জিপিতে এখনই লুফে নিন ৩৫ টাকায় ৫০০ এম্বি যতখুশি ততবার!

কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো।

টিটিতে আমার আজকের টিউনটি একটু ব্যাতিক্রমধর্মি। আমরা জানি বর্তমানে জিপি অনেকের সিমেই অনেক রকমের অফার দিচ্ছে। তেমনি আমাকেউ দিয়েছে ৩৫ টাকায় ৫০০ এম্বির অফারটি। সবচেয়ে মজার ব্যাপার হল, ৫০০ এম্বি নিতে পারবেন শুধু মাত্র ৩৫ টাকায়। অর্থাৎ ভ্যাট সহ ৩৫ টাকা।

অফারটি নিতে হলে অবশ্যই আপনার ফোনে জিপি থেকে এই ম্যাসেজটি আসতে হবে,

All time internet offer!! 500 mb internet only 35 taka (included vat). Dial *500*78#

তো এখনই লুফে নিন এই অফার। মেয়াদ ৭ দিন। তবে এখন সবাই মোটামুটি জিপির মেয়াদ বাড়ানোর নিয়ম জানেনে। যারা যানেন না তাঁদের জন্য বলছি,

নিয়ম-১

প্রথমে এখানে যান। তারপর Talktime জিরো দিন। Internet সবচেয়ে কম প্যাক ৪ এম্বি দিন। মেয়াদ ৩০ দিন দিয়ে দিন। এবং অবশ্যই এসএমএস জিরো দিবেন।

তারপর সেই প্যাকটা কিনুন। দেখবেন ৪ এম্বি প্যাকটা ৫০০ এম্বির সাথে যোগ হয়ে গেছে এবং মেয়াদ হয়ে গেছে ১ মাস!

নিয়ম-২

এটি মূলত এপ্লিকেশনের মাধ্যমে করা হয়। প্রথমে Wowbox এপটি এখান থেকে ডাউনলোড করুন। তারপর আপনার নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিন। এই এপ্টির মাধ্যমে আপনি প্রতিদিন ২০ এম্বি করে ফ্রি নিতে পারবেন যার মেয়াদ ৩ মাস। তাহলে এখান থেকে ২০ এম্বি নিয়ে নিন তাহলে আপনার ৫০০ এম্বির মেয়াদ হয়ে যাবে ৩ মাস!!

তাই আর দেরি না করে আজই জিপির এই সস্তা এম্বি প্যাক নিয়ে নিন। আমি প্রায় চারবার নিয়েছি।

টিউনটি পূর্বে আমার ব্লগে প্রকাশিত।

সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগ থেকে। ব্লগ লিংকঃ http://www.alokkroyblog.cf

ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Level 0

আমি অলক রায়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অই মিয়া যেই কারনে পোস্ট লিখলা ওই কোড ই তো দাও নাই

দিছে ভালো করে দেখেন । Dial *500*78#

Level 2

ম্যাছেজ দিলে ত দেখতেই পাবো টিউনের দরকার কি,,,,,

Level 0

Your remaining Internet Volume is 7756.32 MB, which is valid till 16/07/15. Dial *444# to know GP offer. , গত মাস থেকে জিপি এর এম বি খাইতে খাইতে পেট খারাপ হইয়া গেসে , ১৭ জিবি নিসিলাম ১৭০ টাকায় , অহন ৭ জিবি আছে

কি আর বলবো আমি প্রায় ১মাস ১০.৩৫ পয়সা দিয়ে ১জিবি ব্যকহার করে আসছি, এপযন্ত কত জিবি ব্যবহার করছি বলতে পারবো না, *500*86# ডায়েল করে দেখতে পারেন, কারো কপাল খোলে কি না, আমি ১৪ টা সিমে ট্রাই করে ২টায় পাইছি।

ধন্যবাদ ভাই। আপনার পদ্ধতি ব্যবহার করে ১ মাস মেয়াদ বেড়ে গেছে।

    সুন্দর কমেন্ট করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।

আমি তো পেলাম না 🙁

Sorry, this package is not available anymore or you have requested with an invalid keyword or sms format. Dial *5000# or Call 5000 IVR (free of cost) to activate GP Internet Packages.