bKash- বিকাশ নামের বিষে নীল হয়ে যাচ্ছে অনেক মানুষ, সবাই সাবধান!!!

আমার প্রিয় প্রযুক্তি জগতের ভাইয়েরা কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আজ আপনাদের যে বিষয়টি জানাতে চাই তা হলো “বিকাশের লটারী” লটারী পেয়েছেন নামে কিছুদিন আগে একটি এয়ারটেল নম্বর থেকে কল করে বলেছিল আপনি ৭৫,০০০/- লটারী পেয়েছেন। পেতে হলে আপনাকে .... সম্বরে ৯৯০০ ক্যাশ ইন করতে হবে। আরও অনেক কাহিনী প্রায় ৪৫ মিনিট কথা। পুরো পুরি কাস্টমার কেয়ারের স্টাইল যাক ফায়দা লুটতে পারে নাই।

আজ আবার কল আসলো +8816247 নম্বর থেকে আজ বলেছে লটারী পেয়েছি ২৫,০০০/- একই স্টাইল বিশ্বাস করার জন্য আমার বিকাশ একাউন্ট খোলার সমস্ত তথ্য তারা শুনিয়ে থাকে।  bKash থেকে SMS দিয়ে থাকে।

অর্থাৎ/আমার ধারনা

  • +8816247  নম্বরটি প্রযুক্তির Fake সম্বর ক্রিয়েট করা কল।
  • তারা বিকাশ একাউন্ট খোলার সমস্ত তথ্য জানে হয় এমন প্রতারনার সাথে বিকাশের কেউ জড়িত অথবা বিকাশের সার্ভার হ্যাক করে তথ্য হাতিয়ে নিয়েছে।
  • bKash থেকে SMS এটা নিঃস্বন্দেহে বাল্ক এসএমএস
  • চক্রটি অত্যন্ত শিক্ষিত ও উচ্চ প্রযুক্তি ক্ষমতা সম্পন্ন।

না জানি এরা কত মানুষের কাছ থেকে কত টাকা হাতিয়ে নিয়েছে।

যে নম্বরটি থেকে তারা প্রায়শঃই কথা বলে থাকে এবং ক্যাশ ইন করতে বলে >>---> 01625021403

সবাই সাবধান থাকবেন এবং অপরকে সাবধান করবেন।

বিষয়টি নিয়ন্ত্রণকারী, আইন শৃংখলা বাহিনী, বিটিআরসি ও কেন্দ্রিয় ব্যাংকের  নজরে আনতে বিভিন্ন সাইটে শেয়ার করুন প্রয়োজনে মেইলে লিংক পাঠান। যাতে করে দেশের সাধারণ আরও অনেক মানুষ বাঁচতে পারে তাদের বিষাক্ত ছোবল থেকে।

এখনই সময় দেশকে দেশের মানুষকে প্রতারনার হাত থেকে বাঁচানোর।

ধন্যবাদ ভাল থাকবেন সবাই।

 

 

Level 0

আমি রেজাউল বি এন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 87 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমাকে এরকম নাম্বার থেকে ফোন দিয়েছিল +১৬২৪৭ থেকে শালারা বাটপার, আমায় একবার বকা বানিয়ে আমার ল্যাপটপ নিয়া গেসে ঢাকার বাহির থেকে, কিছু করতে পারি নাই, দরা কাইয়া সিক্কা হুয়ছে সবাই সাবথানে থাকলে কারো থেকে টাকা নিতে পারবে না, যাই হক আপনাকে থাঙ্কস শেয়ার করার জন্য সবার কাজে লাগবে এই পোস্ট,

    আপনার Laptop নিয়ে গেছে শুনে কষ্ট পাচ্ছি তবে নিকট জনদেরকেও সতর্ক করবেন।

সতর্কতামূলক পোস্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ।

নিতান্ত বোকারাই এরকম ফাঁদে পা দেয়।

vai amr sate o amon hoycilo bt bujte parcilam…tai bayca gace.

আমরা কিছুই করতে পারব না। যাদের বিষয়টি দেখার কথা তারা তো সব সময় ঘুমিয়ে থাকে

Thanks

Level New

আমারও এরকম একটি কল এসেছিল। যখন আমাকে বলল … “আপনি লটারী পেয়েছেন” তখন আমি বললাম … “আমি লটারী পেলে আপনার লাভ ?” এ কথা আমি বলতেই ফোন রেখে দিয়েছে 🙂 এর পর এখন পর্যন্ত কল করেনি সালারা।

    বুঝতে পেরেছে আপনার কাছথেকে কোন ফায়দা করতে পারবে না।

এটা কোন সার্ভার হ্যাক হয় নাই।।এই প্রযুক্তির নাম ডিংটোন।আর হ্যা তারা কখনো আপনাকে ১৬২৪৭ নাম্বার থেকে ফোন দিতে পারবে না।।তারা এই +৮৮১৬২৪৭ নাম্বার ব্যবহার করতে পারবে।।যদি কেউ এইরকম কথা বলে তাইলে আপনারা বলবেন আমাকে ১৬২৪৭ নাম্বার দিয়ে ফোন করুন তাইলেই দিবো।।দেখবেন তারা ফোন দিতেও পারবে না+ +৮৮২৪৭ দিয়ে ফোন দিয়ে বেশিক্ষন কথাও বলতে পারবে না।।

    যদি তারা সার্ভার হ্যাক না করে তাহলে বিকাশের কেউ এর সাথে জড়িত আছে না হলে বিকাশ একাউন্টের তথ্য এরা জানলো কি করে?

সবার প্রতি সম্মান রেখে বলছি, আমরা বাঙ্গালিরা মনে হয় খুবই লোভী

    আসলেই যারা বেশী লোভ করেছে তাদের বেশির ভাগই এই ধরাটা খেয়েছে।

নিদিষ্ট নাম্বার থেকে ফোন দেয়া ছাড়াও এরা আরো কিছু কৌশল অবলম্বন করে থাকে… এ লেখাটি পড়লে আরো কিছু কৌশল সম্পর্কে অবগত হবেন … https://www.techtunes.io/tech-fiction/tune-id/350231

আমাকেও বেশ কয়েকবার লটারীর বা অন্য ধরনের লোভ দেখিয়ে ফোন করেছিল কিন্তু আমি ফাদে পা দেই নাই।
তবো আমার পরিচিত অনেকবেই দেখেছি বোকা বনে যেতে। ধরা খেয়ে পড়ে অনেক কান্নাকাটি করেছে কিন্তু আগে জানায় নি।
অনলাইনে চিটিং থেকে বাচার উপায় নিয়ে আমার টিউনটি পড়তে পারেন কাজে লাগবে https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/369997

Thnx For share