সবাই কেমন আছেন। আশা করি সকলে ভালোই আছেন। আজকের টিউনটি কি নিয়ে তা তো হেডিং দেখে বুঝেই ফেলেছেন। যাইহোক কথা না বাড়িয়ে টিউন শুরু করি।
টিউনটি করার পূর্বে সকল টিউনার ভাইদের কে বলতে চায় দয়া করে কোনো খারাপ টিউনমেন্ট করবেন না। যদি কোনো প্রকার ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আর যদি টিউনটি ভালো লাগে তাহলে অবশ্যই টিউনমেন্ট করবেন। কারণ আপনাদের টিউনমেন্ট পেলে আরো নতুন টিউন করতে ইচ্ছা করে।
স্মার্টফোনের বাজার ধরতে সনি মধ্যম ঘরানার নতুন দুইটি স্মার্টফোন বাজারে ছেড়েছে। এদের মধ্যে একটি হলো এক্সপেরিয়া সি৫ আলট্রা। ফোনটির বড় বিশেষত্ব হলো এটির সেলফি ক্যামেরায় রয়েছে ১৩ মেগাপিক্সেল। এই ক্যামেরায় ২২ মিটার ওয়াইড অ্যাংগেলে ছবি তোলা যাবে।
এক্সপেরিয়া সি৫ আলট্রাতে আছে ৬ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৯২০x১০৮০ পিক্সেল। ফোনটির ওজন মাত্র ১৮৭ গ্রাম। ফোনটির পুরুত্ব ১৬৪.২x৭৯.৬x৮.২ মিলিমিটার।
সনির নতুন এই স্মার্টফোনটিতে আছে ১.৭ গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর, ৩ জিবি র্যাম এবং ১৬ জিবি বিল্টইন মেমোরি। মোমোরি বাড়ানোর সুযোগ আছে।
এক্সপেরিয়া সি৫ আলট্রার রিয়ার এবং সেলফি ক্যামেরা উভয়ই ১৩ মেগাপিক্সেলের। ক্যামেরা সিমস সেন্সর আছে। সঙ্গে আছে এলইডি ফ্লাশগান।
ফোনটির ব্যাটারি ২৯৩০ মিলিঅ্যাম্পায়ারের। ফোনটিতে ১৪ ঘন্টা টক টাইম এবং ৭৬৯ ঘন্টা স্ট্যান্ডবাই মোডে সচল থাকবে। অন্যদিকে টানা ৭ ঘন্টারও বেশি ভিডিও দেখা যাবে।
সনির এই স্মার্টফোনটি ফোরজি, থ্রিজি, জিপিএস, ওয়াইফাই, ব্লুটুথ নেটওয়ার্ক সমর্থন করে।
আমি রাসেল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।