এই সপ্তাহের সেরা 10টি Smart Phone দেখে নিন এক নজরে।
আমাদের অনেকেরই মাঝে মাঝে জানতে ইচ্ছে হয় এখন কোন Smart Phone টি সেরা বা World Rank এক এ আছে।
অনেকেই google এ এই বিষয়ে search দেন জানার জন্য আর এই কাজটি বেশি করেন তারাই যারা প্রযুক্তিকে ভালোবাসেন।
যাইহোক যারা আমার মত এই প্রশ্ন মনে মনে পুষে রেখেছেন বা এই বিষয়ে জানতে চান তাদের জন্যই Short এই Post টা করলাম Full Details ছাড়াই । শুধু নাম আর Picture দিলাম।
কারন সব গুলো Phone এর সম্পর্কে লিখতে গেলে টিউন টা বড় না হয়ে বিশাল বড় হয়ে যাবে। যারা details জানতে চান তাদের বলবো google এর সাহায্য নিতে।
আর বক বক না করে নিচের Review টা দেখে নিন।
Model Name: Samsung Galaxy Grand Prime
World Rank (বর্তমানে): 1
World Rank (ছিল): 3
Model Name: Lenovo K3 Note
World Rank (বর্তমানে): 2
World Rank (ছিল): 1
Model Name: Samsung Galaxy S6
World Rank (বর্তমানে): 3
World Rank (ছিল): 2
Model Name: Asus Zenfone 2 ZE551ML
World Rank (বর্তমানে): 4
World Rank (ছিল): 4
Model Name: Apple iPhone 6
World Rank (বর্তমানে): 5
World Rank (ছিল): 5
Model Name: Samsung Galaxy A5
World Rank (বর্তমানে): 6
World Rank (ছিল): 6
Model Name: Samsung Galaxy S5
World Rank (বর্তমানে): 7
World Rank (ছিল): 7
Model Name: Samsung Galaxy E7
World Rank (বর্তমানে): 8
World Rank (ছিল): 8
Model Name: Samsung Galaxy J1
World Rank (বর্তমানে): 9
World Rank (ছিল): 9
Model Name: Sony Xperia Z3
World Rank (বর্তমানে): 10
World Rank (ছিল): World Rank List এ ছিল না।
0
কিছু বানীঃ
0
ঐ ব্যক্তিই বুদ্ধিমান যে, নিজে নত হয়ে
অন্যকে বড় ভাবে আর সে ব্যক্তি নির্বোধ
যে, সর্বদাই নিজেকে বড় ভাবতে থাকে।
হযরত আলী (রাঃ)
0
নামাজে সেজদারত মানুষ যদি জানত, আল্লাহ কতটুকু রহমত দিয়ে তাকে ঘিরে রাখেন, তবে সে কোন দিন সেজদাহ থেকে উঠত না"
হযরত আলী (রাঃ)
0
কিছু সত্যি কথাঃ
0
৪০ বছরের একজন পুরুষ আর ১৮-২০ বছরের একজন মেয়ের সর্ম্পক দু রকমের হয়।
উদাহরণ দেই - ঘটনা দুটি সত্য। চলন্ত বাসে যাত্রী আর কন্টাক্টরের কথা।
১ ঘটনা
বাসে খুব ভিড়। উপড়ের বয়স অনুযায়ী পুরুষ আর মহিলা যাত্রী ওঠে।ঘটনাক্রমে পুরুষ লোকটি বাসের পিছনে চলে যায় আর মেয়েটি মহিলা সিটে বসে আছে। মেয়েটি বারবার পিছনে তাকাচ্ছে আর পুরুষ লোকটি কে খুজঁছে।
তখন কন্টাক্টর এসে মেয়েকে বলে - আফা আপনার আব্বু পিছনে আছে চিন্তা কইরেন না।
মেয়ে - excuse me, সে আমার আব্বু না, আমার স্বামী।
২ ঘটনা
সেই যাত্রী নেমে যাওয়ার পর আবার ঠিক একই বয়সে দুজন বাসে ওঠে।তাদেরও ঠিক একই ঘটনা। পুরুষ লোকটি পিছনে আর মেয়েটি সামনে মহিলা সিটে বসা।
কন্টাক্টর - আফা চিন্তা কইরেন না, আপনার স্বামী পিছনে আছে।
মেয়ে - excuse me, u r mad.সে আমার স্বামী হবে কেন, সে আমার আব্বু।
লও ঢ্যারা
আগে সর্ম্পক না জেনে মন্ত্যব করা উচিৎ না। আমরা অনেক সময় এসব ভুল করে থাকি। অনেক সময় আমরা অপরিচিত কাউ কে এক সাথে দেখলে bf / gf বা স্বামী স্ত্রী ভাবি যা খুবই খারাপ চিন্তা। তাদের সর্ম্পক ভাই বোন বা পিতা কন্যা হতে পাড়ে।আর আমরা সঠিক না জেনে প্রশ্ন করলে তারা মনে কষ্ট পেতে পাড়ে। তাই আগে জিজ্ঞাস করেন - তাদের মধ্যে সর্ম্পক কি?
0
এই রকম আরো Status পেতে >>>অপেক্ষা ::: opekkha<<< তে Join করুন।
আমি সিরাজ মনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 120 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ha ha superb