বাজেট ফোন মানেই নিম্ন স্পেক্স। বিশেষ করে ক্যামেরাটা কখনই ভাল হয় না। তবে ২০১৫ এ কিছু স্মার্টফোন উঠে এসেছে যার স্পেক্স দেখে দাম অনুমান করা যাবে না। এর ভিতর সেরা ১ টি হল Huawei P8 lite:
আমার মতে এটাই সেরা কারন এটার ইন্টারফেস। আপনি যদি খুব ভাল (অনেকটা সনি টাইপ) লুকিং এর ফোন খুঁজেন তাইলে এতা হতে পারে আপনার সেরা চয়েস। কালার রয়েছে ২টি; কাল ও সাদা।
স্পেক্স এর দিক দিয়েও পস্তাতে হবে না আপনাকে। এতে রয়েছে ৫ ইঞ্চি একটি এইচডি ডিসপ্লে, রেসুলুশন ৭২০*১০৮০ সাথে স্ক্রাচ প্রুফ স্ক্রীন। আন্ড্রইড ৪.৪ হলেও আপনি পাবেন গ্যারান্টি ৫.০.২ তে আপগ্রেডেশন। এতে রয়েছে Huawei এর পার্সোনাল UI যা যথেষ্টই ইউজার ফ্রেন্ডলি। Qualcomm MSM8939 Snapdragon 615 চিপ এর সাথে Quad-core 1.5 GHz Cortex-A53 প্রসেসর ও ২ জিবি র্যাম। তাই মাল্টিটাস্কিং এ কোন সমস্যা হবার কথা না। এতে ১৬ জিবি রম এর সাথে রয়েছে ১২৮ জিবি এক্সপ্যান্ড এর সুবিধা।
স্মার্টফোন টি তে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা যা আপনাকে খুশি করতে সক্ষম তবে অন্য ১৩ মেগাপিক্সেল ক্যামেরার সাথে কম্পেয়ার করলে হেরে যাবে। কিছু ক্যাপচারঃ
এছাড়াও ফ্রন্টএ রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
ইউটিউব রিভিউঃ
ব্যাটারি হল ২২০০ (নন-রেমুভেবল) যা কম তবে আপনি হেভি ইউজার না হলে ১ দিন কম সমস্যা ছারাই চালাতে পারবেন। এছাড়া দামের জন্য ফোনটি বাজারে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে যদিও মাত্র ১ সপ্তাহ হল রিলিজ পেয়েছে। এর দাম 249$ যার অর্থ ১৯৫০০ টাকা।
আমি নাফিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
o accha to ami ki korbo amare ki apni gift korben ? taka nai :/