#নিয়ম:
১. নতুন একটা জিপি সিম(১০০ টাকা) কিনুন।
২. এক্টিভ করুন
৩. GIFTAAAA অথবা GIFTBBBB টাইপ করে 9999 এ সেন্ড করুন। ১ জিবি পেয়ে যাবেন।
৪. *500*91# ডায়াল করে আরো 2 জিবি(১ জিবি শুধু এফবির জন্য) নিয়ে নিন। টোটাল ৩ জিবি!!
৫. Wowbox থেকে বন্ধু প্যাকেজ করে ৩ মাসের মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন।
আরো কিছু বিষয়ে আলোকপাত:
নতুন অবস্থায় সিমে শুধু ১০ টাকা থাকবে। *500*91# এ 2 জিবি আনতে হলে ভ্যাটসহ ১০.৮৭ টাকা খরচ হবে। তাই ১০ টাকা flexi করে নিন। কিন্তু গিফট সিস্টেম এর ১ জিবি টোটালি ফ্রি পাবেন। তাছাড়া নতুন সিম এ আরো অফার আছে, সেটা পাওয়ার জন্য ২৯ টাকা রিচার্জ করতে হবে...এই যেমন ফ্রি welcome tune, sms, কম রেট etc.
নেট ব্যালেন্স চেক: *566*10#
ফেসবুক ডাটা চেক: *566*1#
তবে এখন সবাই মোটামুটি জিপির মেয়াদ বাড়ানোর নিয়ম জানেনে। যারা যানেন না তাঁদের জন্য বলছি,
নিয়ম-১
প্রথমে এখানে যান। তারপর Talktime জিরো দিন। Internet সবচেয়ে কম প্যাক ৪ এম্বি দিন। মেয়াদ ৩০ দিন দিয়ে দিন। এবং অবশ্যই এসএমএস জিরো দিবেন।
তারপর সেই প্যাকটা কিনুন। দেখবেন মেয়াদ হয়ে গেছে ১ মাস!
নিয়ম-২
এটি মূলত এপ্লিকেশনের মাধ্যমে করা হয়। প্রথমে Wowbox এপটি এখান থেকে ডাউনলোড করুন। তারপর আপনার নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিন। এই এপ্টির মাধ্যমে আপনি প্রতিদিন ২০ এম্বি করে ফ্রি নিতে পারবেন যার মেয়াদ ৩ মাস। তাহলে এখান থেকে ২০ এম্বি নিয়ে নিন তাহলে মেয়াদ হয়ে যাবে ৩ মাস!!
তাই আর দেরি না করে আজই জিপির এই নতুন অফারটি!
টিউনটি পূর্বে আমার ব্লগে প্রকাশিত।
সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগ থেকে। ব্লগ লিংকঃ http://www.alokkroyblog.cf
ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমি অলক রায়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai apni ki …peasen …… notun sim kine sotti paua jabe to ………….