120 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।