কিছু সাবধানতা, রক্ষা করতে পারে বড় কোন বিপদ থেকে

আসা করছি সবাই ভাল আছেন। মাসরুব.কম এর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু আজকের এই সতর্কতা মুলক টিউন। কথা না বাড়িয়ে সরাসরি আলচ্ছ বিষয়ে পদার্পন করছি। আমরা মোবাইল ফোন ব্যবহার কারীরা, মোবাইল ফোন ব্যবহারের মেইন কারনটি সবাই জানি? আমার দৃষ্টিকোন থেকে মেইন কারন হচ্ছে প্রয়োজনে যোগাযোগ বজায় রাখা। তাই বলছি আপনি যাই করেন না কেন, মেইন উদ্দেশ্য বজায় রাখবেন।
মোবাইল ফোন ব্যবহার কারীদের নিচের সাবধানতাটুকু মেনে চলার অনুরোদ করছি। তাতে আপনি কোননা কোননা ভাবে উপকৃত হবেন, গ্যারান্টি।
সাবধানতা -
১। ফোন কখনও বন্ধ রাখবেননা, এমনকি সাইলেন্টও করবেননা।
কারন, এমনও হতে পারে, কেউ আপনাকে তার কোন বিপদের খবর জানানোর জন্য ফোন করছে অথবা কোন মৃত্যুর খবর জানানোর জন্য ফোন করছে।
২। আপনি যাকে ফোন করেছেন, ফোন রিসিভ হওয়ার পর প্রথমেই সেটা কনফার্ম করেন, উনি আপনার সেই শুভাকাংখি কিনা? নতুবা আপনার সিকিউরিটি হারাবেন।
যেমন – আপনি ফোন করে আপনার গার্লফ্রেন্ডকে বললেন, ডেটিঙ্গের জন্য মিলিত হবেন রাস্তার মুড়ে। গিয়ে দেখলেন আপনার গার্লফ্রেন্ড নেই, দেখলেন লাটি হাতে তার বাবা প্রস্তুত আপনাকে পেদানোর জন্য। এবার বু্ঝেন মজা।
কারন নিঃশ্চই বুঝে গেছেন, ফোন রিসিভ করেছিল আপনার গার্লফ্রেন্ড এর বদলে তার বাবা।
৩। ফোনের বেলেন্স এবং চার্জ কখনো একদম ফুরাবেননা। এতে আপনার বিপদে হেল্প চাওয়ার সুযোগ হারাবেন।
কারন, হতে পারে আপনি বিপদে আছেন, কিন্তু আপনার ফোনে ব্যলেন্স নেই আথবা ফোনে চার্য নেই। তখন কাউকে আপনার বিপদ সংবাদ জানাতে পারবেননা।
৪। মা, বাবা, ভাই এদের নাম্বার, তাদের নাম দিয়ে সেভ না করে এমন ভাবে সেভ করেন, যাতে অন্য কেউ আপনার মোবাইলে থাকা মা, বাবা, ভাই এর নাম্বার সহজে খুজে পায়।
কারন, হতে পারে আপনি কোথাও যাচ্ছেন, এমন সময় দুঃর্ঘটনা জনিত কারনে মৃত্যু বরণ করলেন। তখন যাতে আপনার পরিবারকে অন্যরা জানাতে পারে।
৫। একা দূরে কোথাও গেলে, আপনজনের নাম্বার ডায়েল লিষ্টে রাখেন।
যাতে কোন সমস্যা হলে, তাড়াতাড়ি তাদেরকে জানাতে পারেন।

চলার পথে সব সময় সাবধানতা অবলম্বন করুন,
কথায় আছে –
সাবধানতার মাইর নাই, আর জাগনা ঘরে চুরি নাই।
ভাল থাকবেন সবাই। ভূল ত্রুটি সুন্দর দৃষ্টিতে শুধরানোর সুযোগ দিবেন।
ধন্যবাদ।

লেখাটি এর আগে আমার ব্যক্তিগত ব্লগে এ প্রকাশিত।

ফেইসবুকে আমি মাসরুব

Level 0

আমি মাসরুব আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

No to say no


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ভালো লাগলো

ধন্যবাদ, নীল এবং মজারর ছেলে।

খুব ভালো লাগলো, ধন্যবাদ মাসরুব আহমেদ ভাই

ভারতীয় বাংগালী@ টিউমেন্টের জন্য ধন্যবাদ

সুন্দর টিউন। বাস্তব সম্মত।

valo laglo 🙂

জামিল ও রাকিব@ লেখাটি পড়ার জন্য ধন্যবাদ