আল কুরআনের বঙ্গানুবাদ অডিও শুনুন andoid ফোনে

 

 

 

 

 

 

 

 

 

আমরা অধিকাংশ মানুষই কুরআন স্রেফ তিলাওয়াতই করে যাই, অর্থ দেখা যায় আর বুঝা হচ্ছে না। যেহেতু আরবি আমাদের মায়ের ভাষা নয় তাই আমরা আরবিটা তিলাওয়াত করে আর মানেটা বুঝি না আর না বুঝাই রয়ে যাই। এজন্যে আমাদের উচিত আল কুরআনের বাংলা অনুবাদও পড়া। এটা পড়লে আমরা বুঝতে পারব বলাটা কী হচ্ছে আল কুরআনে, যেটা আমরা আরবি পড়লে ঠিক বুঝি না আরবিভাষী না হবার কারণে।

র যদি এমন হয় যে, বাংলাটাই আপনি প্লে দিয়ে শুনতে পারতেন androidএ? 
 
জ্বী, সেই সুযোগও আছে আমাদের, শোকর আলহামদুলিল্লাহ। সেটা জানাতেই এই টিউন।
 
প্লে স্টোরে গিয়ে লিখুন mormobani. এটা লিখে ছবির ন্যায় অনুসন্ধান করুন। পেয়ে যাবেন app, যার নাম Al Quran Bangla Mormobani. এটা নামিয়ে নিন। আমি প্লে স্টোরের লিঙ্ক দিতে পারি না, এটা কীভাবে দেয় জানা নেই।
 
তবে বলে রাখা ভালো, প্রতিটা বাক্যের জন্য আলাদা আলাদাভাবে প্লে চাপতে হবে। প্রতিবার প্লে চাপলে প্রতিবার ডাউনলোড হবে প্রতিটা অডিও বাংলা লাইন আলাদা আলাদা করে করে। যেমন ধরেন, সুরা ফাতিহার আয়াত ৭ টি। সেই ৭ টি বাংলা লাইন প্লে দিতে হলে প্রতিটা আয়াত ক্লিক করতে হবে এবং অডিওটা ডাউনলোড হবে আর তারপর আপনি শুনতে পারবেন। এটাকে একটা সীমাবদ্ধতা বলতে পারেন অডিওটার যে, ধারাবাহিকভাবে একের পর একটা লাইন বলতে যে থাকে না appটা। হয় তো কখনো কর্তৃপক্ষ জিনিসটা ঠিক করলেও করতে পারেন, কে জানে!
 
বেশি বেশি শুনুন, কুরআনের অর্থ বুকে লালন করুন। রমজান মাসে অশেষ পূণ্য হাসিল করুন। 

Level 0

আমি জারিফ মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai audio ta offline hole valo hoto.