জিপিতে ৭ টাকা ব্যবহারে ৭ এমবি ইন্টারনেট!

আসসালামুয়ালাইকুম। টেকটিউনসে এটা আমার প্রথম টিউন। তাই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

চলুন দেখে নিই গ্রামীনফোনের নতুন আফারটি।

 

অফারের বিস্তারিতঃ

  • অফারটি শুধুমাত্র গ্রামীণফোন বন্ধু কাস্টমারদের জন্য প্রযোজ্য
  • বন্ধু প্যাকেজ-এ মাইগ্রেট করতে ডায়াল করুন *৪৪৪৪*১#
  • অফারটি নিতে আগ্রহী কাস্টমারদের *৭০৭০# নম্বরে ডায়াল করে (ফ্রি) রেজিস্ট্রেশন করতে হবে
  • ক্যাম্পেইন চলাকালীন সময়ের জন্য অফারটি উপভোগ করতে একবার রেজিস্ট্রেশনই যথেষ্ট
  • সফল রেজিস্ট্রেশনের পর কাস্টমারগণ প্রতি ৭টাকা ভয়েস ইউসেজ - (শুধুমাত্র মূল একাউন্ট থেকে লোকাল ভয়েস কল) এর জন্য পাবেন ৭এমবি বোনাস ইন্টারনেট
  • মোবাইল টু মোবাইল কল, লোকাল পিএসটিএন ও এনডব্লিডি কল লোকাল ভয়েস ইউসেজ-এর অন্তর্ভুক্ত
  • কাস্টমারগণ *৫৬৬*১০# ডায়াল করে বোনাস ইন্টারনেট চেক করতে পারবেন
  • ফ্রি ইন্টারনেট অফারটি উপভোগ করতে কাস্টমারদের যেকোন একটি ইন্টারনেট প্যাকেজ অ্যাক্টিভেট করতে হবে। কাস্টমারগণ *৫০০*১# ডায়াল করে Pay As You Go প্যাকটি অ্যাক্টিভেট করতে পারে অথবা অন্য কোনো ইন্টারনেট প্যাকেজ কিনতে ডায়াল করুন *৫০০০#
  • বোনাস ইন্টারনেটের মেয়াদ বোনাস ভলিউম যেদিন পাওয়া যাবে সেদিন রাত ১১:৫৯ পর্যন্ত
  • যদি কোনো গ্রাহক একটি কল-এ ৭ টাকার বেশি ব্যবহার করেন তবে উক্ত গ্রাহকের একাউন্ট-এ সর্বোচ্চ ২১ এমবি ইন্টারনেট প্রদান করা হবে এবং প্রাপ্য অবশিষ্ট ফ্রি ইন্টারনেট (প্রযোজ্য ক্ষেত্রে) পরবর্তী কল-এর পর দেয়া হবে
  • গ্রাহক কোনো ইন্টারনেট প্যাক ব্যবহার করতে থাকলে তা বোনাস ইন্টারনেট ভলিউম-এর সাথে যোগ হবে
  • রাত ১:০০ থেকে রাত ১১:৫৯ পর্যন্ত প্রতিদিনের মোট ভয়েস ইউসেজ হিসাব করা হবে
  • অফারটি বন্ধ করতে মেসেজ অপশনে STOP 7MB লিখে পাঠিয়ে দিন ৯৯৯৯ নম্বরে (ফ্রি)
  • সকল চার্জে ৩% সম্পূরক শুল্ক প্রযোজ্য ও সম্পূরক শুল্কসহ মোট মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য

আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন। আশা করি আগামীতে আরও ভালো টিউন নিয়ে হাজির হব।

Level 0

আমি জিরক্স বন্ড। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস