আজ আমি টেকটিউনস এ জীবনের
প্রথম টিউন করতে যাচ্ছি। জানিনা
কতটুকু আপনাদের দিতে পারবো
তবে অবশ্যই সব সময় নিজের ১০০%
দেওয়ার চেষ্টা করব।
তাই
আপনাদের দোয়া আর
ভালোবাসা কামনা করে আমি আমার টিউনটি শুরু করছি....।
আজ আমি আপনাদের সামনে Walton primo rx সিরিজের নতুন ও স্টাইলিশ স্মার্ট ফোন primo rx3 এর রিভিউ নিয়ে হাজির হলাম |
চলুন কিছু ফিচার সমূহ দেখে
নেই ---↓↓↓
১. এর অপারেটিং সিস্টেম
অ্যান্ড্রয়েড এর লেটেস্ট ভার্সন
কিটক্যাট ৪.৪.২।
২. এতে আছে ১৩ মেগাপিক্সেল
বিএসআই রেয়ার ক্যামেরা,
অটোফোকাস এবং ফ্ল্যাশ যা
দিয়ে বেশ উচ্চমানের ছবি তোলা
যাবে। আর সামনে আছে ভিডিও
কলিং এর জন্য ৫ মেগাপিক্সেলের
ক্যামেরা।
একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এর ব্যাক এবং
ফ্রন্ট উভয় পাশেই অটো ফোকাস যুক্ত করা হয়েছে |
৩. এটি কদাচিৎ দেখা যাওয়া
অক্টা কোর (৮ কোর) প্রসেসরে
চলছে |
৪. এর আছে পিউর ব্ল্যাক ওজিএস
আইপিএস ডিসপ্লে
(বেশ ক্লিয়ার এবং ভালো ভিউইং
অ্যাঙ্গেল),
২ গিগাবাইট RAM,
ডুয়াল সিম, ফুল এইচডি ভিডিও,
মালি ৪৫০ জিপিইউ (এইচডি
গেমিং এর জন্য বেশ চমত্কার)।
৫.এর ডিসপ্লে প্রটেকশনের জন্য ২য় প্রজন্মের গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে |
এই স্মার্ট ফোনটি পূর্বের তৈরিকৃত primo rx2 এর নতুন সংস্করণ RX3 |
৬. এতে ২১০০ এম এইচ এর হাই ডেনসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে |
৭. এতে ওটিজি (On the go) ফিচার ব্যবহার করা হয়েছে |
আমরা অনেকেই এটি সম্পর্কে জানি তাই বেশি বলার প্রয়োজন নেই |
৮.ফিচার হিসেবে এর দাম বেশ
যুক্তিসংগত, ১৩,৯৯০ টাকা।
এই ফোনটি সকল ধরনের
এইচডি গেমিং এর জন্য আদর্শ। যারা
ওয়ালটন মোবাইল দ্রুত গরম হয়ে
যাবার অভিযোগ শুনেছেন তাদের
বলে রাখা ভালো যে এই ডিভাইস
সহজে গরম হয়ে যাবার কথা না।
এছাড়া আরো আছে ভালোমানের
স্পিকার আর সাউন্ড কোয়ালিটি।
সমস্যা:--↓↓ Primo RX3 তে যেমন এসব
চমৎকার ফিচারসমূহ আছে তেমনি
আছে একটা সিস্পল সমস্যা। এর ব্যাটারির অ্যাম্পিয়ার যদি ২১০০ না হয়ে ২৫০০ আথবা ৩০০০ অ্যাম্পিয়ারের হতো তাহলে অনেক ভালোই হতো | এই সমস্যা ছাড়া আর সবকিছুই জাক্কাস |
তাই সবকিছু বিবেচনা করে
পরিশেষে বলা যায় যে, ব্যাটারি এর
সমস্যাটি বাদ দিলে Walton Primo RX3
বর্তমান বাজারে এই দামের মধ্যে
বেশ উল্লেখযোগ্য অ্যান্ড্রয়েড
স্মার্টফোন।
আমি Tube Shadow HD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ শেয়ার করার জন্য ।
এগিয়ে যান ।