বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম
সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আশাকরি সবাই ভাল আছেন। আল্লাহর রহমতে আমি ও ভাল আছি।
আজ আপনাদের দেখাবো কিভাবে এন্ড্রয়েড মোবাইল এর বুট এনিমেশন পরিবর্তন করবেন।
বুট এনিমেশন পরিবর্তন এর জন্য যা যা লাগবে...
১। আপনার রুটেড এন্ড্রয়েড ডিভাইস
২। Boot Animations.apk
৩। ES File Explorer.apk
১ম ধাপঃ প্রথমেই আপনাকে আপনার এন্ড্রয়েড ডিভাইস টি রুট করতে হবে। আর রুটের জন্য অনেক এর অনেক গুলি টিপ্স আছে টিটি তে,আপনি সেগুলি ফলো করে রুট করে নেন।
২য় ধাপঃ এবার গুগল প্লে-স্টোর থেকে Boot Animations.apk সফটওয়্যার টি ইন্সটল করে নিন।
৩য় ধাপঃ Boot Animation.apk ওপেন করুন। বুট এনিমেশন বাছাই করে ছবির মতু ইন্সটল করুন। কিন্তু ইন্সটল হবে না 😛
ভয় এর কিছু নেই। ৪র্থ ধাপ দেখুন।
৪র্থ ধাপঃ boot animation ইন্সটল হউয়ার পর আপনি ES File Explorer ওপেন করুন। প্রথমেই রাইট বাটনে টাচ করে অপশন আনুন। তারপর Tools>Root Explorer OFF থাকলে ON করে দিন। বেক হয়ে sdcard>romtolbox>boot_animations এ জান। এখানে আপনার ডাউনলোড করা boot animation টা পাবেন। এবার এটাকে রিনেইম করে bootanimation.zip বানান এবং কপি করেন।
এবার আপনি ES File Explorer>Device>system>media তে জান এবং পেস্ট করেন। overwrite সিলেক্ট করুন।
বেশ কাজ শেষ। 😆
এবার আপনি মোবাইল টা অন/অফ করে দেখুন। চেইঞ্জ না হলে আমার সাহায্য নিয়েন।
আমি মহিবুর রহমান রাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am simple but wants to be unsimple by my activity
duos 2 তে হয়নি