আমার প্রিয় প্রযুক্তি জগতের ভাইয়েরা কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আজ আপনাদের যে বিষয়টি জানাতে চাই তা হলো “বিকাশের লটারী” লটারী পেয়েছেন নামে কিছুদিন আগে একটি এয়ারটেল নম্বর থেকে কল করে বলেছিল আপনি ৭৫,০০০/- লটারী পেয়েছেন। পেতে হলে আপনাকে .... সম্বরে ৯৯০০ ক্যাশ ইন করতে হবে। আরও অনেক কাহিনী প্রায় ৪৫ মিনিট কথা। পুরো পুরি কাস্টমার কেয়ারের স্টাইল যাক ফায়দা লুটতে পারে নাই।
আজ আবার কল আসলো +8816247 নম্বর থেকে আজ বলেছে লটারী পেয়েছি ২৫,০০০/- একই স্টাইল বিশ্বাস করার জন্য আমার বিকাশ একাউন্ট খোলার সমস্ত তথ্য তারা শুনিয়ে থাকে। bKash থেকে SMS দিয়ে থাকে।
অর্থাৎ/আমার ধারনা
না জানি এরা কত মানুষের কাছ থেকে কত টাকা হাতিয়ে নিয়েছে।
যে নম্বরটি থেকে তারা প্রায়শঃই কথা বলে থাকে এবং ক্যাশ ইন করতে বলে >>---> 01625021403
সবাই সাবধান থাকবেন এবং অপরকে সাবধান করবেন।
বিষয়টি নিয়ন্ত্রণকারী, আইন শৃংখলা বাহিনী, বিটিআরসি ও কেন্দ্রিয় ব্যাংকের নজরে আনতে বিভিন্ন সাইটে শেয়ার করুন প্রয়োজনে মেইলে লিংক পাঠান। যাতে করে দেশের সাধারণ আরও অনেক মানুষ বাঁচতে পারে তাদের বিষাক্ত ছোবল থেকে।
এখনই সময় দেশকে দেশের মানুষকে প্রতারনার হাত থেকে বাঁচানোর।
ধন্যবাদ ভাল থাকবেন সবাই।
আমি রেজাউল বি এন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 87 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমাকে এরকম নাম্বার থেকে ফোন দিয়েছিল +১৬২৪৭ থেকে শালারা বাটপার, আমায় একবার বকা বানিয়ে আমার ল্যাপটপ নিয়া গেসে ঢাকার বাহির থেকে, কিছু করতে পারি নাই, দরা কাইয়া সিক্কা হুয়ছে সবাই সাবথানে থাকলে কারো থেকে টাকা নিতে পারবে না, যাই হক আপনাকে থাঙ্কস শেয়ার করার জন্য সবার কাজে লাগবে এই পোস্ট,