আসুন দেখে নেই আপকামিং Samsung Galaxy A8 ফোনটির এর বিস্তারিত স্পেসিফিকেশন

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহ্‌র রহমতে ভালো আছেন। আমিও ভালো। আজকে স্যামসাং মোবাইল নিয়ে একটা টিউন করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। কিছুদিনের মধ্য রিলিজ হবে গ্যালাক্সি আলফা সিরিজের নতুন স্মার্টফোন Samsung Galaxy A8. দাম খুব বেশি হবে না ২০ হাজার থেকে ৩০ হাজার এর মধ্য হবে।

চলুন দেখে নেই স্মার্টফোনটিতে কি? কি? দেয়া হয়েছেঃ

এতে রয়েছে 5.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। র‍্যাম ২জিবি ও রম ১৬ অথবা ৩২ জিবি সাথে ১২৮জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা। রয়েছে স্নাপড্রাগন ৬১৫ এর অক্টা কোর প্রসেসর। চলছে আন্ড্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেমে। রয়েছে ১৬ মেগা পিক্সেলের ব্যাক এবং ৫ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পুরু সিস্টেমকে ব্যাকআপ দিচ্ছে নন রিমোভাল ৩০৫০ এমএএইচ ব্যাটারি।

চলুন দেখে নেই স্মার্টফোনটির বিস্তারিত স্পেসিফিকেশনঃ

=> Chipset :
OS : Android v5.1 Lolipop
CPU : Qualcomm MSM8939 Snapdragon 615
CPU Clock : 1.5 GHz & 1.0 GHz
Core : 8
GPU : Adreno 405

=> Memory :
RAM : 2GB
ROM : 16/32GB
Micro SD : up to 128GB (Using sim slot 2)

=> Network :
SIM Mode : Optiona Dual SIM
SIM Type : Micro
Network Type : UMTS+GSM+LTE

=> Display :
Size : 5.7 Inches
Multitouch : Yes
Protection : Corning Gorilla Glass 4
PPI : 386
Resolution : 1080×1920 Pixels & 16.7M Color Depth
Display Type : Super AOMLED

=> Camera :
Rear camera : 16.0 Mega Pixels with AF
Front camera : 5.0 Mega Pixels
Flash : Yes

=> Connectivity : Micro USB, WiFi, Bluetooth, OTG, OTA, GPS & AGPS

=> Sensors : Accelerometer | Proximity | Light | Magnetic

=> Battery : Non Removable Lithium-ion 3050mAh

=> Dimension : 158x76.8x5.9mm

=> Weight : 151g with battery

=> FM Radio : Yes

=> Audio Port : 3.5mm

=> Price : Upcoming

 

এই সেট সম্পর্কে আরো কিছু জানতে চাইলে দেখতে পারেন - TeleKhobor

Level 0

আমি অনলাইন হেল্প জোন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার একটা ব্লগ আছে । ঘুরে আসতে পারেন AmarFon


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ছবি সহ দিলে খুব ভালো লাগতো,

Level New

২০ হাজার থেকে ৩০ হাজার টাকা কি খুব বেশি না?

Level New

আরে ২০ হাজার টাকা হইলে তো একটা কম্পিউটার/ল্যাপটপ ই পাওয়া যায়।