আপনার s40(জাভা সাপোর্টেড) Nokia মোবাইল হ্যাক করে কোন সফটওয়্যার ছাড়াই ফাইল লুকিয়ে ফেলার অভাবনীয় নিয়ম আবিষ্কার!!! ৩টি মোস্ট ওয়ান্টেড ট্রিক শুধু আপনার দেখার অপেক্ষায়!!!

টেকটিউনস পরিবারের সবাই খুব ভাল আছে এই শুভকামনা নিয়ে অনেকদিন পর টিউন করতে বসলাম। পারিবারিক ঝামেলা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ায় ইদানিং নেট এ খুব কম সময়ের জন্য বসা হয়। আজ একটু ফ্রী ছিলাম। তাই টিউন করতে বসে গেলাম।
যাই হোক, আসল কথায় আসি।
টিটিতে যত 'মোবাইলীয়' টিপ্স/ট্রিক্স দেখি, তার প্রায় সবগুলোই সিম্বিয়ান অথবা .sis সাপোর্টেড মোবাইলের জন্য। সেক্ষেত্রে আমার মত যারা জাভা সাপোর্টেড মোবাইল ব্যবহার করে তাদের শুধু টিউন দেখা এবং দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোন উপায় থাকে না।
তবে কি আমরা হাত-পা গুটিয়ে বসে থাকব? কিছুই কি করার নেই?? আমি বলব অবশ্যই আছে। শুধু আমার দেখানো নিচের ট্রিক্সগুলো Follow করুন। আশা করি, এরপর থেকে জাভা সাপোর্টেড সেট ব্যবহার করার হতাশা অনেকাংশে কেটে যাবে। সবচেয়ে বড় কথা, এত গুরুত্তপূর্ণ কাজ করবেন, অথচ আপনাকে কোন সফটওয়্যার ব্যবহার করতে হবে না!! তো..... আসুন শুরু করা যাকঃ-

১.সফটওয়্যার ছাড়াই লুকিয়ে ফেলুন আপনার যেকোন ফোল্ডার/ফাইলঃ-

হ্যা, গল্প নয়, সত্যি। এবার সফটওয়্যার ছাড়াই লুকিয়ে ফেলুন যেকোন ফাইল/ফোল্ডার!!

  • প্রথমে যেকোন নামে ১টি ফোল্ডার বানান।
  • এবার সেই ফোল্ডারটি রিনেম করুন- নামের শেষে .jad ব্যবহার করে। (যেমনঃ- আপনি যদি Music নামে কোন ফোল্ডার বানান, তাহলে রিনেম করুন- Music.jad নামে)
  • এবার যেসব ফাইল আপনি Hide বা লুকাতে চান, সেই ফাইলগুলো আমাদের বানানো Music.jad ফোল্ডারে নিয়ে আসুন।
  • সর্বশেষ Step হিসাবে, আপনাকে আরেকটি একই নামে ফোল্ডার বানাতে হবে, কিন্তু নামের শেষে .jar ব্যবহার করে। (যেমনঃ- আমরা আগের ফোল্ডারটি বানিয়েছি- Music.jad নামে। তাই এবার নতুন আরেকটি ফোল্ডার বানাবো Music.jar নামে।)

ব্যস, কাজ শেষ!! কি হল, দেখতে পারছেন কি?? Music.jad নামে যে ফোল্ডারটি আপনি বানিয়েছিলেন, সেটি রীতিমত উধাও হয়ে গেছে!! এখন শুধু Music.jar নামে আমাদের বানানো ফোল্ডারটি আছে, যার সাইজ ০.০০KB!! আপনি সহ যে কেউ এই ফোল্ডারে ঢুকতে পারবে কিন্তু ভিতরে কোন ফাইল পাবে না। মজার ট্রিক না?? কম্পিউটার ছাড়া কারও সাধ্য নেই আপনার আসল ফোল্ডারটি বেড় করার!
খুব তো ফাইলসহ ফোল্ডার হাইড করে ফেললাম। সেগুলো ফিরিয়েও তো আনতে হবে তাইনা??
ফিরিয়ে আনা আরও সহজ!! শুধু ফোল্ডারটি রিনেম করে .jar লেখাটুকু তুলে দিন। তাহলে দেখবেন ঠিক তার নিচেই আপনার বানানো Music.jad ফোল্ডারটি ফিরে এসেছে!! (যেমনঃ- Music.jar ফোল্ডারটিকে রিনেম করুন শুধু Music নামে।)

২.আপনার মোবাইলের থিমের ভেতর গোপন ফাইল লুকিয়ে রাখুন!!-

কি বিশ্বাস হচ্ছে না?? হ্যা, আমি ঠিকই বলছি, এবার মোবাইলের থিমের ভেতর ফাইল লুকিয়ে রাখুন!! নিচে দেখুন, কিভাবে-

  • প্রথমে ১টি ফোল্ডার বানান এবং সেই ফোল্ডারে দরকারী সব ফাইল মুভ করে ফেলুন। (আগে থেকে বানানো থাকলেও চলবে)
  • এবার সেই ফোল্ডারটি রিনেম করুন নামের শেষে .nth ব্যবহার করে। (যেমনঃ- ধরুন Images ফোল্ডারের ভিতর আপনার এবং আপনার গার্লফ্রেন্ডের ছবি রয়েছে। এবার Images ফোল্ডারটিকে রিনেম করুন Images.nth নামে।)
  • লক্ষ্য করে দেখুন, আপনার ফোল্ডারের আইকন চেঞ্জ হয়ে তা থিমের আইকন হয়ে গেছে!!!
  • এবার যে ফোল্ডারে আপনি থিম রাখেন, সেই ফোল্ডারে Images.nth ফোল্ডারটি সরিয়ে রাখুন। তাহলে থিম মনে করে আর কেউ সেই ফোল্ডারে ঢুকবে না।

সতর্কতাঃ- আপনার কোন বন্ধুকে থিম সাপ্লাই দিতে গিয়ে আবার গার্লফ্রেন্ডের ছবিসহ বানানো আমাদের "থিম ফোল্ডার"  দিয়ে দিয়েন না। ফোল্ডারের নাম মনে রাখবেন। আর এটি শুধু আইকন চেঞ্জ করে মানুষকে ধোকা দেয়ার জন্য। ইচ্ছা করলে যে কেউ ওই ফোল্ডারে ঢুকতে পারবে।

৩.সফটওয়্যার ছাড়া আইকন বিহীন ফোল্ডার বানান

এবারে আসুন সিরিয়াস ব্যাপার বাদ দিয়ে একটু মজা করি। একটি আইকন বিহীন ফোল্ডার বানিয়ে ফেলি।

  • একটি ফোল্ডার বানান। সেই ফোল্ডারের যেকোন নাম দিন এবং নামের শেষে .otb যোগ করুন।
  • (যেমনঃ- Music নামে ফোল্ডার বানালে তার নাম হবে Music.otb )

  • এবারে দেখুন, আপনার ফোল্ডারের আইকন ভ্যানিস হয়ে গেছে!!
  • আমি আপাতত Nokia-3110c ব্যবহার করছি এবং উপরের সবগুলো ট্রিক এই সেটে পরীক্ষিত। অন্যান্য Nokia জাভা সাপোর্টেড সেটেও কাজ করবে।
    আর ট্রিক্সগুলো আপনার কাছে কেমন লাগল, জানাতে ভুলবেন না আশা করি 🙂

-------------------------------------------------------------------------------------------------------
আপনার সিম্বিয়ান সেটের জন্য যদি এন্টিভাইরাস দরকার হয়, তাহলে আমার এই টিউনটি দেখতে পারেন।
এখানে Kaspersky, Symantec, Avira সহ সকল নামিদামী এন্টিভাইরাস পাবেন।
-------------------------------------------------------------------------------------------------------

Level 2

আমি Himaloyee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 567 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মত ব্যথা............।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

সুন্দর টিউন হয়েছে ধন্যবাদ আপনাকে।

    আপনাকেও ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য।

ট্রাই মাইরা দেখি

    হ্যা জহিরুল ভাই, তারাতারি ট্রাই করেন।

    E71এ কাজ করে না….।

    জহিরুল ভাই, আমার টিউনে পরিস্কারভাবে বলেছি যে, এটা শুধু জাভা সাপোর্টেড মোবাইলের জন্য। যতদূর জানি, আপনারটা সিম্বিয়ান সাপোর্টেড। কাজ তো করবেই না!!

vai amio nokia 3110c use kori.3110 er jonno kisu games er download link dile upokrito hobo.

    মামুন ভাই, এই সাইটে জান- http://peperonity.com/go/sites/mview/gameloft0
    এটা একটি মোবাইল(Wap) সাইট। সকল প্রকার সেটের গেম পাবেন। আপনি শুধু ১২৮*১৬০ রেজুলেশনের গেম ডাউনলোড দিবেন। আর হ্যা, যেহেতু ওয়াপসাইট, তাই মোবাইল দিয়ে ব্রাউস করলে বেশী মজা পাবেন।

very nice post.

ওহ । চমতকার । !বহুত ধন্যবাদ

    আপনাকেও বহুত বহুত ধন্যবাদ মাসুদ ভাই…কমেন্ট করার জন্য।

thanks himu vai.

    কোন ব্যপার না মামুন ভাই। ভাল থাকবেন।

এক কথায় চমৎকার হয়েছে………..দারুন ……চালিয়ে যান।

    আপনার কমেন্টও কিন্তু কম চমৎকার হয়নি!! ভাল থাকবেন।

অসাধারণ হইছে হিমু ভাই!! যোস একটা টউন। এরকমই কিছু চাচ্ছিলাম আমার ফোনের জন্য, পেয়ে গেলাম। থ্যাংস, এবার ফাইলের নিরাপত্তা অনেকটা বেড়ে গেল।

    আমারও খুব ভাল লাগছে আপনার উপকারে আসতে পেরে। দোয়া করবেন যাতে আরও ভাল ভাল টিউন নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি।

t60i e o kaj korce na…its java supported.
good tune….

    ভাই, আপনি মনে হয় ঠিকমত টিউনটি পরেননাই। এটা শুধু Nokia মোবাইলের ট্রিক। আপনারটা সম্ভবত Benq t60i??

হিমু ভাইযে, অনেক দিন পরে দেখলাম, কিয়া খাবার ভাই জান? কেয়সা হালুকা

    এইতো ভাই, বাইচ্যা আছি!! আপনার PC বুঝি এখনোও ঠিক হয়নাই?? 🙂

জটিল…………………………………………………………………

    ধন্যবাদ আপনাকে।

Level 0

java vai der jonno khub valo hoise.SUPERRRRRRRRRRRRRRR………………

    জটিল বলছেন……।জাভা ভাই…।।হা হা হা…… তার মানে যারা সিম্বিয়ান use করে তারা সিম্বিয়ান ভাই?? হা হা হা…।। ……।।ধন্যবাদ কমেন্ট করার জন্য।

চমৎকার টিউন
অসংখ্য ধন্যবাদ আপনাকে
ভাল থাকুন সুস্থ থাকুন সবসময়

    আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, অসাধারণ মন্তব্য করার জন্য। আপনার সুসাস্থ কামনা করি।

ভাই আমি নকিয়া তে জব করি । কত গুলা বুরা ভাম আশে মাঝে মধে/ জালাতন করার জন্ন যে পারসনাল কিছহু রাখতে পারসিনা । বুরা গুলর কাজে লাগব । ধন্যবাদ ।

nokia promotor
[email protected]
+8801925512101
+8801747019191

    আপনার কাজে লাগবে শুনে ভাল লাগবে।

অনেক সুন্দর টিউন ও কাজের টিউন,
হিমু ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর মোবাইলের টিপস গুলু আমাদের সাথে শেয়ার করার জন্য।

    আপনাকেও ধন্যবাদ মন্তব্য করার জন্য।

ভাইজান, ভদ্রভাবেও বিজ্ঞাপন দেয়া যায়। এভাবে সরাসরি দিলে আমার মনে হয় সবার বিরক্তি ছাড়া আর কিছু পাবেন না।

asolei onek chomotkar!!! thank you! ar apanke ekta ques kori sombob hole ans diven???

ami ekta handset kinbo kintu konta kinbo bujte parchi na. amar choice e ase nokia 5233 and C3. konta valo hobe?
and C3 koto version?

    আমি খুবই দুক্ষিত, আপনাকে সাহায্য করতে পারছি না।

Level 0

MANY MANY SWEETEST THANK YOU.
ASHA KORO ARO DEBEN.
R HAA JAVA (NOKIA 5130 x) MOBILER JONNO APNAR JANA KONO WORKING ANTIVIRUS ACHE KI.?

    “শুধুমাত্র জাভা” supported সেটের জন্য কোন এন্টিভাইরাস দরকার হয় না। ভাইরাস আপনার সেটে ঢুকবে কিন্তু আপনার ডাটার কোন ক্ষতি করতে পারবে না। এজন্য জাভা সেটের জন্য সীকৃ্ত কোন এন্টিভাইরাস নাই।
    তবে আমার কাছে একটি ভাল জাভা এন্টিভাইরাস আছে!!! এখান থেকে ডাউনলোড করুন- http://www.ziddu.com/download/11192224/KasperskyJavaantivirus.jar.html

জটিল টিউন ভাইয়া… ধন্যবাদ …

    আপনাকেও অনেক ধন্যবাদ।

Level 0

ভাই আপনার কাছে jar ফাইল সাইন করার কোন tools আছে? 🙁

    আমিও এটি অনেক খুজেছি কিন্তু পাইনাই 🙁

Level 2

চমৎকার হয়েছে……… ভাই Thnx