আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আশা করি সবাই ভালো আছেন। এটা আমার প্রথম টিউন। বিষয়টি যারা জানেননা শুধু তাদের জন্য। লেখাটি পূর্বে প্রকাশিত হলে আমি ক্ষমা প্রার্থী। কথা না বাড়িয়ে কাজে কথায় আসি। আজকাল বাজারে চায়না ফোনের এত সমারহ যে ব্রান্ডের আসল মোবাইল ফোন আর নকল মোবাইল ফোন চিনতে দ্বিধার ভিতর পড়তে হয়। তাছাড়া সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার সময় মোবাইলটা যাচাই করা অবশ্যই প্রয়োজন। কিছু দিন আগে আমি এই সমসসার সম্মুখীন হয়েছিলাম। এজন্য চিন্তা করলাম বিষয়টি আপনাদের সাথে শেয়ার করি। আপনার মোবাইলের ব্রান্ড টি আসল নাকি নকল তা জানতে চাইলে নিচের দেওয়া লিঙ্কে এ ভিজিট করে দেখতে পারেন।
লাল দাগ দেয়া চিহ্নের ভিতর আপনার imie নাম্বার টি লিখুন, অতপর Check এ ক্লিক করুন।
আপনার মোবাইল যদি ব্রান্ডের হয় তাহলে আপনার মোবাইলের যাবতীয় বিবরন আপনি দেখতে পারবেন।
টিউন টি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। জানিনা এই টিউন টা আপনাদের কেমন লাগল। প্রথম টিউন করলাম খুব ভাল করে লেখতে পারিনা, তাই একটু ভয় ও লেগেছে। অনেকদিন ধরে ই চিন্তা করছিলাম কিভাবে লিখব। আমার এক বড় ভাই শেখ রবিউল ইসলাম(রবি) এর উৎসাহে লেখাটি কে আপনাদের সামনে প্রকাশ করতে পারলাম। টিউনটি দ্বারা যদি কেউ উপকৃত হন তাহলে এই লেখা টি সার্থক হবে। আর আমার জন্য দোয়া যেন আচিরেই আরো ভাল কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে পারব।
ফেসবুক এ আমি http://www.facebook.com/valo.manus.77
আমি তানভীর আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার ফোনের IMEI no দুইটি কেন? walton primo gH+ না দেখিয়ে দেখায় Model: Primo X3
Brand: WALTON ইত্যাদি। যেটা ভুল তথ্য।আমার ফোনের IMEI no দুইটি হলো-351857066223379
আরেকটি হলো-351857066295518।