মেমোরি কার্ড আমাদের সকলেরই প্রয়োজনীয় একটি বস্তু। মেমোরি কার্ড ছাড়া স্মার্ট ফোন অচল। এছাড়াও এর মাধ্যমে আমাদের গুরুত্বপূর্ণ সকল তথ্য সংরক্ষণ করে রাখতে পারি। কিন্তু আজকাল বাজারে স্যামসাং কম্পানির নামে অনেক নকল মেমোরি কার্ড পাওয়া যাচ্ছে যা ব্যবহারে ক্ষতিকর।
আমার আজকের টিউনটি মূলত আপনাদের এই বিষয়ে সচেতন করার জন্য। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।
স্যামসাং বাংলাদেশের বাজারে কোনো মেমোরি কার্ড বিক্রি করে না। অথচ বর্তমানে বাজারে স্যামসাং ব্র্যান্ডের নকল মেমোরি কার্ড পাওয়া যাচ্ছে। এ ধরনের নকল মেমোরি কার্ড কেনা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্যামসাং পণ্যের পরিবেশক কম্পিউটার সোর্স। কম্পিউটার সোর্সের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদ সামনে রেখে দেশের প্রযুক্তি বাজারে নকল মেমোরি কার্ড বিক্রি হচ্ছে। এসব মেমোরি কার্ড কিনে প্রতারণার শিকার হচ্ছেন ক্রেতারা। কার্ডের গায়ে ১৬জিবি লেখা থাকলেও অনেক ক্ষেত্রে এর তথ্য ধারণক্ষমতা কম দেখাচ্ছে। মেমোরি কার্ডে কোনো ওয়ারেন্টিও থাকছে না। স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশে স্যামসাং পরিবেশিত কোনো মেমোরি কার্ড নেই। স্যামসাংয়ের নামে এই নকল পণ্য বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কম্পিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ জানিয়েছেন, কম্পিউটার সোর্সের আউটলেটগুলোতে ক্রেতারা নকল পণ্য সম্পর্কে অভিযোগ করছেন। ক্রেতাদের কাছে পণ্য যাচাই করে কেনার অনুরোধ করছি। নকল মেমোরি কার্ড স্মার্টফোনের মাদারবোর্ডের ক্ষতি করে।
তাই আজই সচেতন হঊন এই বিষয়ে। মেমোরি কার্ড কেনার সময় এই বিষয়ে সচেতন থাকলে আপনি সহজেই নকল মেমোরি হতে দূরে থাকতে পারবেন। এছাড়াও নস্ট মেমোরি কার্ডে অনেক ক্ষতিকর ভাইরাস থাকে যা আপনার ফোনের জন্যে ক্ষতিকর।
টিউনটি পূর্বে আমার ব্লগে প্রকাশিত।
সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগ থেকে। ব্লগ লিংকঃ http://www.alokkroyblog.cf
ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমি অলক রায়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইয়া, এই নিয়ে অনেক টিউন হয়েছে, পারলে নতুন কিছু নিয়ে লেখেন।